পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ૭હે পূর্ণিত বক্ষ গজেন্দ্র গমন । আজানু লম্বিত দুই স্ত্রভুজ তুলিয়া। হরিবলি সিংহনাদ করেন গজ্জিয়া দেখিয়া প্রভুরে চতুৰ্দ্দিগে সৰ্ব্বলোকে । হরিবলি নৃত্য সভে করেন কৌতুকে। দণ্ডবৎ হই সভে পড়ে ভূমিতলে। আনন্দ পাইয়া মগ্ন হরি হরি বলে। দুই বাহু তুলি সৰ্ব্বলোকে স্তুতি করে । উদ্ধারহ সব প্রভু তামি পাপিষ্ঠেরে ॥ ঈষৎ হাসিয়া প্রভু সৰ্ব্বলোক প্রতি। আশীৰ্ব্বাদ করেন কৃষ্ণেতে হউ মতি ॥ বল ক্লষ্ণ ভজ কৃষ্ণ শুন কৃষ্ণ নাম। ক্লষ্ণ হউ সভার জীবন ধন প্রাণ ৷ সৰ্ব্বলোকে হরি বলে শুনি আশীৰ্ব্বাদ । পুনঃপুনঃসভেই করেন কাকু র্বাদ ॥ জগত উদ্ধার লাগি তুমি গুঢ়ৰূপে অবতীর্ণ হৈল শচীগৰ্ত্ত নবদ্বীপে ॥ আমি সব পাপিষ্ঠ তোমারে না চিনিয়া। অন্ধকূপে পড়িলাম আপন খাইয়া । করুণ সাগর তুমি পরহিতকারী ৷ রূপ কর আর যেন তোমা না পাসরি ৷ এইমত সৰ্ব্বদিগে লোকে স্তুতি করে: হেন রঙ্গ করায়েন গৌরাঙ্গ সুন্দরে। মনুষ্যে হইল পরি পূর্ণ সৰ্ব্বগ্রাম। নগর চত্বর প্রান্তরেও নাহি স্থান । দেখিতে সভার পুনঃপুন আৰ্ত্তি বাড়ে। সহস্র২ লোক এক বৃক্ষে চড়ে ॥ গৃহের উপর বা কতেক লোক চড়ে ঈশ্বর ইচ্ছায় ঘর ভাঙ্গিয়া না পড়ে দেখি মাত্র সৰ্ব্বলোক ঐচন্দ্ৰ বদন । হরি বলি সিংহনাদ করে ঘনে ঘন ॥ নানা দিগ থাকি লোক আইসে সদায়। ক্রমুখ দেখিয়া কেহ ঘর নাহি যায়। নানা রঙ্গ জানে প্ৰভু গৌরাঙ্গ সুন্দর। লুকাইয়া গেল। প্রভু কুলিয়া নগর। নিত্যানন্দ আদি জনকথে সঙ্গে লঞ চলিলেন বাচ স্পতিরেও না কহিয়া । কুলিয়ায় আইলেন বৈকুণ্ঠ ঈশ্বর। তথা সৰ্ব্বলোক হৈল পরম কাতর। চতুর্দিগে বাচস্পতি লাগিল৷ চাহিতে । কোথা গেল। প্রভু নাহি পায়েন দেখিতে ॥ বিচার করিয়া বিপ্র প্রভু না দেখিয়া। কান্দিতে লাগিল উৰ্দ্ধ বদন করিয়া । বিরলে আছেন প্রভু বাড়ির ভিতরে -এই জ্ঞান হইয়াছে সভার অন্তরে ৷ বাহির হয়েন প্রভু হরিনাম শুনি। অতত্রব সভে বলে মহাহরি স্বনি কোটি২ লোকে মহা হরিদ্বনি করে। স্বৰ্গ মৰ্ত্ত পাতালাদি সৰ্ব্বলোকপুরে। কথো ক্ষণে বাচস্পতি হইয়া বাহিরে। প্রভুর বৃত্তান্ত আসি কহিল সভারে। কথো রাত্রে কোনদিগে হেন নাহি জানি। আম পাপীষ্ঠেরে বঞ্চিগেল ন্যাসমণি ॥ সত্য কহি ভাইসব তোমা সভাস্থানে। না জানি চৈতন্য গিয়াছেন কোন গ্রামে ৷ যত মতে বাচস্পতি কহেন লোকেরে । প্রতিত কাহার নাহি জন্ময়ে অন্তরে ॥ লোকের গহন দেখি আছেন বিরলে। এইকথা সভে বাচস্পতি স্থানে বলে ॥ কেহ২ ধরে বাচস্পতির চরণে এক বার মাত্র তানে দেখিল্প নয়নে ॥ তবে সবে ঘর যাই আন ন্দিত হঞা । এই বাক্য প্রভু স্থানে জানাইবা গিয়া ॥ কভু নাহি লঙ্ঘিবেন তো মার বচন। যেমতে আমরা পাপী পাই দরশন। যত মতে বাচস্পতি প্ৰ বোধিয়া কহে । কাহার চিত্তেতে অার প্রবোধন হয়ে । কথোক্ষণে সৰ্ব্বলোক দেখা