পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 μ' 5 었 কুল গুণ নাম মুক্ত সব গায়। ইর্থে অনাদর যার সেই নাশ যায়। এইৰূপে নান। মত পক্ষ তোলাইয়। ব্যাখ্যা করে সার্বভৌম অবিষ্ট হইয়া । ত্রয়ে৷ দশ প্রকার শ্লোকীর্থ বাখানিয়া । রছিলেন আর শক্তিনাহিক বলিয়া ॥ ঈষৎ হাসিয়৷ গৌরচন্দ্র প্রভু কহে। যত বাখানিলে তুমি সব সত্য হয়ে ৷ এবে শুন আমি কিছু করিয়া ব্যাখ্যান। বুঝ দেখি বিচারিয়া হয় কি প্রমাণ । তখনে বি স্মিত সাৰ্ব্বভৌম মহাশয়। আরো অর্থ নরের শক্তিতে কতু হয়। আপনার অর্থ প্রভু আপনে বাখানে। তাহা কেহ কোন কম্পে উদ্দেশ না জানে। ব্যাখ্যা শুনি সাৰ্ব্বভৌম পরম বিস্মিত । মনে ভাবে এই কিবা ঈশ্বর বিদিত ॥ শ্লোক ব্যাখ্যা করে প্রভু করিয়া হুঙ্কার। আত্মভাবে হইলা যড়ভূজ অবতার। প্রভু বলে সাৰ্ব্বসভীম কি তোমার বিচার। সন্ন্যাসে আমার নাহি হয় অধিকার ॥ সন্ন্যাসী কি আমি হেন তোর চিত্তে লয়। তোর লাগি আমি এথা হইনু উদয় ॥ বহু জন্ম মোর প্রেমে তেজিল জীবন। অতএব তোরে আমি দিনু দরশন ॥ সংকীৰ্ত্তন আরম্ভে মোহর অবতার। অনন্ত ব্ৰহ্মাণ্ডে মুঞি বহি নাহি আর ॥ জন্মহ তুমি মোর শুরূ প্রেম দাস । অতএব তোরে আমি হইনু প্রকাশ ॥ সাধু উদ্ধারিমু তুষ্ট বিনাশিমু সব । তোর কিছু চিন্তা নাহি পড় মোর স্তব ! অপুৰ্ব্ব ষড়ভুজ মুৰ্ত্তি কোটি স্বৰ্য্যময়। দেখি মুচ্ছ গেলা সাৰ্ব্বভৌম মহাশয় ॥ বিশাল করেন প্ৰভু হুঙ্কার গজ্জন। ষড়ভুজ গৌরচন্দ্র নায়ায়ণ ॥ বড় সুথি প্রভু সাৰ্ব্বভৌমেরে অন্তরে উঠ বলি গ্ৰহস্ত দিলেন তান শিরে ৷ শ্ৰীহস্ত পরশে বিপ্ৰ পাইল চেতন । তথা পি আনন্দ যত নাফুরে বচন ॥ করুণ। সমুদ্র প্রভু শ্ৰীগেীরসুন্দর । পাদপদ্ম দিলা তার হৃদয় উপর । শ্ৰীচরণ পাএ সাৰ্ব্বভৌম মহাশয় ৷ হইল কেবল পরামন্দ প্রেমময় ॥ দৃঢ় করি পাদপদ্ম ধরি প্রেমানন্দে। আজি সে পাইনু চিত্তচোর বলি কান্দে আত্মনাদে সাৰ্ব্বভৌম করেন রোদন। ধরিয়া অপূৰ্ব্ব পাদপদ্ম রম ধন প্রভু মোর শ্ৰীকৃষ্ণ চৈতন্য প্রাণনাথ। মুঞি অধমেরে প্রভু কর দৃষ্টিপাত তো মারে সে মুঞি পাপী শিখাইনু ধৰ্ম্ম । না জানিয়া তোমার অচিন্ত্য শুদ্ধ মৰ্ম্ম । হেন কোন আছে প্ৰভু তোমার মায়ায়। মহাযোগেশ্বর আদি মোহ নাহি পায় । সে তুমি যে আমারে মোহলে কোন শক্তি এবে দেখ তোমার চরণে প্রেমভক্তি জয় ঐক্লয় চৈতন্য প্রাণনাথ ! জয়২ শচী পুণ্যবতী গৰ্ব্বজাত ॥ জয়২ খ্ৰীকৃষ্ণ চৈতন্য সৰ্ব্ব প্রাণ। জয় বেদ বিপ্র সাধু ধৰ্ম্মত্ৰাণ ॥ জয়২ বৈকুণ্ঠাদি লোকের ঈশ্বর । জয়হ শুদ্ধসত্বৰূপ ন্যাসীবর। পরমসুবুদ্ধি সাৰ্ব্বভৌম মহামতি । শ্লোক পড়িং পুনঃ পুন করে স্তুতি ॥ তথাহি । কালান্নষ্টং ভক্তিযোগং নিজংয়ঃ প্রাদুষ্কৰ্ত্তং রকমই চৈতন্য নাম। আবিভূতিস্তস্য পাদারবিন্দে গাঢং গাঢং নীয়তাং চিত্ত ভৃঙ্গ কালবশে ভক্তি লুকাইয় দিনে । পুনৰ্ব্বার নিজ ভক্তি প্রকাশ কারণে