পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So অস্তুখণ্ড কে হয়েন কহ মোর প্রতি ॥ মনে২ fচন্তেন অদ্বৈত মহাশয় । ব্যবহার পরমার্থ দুই পক্ষ হয়। যদ্যপিও ঈশ্বরের পিতা মাত নাঞি । তথাপিও দেবকী নন্দন করি গাই। পরমার্থে গুৰুযে তাহন কেহ নাই। তথাপি যে করে প্রভু তাহ। সভে গাই ॥ প্রথমেই পরমার্থ কি কাৰ্য্য কহিয়া । ব্যবহার করিয়াই যাই প্রবে। ধিয়া ॥ এতভাবি বলিলা অদ্বৈত মহাশয়। কেশব ভারতী চৈতন্যের গুরু হয় দেখিতেছ গুরু তান কেশব ভারতী । অfর কেনে তবে জিজ্ঞাসহ মোর প্রতি ॥ এই মাত্র অদ্বৈত বলিতে সেইক্ষণে ধাইয়া অচ্যুতানন্দ আইল৷ সেই স্থানে ॥ পঞ্চবর্ষ বয়স মধুর দিগম্বর । খেলাখেলি সৰ্ব্ব অঙ্গ ধূলায় ধূষর ॥ অভিন্ন কাৰ্ত্তিক যেন সৰ্ব্বাঙ্গ সুন্দর। সৰ্ব্বজ্ঞ পরম ভক্ত সৰ্ব্বশক্তি ধর । চৈতন্যের গুরু আছে বচন শুনিয়া । ক্রেধাবেশে কহে কিছু হাসিয়৷২ ॥ কি বলিলা বাপ বল দেখি আর বার । চৈতন্যের গুৰু আছে বিচার তোমার। কোন বা সাহসে তুমি এমত বচন। জিহবায় আনিলা ইহা না বুঝি কারণ। তোমার জিহ্বায় যদি এমত আইল। হেন বুঝি এখানে সে কলি কাল হৈল । অথবা চৈতন্য মায়া পরম দুস্কর । যাহাতে পায়েন মেহ ব্ৰহ্মাদি শঙ্কর ৷ বুঝিলাম বিষ্ণু মায়া হইল তোমারে। কেবা চৈতন্যের মায়া তরিবারে পারে। চৈতন্যের গুরুঅাছে বলিলা যখনে । মায়াবশ বিনা ইহা কহিলে কেমনে ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড ষবে চৈতন্য ইচ্ছায়। সব চৈতন্যের রোম কুপেতে মিশায় । জলক্রীড়া পরায়ণ চৈতন্য গোসাঞি বিহরেণ আত্মক্রীড়া আর দুই নাই। যত দেখ মহামুনি মহা অভিমান। উদ্দেশ না থাকে কার কোথাকার নাম । পুন সেই চৈতন্যর অচিন্ত ইচ্ছায়। নাভিপদ্মহৈতে ব্ৰহ্মা হয়েন লীলায়। ইহাও না থাকে দেখিতে কিছু শক্তি । অবশেষে করেন একান্ত ভাবে ভক্তি ৷ তবে ভক্তিরসে তুষ্ট হইয় তাহানে। তত্ত্ব উপদেশপ্রভুকহে ন আপনে ॥ তবে সেই ব্ৰহ্মা প্রভু আজ্ঞা করি শিরে। স্বষ্টি করি সেই জ্ঞানকহে ন সভারে । সেই জ্ঞান সনকাদি পাই ব্রহ্মা হৈতে ॥ প্রচার করেন তবে কৃপায় জগ তে। যাহা হৈতে হয় আসি জ্ঞানের প্রচার ॥ তার গুরু কেমতে বলহ আছে আর বাপতুমি তোমাহৈতে শিখিবাঙ কোথা । শিক্ষাগুরু হই কেনে বলহ অন্যথা। এত বলি শ্ৰীঅচ্যুতানন্দ মৌন হৈলা। শুনিয়া অদ্বৈত পরামন্দে প্রবেশিলা ॥ বাপ২ বলি ধরি করিলেন কোলে । সিঞ্চিলেন অচ্যুতের অঙ্গ প্ৰেমজলে ॥ তুমি সে জনকবাপ আমি সে তনয় । শিখাইতে পুত্ৰৰূপে হইল উদয় । অপরাধ করিনু ক্ষমহ বাপ মোরে। আর ন৷ বলিব এই কহিল তোমারে। আত্ম স্তুতি শুনি শ্ৰীঅচ্যুত মহাশয়। লজ্জায় রহিলা প্ৰভু মাথা না তোলয় ॥ শুনিয়াত সন্ন্যাসী ঐআচুতিবচন। দণ্ড বৎ হইয়া পড়িলা সেইক্ষণ ॥ যেন পিত। তেন পুত্র অচিন্ত্য কথন। সন্ন্যাসী বলে ন যোগ্য অদ্বৈত নন্দন । এইত ঈশ্বর শক্তি বহি অন্যনহে । বালকের মুখে কি