পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 86t লাগিল কহিতে প্রভু মায়া ঘুচাইয়। প্রভু বলে তুমি সব ভয় পাও মনে। রাজা আমা দেখিবারে নিবে কি কারণে ॥ আম চাহে হেন জন আমিও তাচাঙ সবে আমা চাহে হেন কোথাও না পাঙ তোমরা ইহাতে কেন ভয় পাও মনে । রাজ আম চাহে আমি যাইব আপনে ॥ রাজা বা আমারে কেনে বলিব চাহিতে । কিশ ক্তি রাজার এবা বোল উচ্চারিতে। আমি যদি বোলাই সে রাজার মুখেতে। তবে সে বলিব রাজা আমারে চাহিতে ॥ আমা দেখিবারে শক্তি কোন বা তাহার বেদে অন্বেষিয়া দেখা না পায় আমার ॥ দেবর্ষি রাজর্ষি সিদ্ধ পুরাণ ভারতে। আমা অন্বেষয়ে কেহ না পায় দেখিতে ॥ সংকীৰ্ত্তন আরম্ভে আমার অবতার। উদ্ধার করিব সৰ্ব্ব পতিত সংসার। যে দৈত্য যবনে মোরে কভো নাহি মানে। এযুগে তাহার কান্দিবেক মোর নামে । যতেক অদৃশ্ব দুষ্ট যবন চণ্ডাল । স্ত্রী শূদ্র আদি যত অধম রাখাল ॥ হেন ভক্তিযোগ দিব এযুগে সভারে । স্বর মুনি সিদ্ধ যে নিমিত্ত কাম করে। বিদ্যাধন কুলজ্ঞান তপস্যার মদে। যে মোর ভক্তের স্থানে করে অপরাধে । সেইসবজন হৈব এযুগে বঞ্চিত। সবে তার নামানিব আম! র চরিত। পৃথিবী পর্য্যন্ত যত আছে দেশ গ্রাম। সৰ্ব্বত্র সঞ্চার হইবেক মোর নাম। পৃথিবীতে আসিয়া আমিহ এই চাহে। খোজে হেন জন মোরে কোথাও না পাও । রাজা মোরে কোথা চাহিবেক দেখিবারে । একথা সকল মিথ্যা কহিল সভারে ৷ বাহ প্রকাশিলা প্রভু এতেক কহিয়া । ভক্ত সব সন্তোষিত হইলা শুনি য়৷ এইমত প্রভু কত দিনে সেই গ্রামে। নিৰ্ভয়ে আছেন নিজ কীৰ্ত্তন বিধানে ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার। না গেলেন মথুরা ফিরিলা পুনৰ্ব্বার । ভক্ত সব স্থানে কহিলেন এই কথা । আমি চলিবাঙ নীলাচল চন্দ্র যথা ॥ এতবলি স্বতন্ত্র পরমানন্দ রায়। চলিলা দক্ষিণ মুখে কীৰ্ত্তন লীলায় ৷ নিজানন্দে রহিয়া রহিয়া গঙ্গাতীরে। কথোদিনে আইলেন অদ্বৈত মন্দিরে ॥ পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচাৰ্য্য। আবিষ্ট হইয়া আছে ছাড়ি সৰ্ব্বকাৰ্য্য। হেনই সময়ে গৌরচন্দ্র ভগবান। অদ্বৈতের গৃহে আসি হৈল অধিষ্ঠান ॥ যে নিমিত্ত অদ্বৈত আবিষ্ট পুত্র সঙ্গে। সে বড় অস্তুত কথা কহি শুন রঙ্গে। যোগ্য পুত্র অদ্বৈতের সেই সে উচিত ঐআচুতানন্দ নাম জগতে বিদিত। দৈবে একদিন এক উত্তম সন্ন্যাসী । অদ্বৈত আচার্য্য স্থানে মিলিলেন আসি ॥ অদ্বৈত দেখিয়া ন্যাসী সঙ্কোচে রহিল। ন্যাসীরে অদ্বৈত নমস্করি বসাইলা ॥ অদ্বৈত বলেন ভিক্ষা করহ গোসাঞি। ন্যাসী বলে ভিক্ষা দেহ যাহা আমি চাই ॥ কিছু মোর জিজ্ঞাস আছয়ে তোম। স্থানে। মোর সেই ভিক্ষ তাহা কহিবা আপনে ॥ আচাৰ্য্য বলেন আগে করহ ভোজন । শেষে জিজ্ঞাসার তবে হইব কথন । ন্যাসী বলে আগে আছে জিজ্ঞাসা আমার। আচার্য্য বলেন বল ষেই ইচ্ছা তোমার। সন্ন্যাসী বলেন এই কেশব ভারতী। চৈতন্যের