পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত 求へ○ নার তত্ব প্রভু আপনে সে জানে। বেদে ভাগবতে এইমত সে বাখানে । তথাপি যে লীলা প্রভু করেন যখনে। তাহ কহে বেদে জীব উদ্ধার কারণে ॥ মগ্ন হই লেন প্রভু বৈষ্ণব আবেশে । বাহ গেল দূর প্রেমসিন্ধু মাঝে ভাসে। আবরিয়া সাৰ্ব্বভৌম আছেন আপনে প্রভুর আনন্দ মুচ্ছ না হয় খণ্ডনে। শেষে সাৰ্ব্ব ভৌম যুক্তি করিলেন মনে। প্রভু লই যাইবারে আপন ভবনে। সাৰ্ব্বভৌম বলে ভাই পডিহারিগণ। সত্তে তুলিলহ এই পুরুষ রতন। পাণ্ড বিজয়ের যত নিজ ভৃত্যগণ। সভে প্ৰভু কোলেকরি করিলা গমন । কে বুঝিব ঈশ্বরের চরিত্র গহন হেনৰূপে সাৰ্ব্বভৌম মন্দিরে গমন । চতুৰ্দ্দিগে হরিদ্বনি করিয়া২। বহিয়, আনেন সভে হরিষ হইয়া । হেনই সময়ে সৰ্ব্বভক্ত সিংহদ্বারে । আসিয়া মিলি ল সভে হরিষ অন্তরে। পরম অদ্ভুত সব দেখেন আসিয়া । পিপিলিকাগণ যেন অন্নখায় লঞ ৷ এইমত প্রভুরে অনেক লোক ধরি। লইয়া যায়েন সভে মহ। নন্দ করি । সিংহ দ্বারে নমস্কার সৰ্ব্বভক্তগণ । হরিষে প্রভুর পাছে করিলা গমন সৰ্ব্ব লোক ধরি সাৰ্ব্বভেীমের মন্দিরে। আনিলেন কপাট পড়িল তান দ্বারে প্রভুর আসিয়া যে মিলিলা ভক্তগণ। দেখি সাৰ্ব্বভৌম তখন হরষিত মন । যথাযোগ্য সম্ভাষা করিয়া সভাসনে বসিলেন সন্দেহ ভাঙ্গিল ততক্ষণে ॥ বড় সুখী হৈলা সাৰ্ব্বভৌম মহাশয় । তার তার কিব। ভাগ্য ফলের উদয় ॥ যার কীৰ্ত্তি মাত্ৰ সৰ্ব্ববেদে ব্যাখ্যা করে। অনায়াসে ঈশ্বর আইলা তার ঘরে ॥ নিতানন্দ দেখি সাৰ্ব্বভৌম মহাশয়। লইলা চরণ ধূলী করিয়া বিনয় । মনুষ্য দিলেন সাৰ্ব্বভৌম সভাসনে। চলিলেন সভে জগন্নাথ দরশনে ॥ যে মনুষ্য যায় জগন্নাথ দেখাইতে । নিবেদন করেন করিয়া যোড়হাতে ॥ স্থির হই জগন্নাথ সভেই দেখিবা। পূৰ্ব্ব গোসাঞির মত কেহ না করিব, কিৰূপ তোমারী কিছু না পারি বুঝিতে। স্থির হই দেখ তবে যাই দেখাইতে । যেৰূপ তোমার করি লেক এক জনে । জগন্নাথ দৈবে রছিলেন সিংহাসনে ॥ বিশেষে বা কি কহিব ষে দেখিন্তু তান। সে আছাড়ে অন্যের কি দেহে রহে প্রাণ ॥ এতেকে তোম৷ র সুব অচিন্ত্য কথন। সম্বরিয়া দেখিবা করিনু নিবেদন ॥ শুনি সব হাসিতে লাগিলা ভক্তগণ। চিন্তা নাহি বলি সভে করিলা গমন । আসি দেখিলেন চতু বুহি জগন্নাথ। প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাত ॥ দেখি সভে লাগিলেন করিতে ক্ৰন্দন । দণ্ডবৎ প্রদক্ষিণ করেন স্তবন । প্রভুর গলার মালা ব্রাহ্মণ আনিয়া দিলেন সভার গলে সন্তোষিত হঞ আজ্ঞামালা পাএ সভে সন্তোষিত মনে আইলা সত্বরে সাৰ্ব্বভৌমের ভবনে ॥ প্রভুর আনন্দ মুচ্ছ হইল যে মতে। বাহনাহি তিলেক আছেন সেইমতে ॥ বসিয়া আছেন সাৰ্ব্বভৌম পদতলে । চতুর্দিগে রামকৃষ্ণ ভূক্তগণ বলে। অচিন্ত্য অগম্য গৌরচন্দ্রের চরিত। তিন প্রহরেও বাহু নহে