পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । - SNo না করে সম্ভাষ । সবে নিরবধি এক কীৰ্ত্তন বিলাস ॥ যদ্যপি যবন রাজা পরম দুৰ্ব্বার । কথা শুনি চিত্তে বড় হৈল চমৎকার ॥ কেশব খানেরে রাজা ডাকিয় আনিয়া । জিজ্ঞাসয়ে রাজা বড় বিস্মিত হইয়া । কহত কেশব খান কেমত-তে। মার। শ্ৰীকৃষ্ণ চৈতন্য বলি নাম বল যার। কেমত তাহার কথা কেমত মনুষ্য কেমত গোসাঞি তিঁহ কহিব। অবশ্ব ॥ চতুর্দিগে থাকি লোক তাহারে দেখিতে কি নিমিত্তে আইসে কহিবা ভাল মতে ॥ শুনিয়া কেশব খান পরম সজ্জন। ভয় পাই লুকাইয়া কহেন কথন । কেবলে গোসাঞি এক ভিক্ষুক সন্ন্যাসী। দেশান্তরি গরিব বৃক্ষের তলবাসী। রাজা বলে গরিব না বল কভু তানে। মহাদোষ হয় ইহা শুনিলে শ্রবণে ॥ হিন্দু যারে বলে কৃষ্ণ খোদায় যবনে। সেই ৰ্তিহে। fণ শ্চয় জানিহ সৰ্ব্বজনে ॥ আপনার রাজ্যে সে আমার আজ্ঞা বহে । সৰ্ব্ব রাজ্যে শিরে বহে তিহে যেই কহে ৷ এই নিজ রাজ্যেই আমার কত জনে। মন্দ করি বারে লাগি আছে মনে মনে ॥ তাহারে সকল দেশ কায় বাক্য মনে | ঈশ্বর নহিলে বিনি অর্থে ভজে কেনে ॥ ছয় মাস আজি আমি জিবিকা নাদিলে । নান যুক্তি করিবেক সেবক সকলে ॥ আপনার খাই লোক,তাহারে সেবিতে। চাহে তাহা কেহ নাহি পায় ভালমতে । অতএব তেঞি সত্য জানিহ ঈশ্বর । গরিব করিয়৷ তারে না বল উত্তর ॥ রাজা বলে এই মুঞি বলিযে সভারে। কেহ যদি উপদ্রব করয়ে তাহারে ॥ যেখানে তাহান ইচ্ছা থাকুন সেখানে । আপনার শাস্ত্র মত করুন বিধানে । সৰ্ব্বলোক লই মুখে করুণ কীৰ্ত্তন । বিরলে থাকুন কবা যেন লয় মন । কাজি বা কোটাল কিবা হউ কোন জন । যে কিছু বলিবে তার লইব জীবন ॥ এই আজ্ঞা করি রাজা গেলা অভ্যন্তর । হেন রঙ্গ করে প্রভু শ্ৰীগৌরসুন্দর । যে হুসেন সাহা সৰ্ব্ব উড়িয়ার দেশে। দেবমূৰ্ত্তি ভাঙ্গিলেক দেউল বিশেষে ॥ হেন যবনেও মানিলেক গৌরচন্দ্র। তথাপিও এবেন মানয়ে যত অন্ধ। মাথা মুড়াইয়া সন্ন্যাসীর বেশ ধরে। চৈতন্যের গুণ শুনি পোড়য়ে অস্ত রে । যার যশে অনন্ত ব্ৰহ্মাণ্ড পরিপুর্ণ। যার যশে অবিদ্যা সমুহ করে চুর্ণ যার যশে শেষ রমা অজভব মত্ত । যার যশ গায় চরিবেদে করি তত্ব ॥ হেন ঐচৈতন্য বশে যার অসন্তোষ । সৰ্ব্বগুণ থাকিলেও তার সর্বদোষ ॥ সৰ্ব্ব গুণ হীন যদি চৈতন্য চরণ। স্মরণ করিলে যায় বৈকুণ্ঠ ভুবন । শুন আরে ভাই সব শেষ খণ্ড লীলা । যে রূপে খেলিল কৃষ্ণ সংকীৰ্ত্তন খেলা ৷ শুনিয়া রাজার মুখে সুসত্য বচন । তুষ্ট হইলেন যত সুসজ্জনগণ ॥ মভে মেলি এক স্থানে নিভৃতে বসিয় ॥ মন্ত্রণা করিতে সভে লাগিলেন গিয় ॥ স্বভাবেই রাজা হয়ত কাল যবন। মহাতমে গুণ বৃদ্ধি হয় ঘনে ঘন। উড়দেশে কোটিং প্রাতিমা প্রাসা ভাঙ্গিলেক কত কত করিল প্রমাদ ॥ দৈবে আসি সত্ব গুণ উপজিল মনে । তেঞিঃ