পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । NEసి ভাসে সেক্ট পাপীগণ ॥ চৈতন্যের আজ্ঞ। যে মানয়ে বেদসার । মুখে সেইজন হয় ভবসিন্ধু পার। বিপ্রেরে করিতে প্ৰভু তত্ত্ব উপদেশ। ক্ষণেকে পণ্ডিত দেব। নন্দের প্রবেশ ॥ গৃহ বাসে যখন আছিল। গৌরচন্দ্র। তখনে যতেক করিলেন পরাননদ ॥ সে সময়ে পরানন্দ পণ্ডিতের মনে । নহিল বিশ্বাস না দেখিল একা রণে দেখিবার যোগ্যতা আছয়ে পুনি তান। তবে কেনে না দেখিলা কৃষ্ণ সে প্রমাণ। সন্ন্যাস করিয়া যদি ঠাকুর চলিলা। তবে তান ভাগ্য হৈতে বক্রেশ্বর আইলা ॥ বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য রূপাপাত্র ব্ৰহ্মাণ্ড পবিত্র যার স্মরণেই মাত্র নিরবধি কৃষ্ণ প্রেমে বিগ্রহ বিহ্বল। যাঁর নৃত্যে দেবাসুর মোহিত সকল। অশ্রু কম্প স্বেদ হাস্য পুলক হুঙ্কার। বৈবৰ্ণ আনন্দ মুচ্ছ আদি যে বিকার। চৈতন্য কুপায় মাত্র নৃত্যে প্রবেশিলে । সকল আসিয়া বক্রেশ্বর দেহে মিলে ॥ বক্রেশ্বর পণ্ডিতের উদাম বিকার । সকল কহিতে শক্তি আছয়ে কাহার ॥ দৈবে দেব নন্দ পণ্ডিতের ভক্তি বশে । রহিলেন তাহান আশ্রমে প্রেম রসে ॥ দেখিয়া তাহান তেজ পুঞ্জ কলেবর । ত্রিভুবনে অতুলিত বিষ্ণুভক্তি ধর। দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে । অকৈতব প্রেমে তানে করেন সেবনে ॥ বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ । বেত্র হস্তে অপিনে বুলেন ততক্ষণ ॥ আপনে করেন সব লোক একতীতে। পড়িলে আপনে ধরি রাখেন কোলেতে ॥ তাহার অঙ্গের ধূলা বড়ভক্তি মনে । আপনার সর্ব অঙ্গে করেন লেপনে ॥ তান সঙ্গে থাকি তান দেখিয়া প্রকাশ তখনে জন্মিলপ্ৰভু চৈতনেবিশ্বাস। বৈষ্ণব সেবারফল কহয়ে পরাণে । তান সাক্ষী এইসভে দেখ বিদ্যমানে ॥ আজন্ম ধাৰ্ম্মিক উদাসীন জ্ঞানবান । ভাগবত অধ্যপন বিনা নাহি আন ॥ শাস্ত দান্ত জিতেন্দ্রিয় নিলোভ বিষয়ে । প্রায় আর কতেক বা গুণ তান হয়ে ৷ তথাপিও গৌরচন্দ্র নহিল বিশ্বাস । বক্রেশ্বর প্রসাদে সেকুবুদ্ধি বিনাশ ॥ কৃষ্ণ সেবা হৈতে বৈষ্ণবের সেবা বড়। ভাগবত আদি সব শাস্ত্রে কৈল দৃঢ় ৷ তথাহি । সিদ্ধিৰ্ভবতি বানেতি সংশয়োহচু্যতসেবিনাং । নিঃসংশয়ে স্তুত স্তক্তপরিচর্য্যারতত্ত্বনাং । * ॥ এতেক বৈষ্ণবসেবা পরম উপায় । ভক্তসেবা হৈতে সে সবেই ক্লষ্ণ পায় । বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গের প্রভাবে । গৌরচন্দ্র দেখিতে চলিলা অনুরাগে বসিয়া আছেন গৌরচন্দ্র ভগবান। দেবানন্দ পণ্ডি ত হইল। বিদ্যমান। দণ্ডবৎ দেবানন্দ পণ্ডিত করিয়া । রছিলেন একদিগে সঙ্কো চিত হঞা । প্রভুও তাহানে দিখি সন্তোষিত হৈলা। বিরল হইয়। তানে লইয়া বসিলা । পূৰ্ব্বে তান যত কিছু ছিল অপরাধ। সকল ক্ষমিয়া প্রভু করিলা প্রসাদ ॥ প্রভুবলে স্তমি যে সেবিলা বক্রেশ্বর। অতএব ভুমি হৈল আমার গোচর ; বক্রে শ্বরপণ্ডিত কৃষ্ণের পূর্ণশক্তি। সেই কৃষ্ণপায় যে তাচারে করে ভক্তি ॥ বক্রেশ্বর হৃদয়ে কষ্ণের নিজঘর। কৃষ্ণ মৃত্যকরেন নাচিতে বক্রেশ্বর ৷ যেতে স্থানে যদি বক্রে