পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 e অন্তখণ্ড দাতা। জয়ই শ্রেষ্ঠ হৰ্ত্ত সভার রক্ষিত ॥ জয়২ অদোষ দরশি কৃপাসিন্ধু । জয়২ সস্তপ্ত জনের এক বন্ধু ৷ জয়২ অপরাধ ভঞ্জন স্মরণ । দোষক্ষম প্ৰভু তোর লইনু স্মরণ ॥ শুনি শঙ্করের স্তব সৰ্ব্বজীব নাথ । চক্রতেজ নিবারিয়া হইল৷ সাক্ষাৎ । চতুর্দিগে শোভাকরে গোপ গোপীগণ। কিছু ক্রোধ হাস্যমুখে বলেন বচন ৷ কেনে শিব তুমিত জানহ মোর, শুদ্ধি। এত কালে তোমার এমত কেনে বুদ্ধি। কোন কীট কাশী রাজা অধম নৃপতি। তার লাগি যুদ্ধ কর আমার সংহতি । এই যে দেখহ মোর চক্র সুদর্শন। তোমারেও ন। সহে যাহার পরাক্রম ৷ ব্ৰহ্ম অস্ত্র পশুপত অস্ত্র আদি যত । পরম অব্যর্থ মহাঅস্ত্র আর কত ॥ সুদর্শন স্থানে কার নাহি প্রতিকার। যার অস্ত্র তারে চাহে করিতে সংহার। হেনত না দেখি আমি পৃথিবী ভিতর । তোমা বই যে আমারে করে অনাদর ॥ শুনিয়া প্রভুর কিছু সক্রোধ উত্তর । অন্তরে কম্পিত বড় হইল। শঙ্কর ৷ তবে শেষে ধরিয়া প্রভুর শ্ৰীচরণ। কহিতে নাগিল৷ শিব আত্ম নিবেদন । তোমার অধীন প্রভু সকল সংসার। স্বতন্ত্র হইতে শক্তি অছিয়ে কাহার ॥ পবনে চালায় যেন স্বক্ষন তুণগণ। এইমত অস্বতন্ত্র সকল ভুবন ॥ যে করাও প্রভু তুমি সেই জীবকরে । হেন কেবা আছয়ে তোমার মায়া তরে। বিশে যে দিয়াছ প্ৰভু মোরে অহঙ্কার। আপনারে বড় বই নাহি দেখে আর । তো মার মায়ায় মোরে করায় দুৰ্গতি । কি করিব প্রভু মুঞি অস্বতন্ত্রমতি তোর পাদপদ্ম মোর একান্ত জীবন। অরণ্যে থাকিব চিন্তি তোমার চরণ ॥ তথাপিও মোরে সে লওয়াও অহঙ্কার । মুঞি কি করিব প্রভু যে ইচ্ছা তোমার । তথা পিহ প্ৰভু যুঞি কৈন্ন অপরাধ। সকল ক্ষমিয়া মোরে করহ প্রসাদ। এমত কুবুদ্ধি যেন মোর কভু নহে। “ এইযর দেহ প্রভু হইয়া সদয়ে ॥ যেন অপরাধ কৈল্প হই অহঙ্কার ৷ হইল তাহার শাস্তি শেষ নাহি আর এবে আজ্ঞা কর প্রতু থাকিব কোথায় । তোম। বই আর বা বলিব কার পায় ৷ শুনি শঙ্করের বাক্য ঈযৎ হাসিয়া। বলিতে লাগিলা কিছু রূপাযুক্ত হঞা । শুন শিব তোমারে দিলাম দিব্য স্থান । সৰ্ব্বগোষ্ঠী সহে তথা করহ পয়ান ॥ একাশ্বক নাম বন স্থান মনো হর । তথাও হইবা তুমি কোটি লিঙ্গেশ্বর ৷ সেহ বারাণসী প্রায় সুরম্য নগরী সেই স্থানে আমার পরম গোপ্যপুরী ৷ সেই স্থান শিব আজি কহি তোমাস্থানে সে পুরীর মৰ্ম্ম মোর কেহ নাহি জানে ॥ সিন্ধুতীরে বটমূলে নীলাচল নাম ক্ষেত্র শ্ৰীপুৰুষোত্তম অতি রম্যস্থান ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড কালে যখন সংহারে । ত ভোসে স্থানের কিছু করিতে ন পারে। সৰ্ব্বকাল সেই স্থানে আমার বসতি প্রতিদিন আমার ভোজন হয় তথি । সেস্থানের প্রভাবে যোজন দশ ভূমি। তা হাতে বসয়ে যত জন্তু কীট কুমি। সভারে দেখয়ে চতুভুজ দেবগণে। মরণ মঙ্গল