পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ヶ অন্তখণ্ড প্রেমাস সমুদ্রে ডুবিয়া আছে আই। কি বলেন কি শুনেন বাহ কিছু নাই। সমুখে যাহরে আই দেখেন তাহারে । জিজ্ঞাসেন মথুরার বাৰ্ত্ত কহ মোরে । রাম রুফ কেমতে আছেন মথুরায়। পাপী কংস কেমত বা করে ব্যবসায় ৷ চোর অকুরের কহ জান যে। রাম কৃষ্ণ মোর চুরি করি নিল সে শুনিলাম পাপী কংস মরি গেল কেন। মথুরার রাজা কি হইল উগ্ৰসেন । রামকৃষ্ণ বলিয়া কখন ডাকে আই । ঝাঁট গাবী দোহ দুগ্ধ বেচিবারে যাই ॥ হাথে বাড়ি করিয়া কখন তাই ধায়। ধর২ সভে এই ননী চোরা যায়। কোথা পালাইবা আজি এড়িব বান্ধিয়া। এতবলি ধায় আই আবিষ্ট হইয়। কখন বলেন আই সমুখে দেখিয়। চল যাই যমুনায় স্নান করি গিয়া । কখন যে উচ্চ করি করেন ক্ৰন্দন। পাষাণ দ্রবয়ে তাহা করিতে শ্রবণ । অবিচ্ছিন্ন ধারা দুই নয়নেতে ঝরে । সে কাকু শুনি য়া কষ্ঠ পাষাণ বিদরে ৷ কখনো বা ধ্যানে কৃষ্ণ স্বসাক্ষাত করি । অট্টাউ হাসে আই আপন পাসরি হেন সে আনন্দ হাস্য অদ্ভুত পরম। দুই প্রহরেও কভো নহে উপশম । কখন যে আই হয় আনন্দে মুৰ্ছিত । প্রহরেক ধাতু নাহি থাকে কদাচিৎ কখন বা হেন কম্প উপজে আসিয়া। পৃথিবীতে যেন কেহ তোলে আছাড়িয়। আইর যে কৃষ্ণাবেশ কি তার উপমা। আই বই অন্য আর নাহি তার সমা । গৌর চন্দ্র ঐবিগ্রহে যত কৃষ্ণ ভক্তি। আইরেও প্রভু দিয়াছেন সেই শক্তি। অতএব আইর যে ভক্তির বিকার । তাহী বর্ণিবেক সব হেন শক্তি কার ॥ হেনমতে পরা নন্দ সমুদ্র তরঙ্গে। আইসে ভাসেন দিবানিশি প্রেমরঙ্গে ॥ কদাচিত আইরে যে কিছু বাহ হয়। সেহ বিষ্ণু পূজা লাগি জানিহ নিশ্চয়। কৃষ্ণের প্রসঙ্গে আই আছেন বসিয়া। হেনই সময়ে শুভ বাৰ্ত্ত কৈলাসিয়া । শান্তিপুরে আইলেন শ্ৰীগৌরসুন্দর । চল আই ঝাট গিয়া দেখহ সত্বর। বাৰ্ত্ত শুনিযে সন্তোষ হইলেন অই। তাহার অবধি আর কহিবারে নাই। বাৰ্ত্ত শুনি প্রভুর যতেক ভক্তগণ সম্ভেই হইল। অতি পরানন্দ মন । গঙ্গাদাস পণ্ডিত প্রভুর প্রিয় পাত্র। আই লই চলিলেন সেইক্ষণ মাত্র ৷ শ্ৰীমুরারি গুপ্ত আদি যত ভক্তগণ সভেই আইর সঙ্গে করিলা গমন। সত্বরে আইলা শচী আই শান্তিপুরে। বাৰ্ত্ত শুনিলেন প্রভু শ্ৰীগৌর সুন্দরে । ত্রগৌরসুন্দর প্রভু আইরে দেখিয়া। সম্বরে পডিলা দূরে দণ্ডবং হঞ । পুনঃপুন প্রদক্ষিণ হইয়া২। দণ্ডবৎ হয় শ্লোক পড়িয়াং ! তুমি বিশ্ব জননী কেবল ভক্তিময়ী। তোমারে যে গুণাতীত সম্বৰূপ কহি। তুমি যদি o শুভদৃষ্টি কর জীব প্রতি। তবে সে জীবের হয় কৃষ্ণে রতি মতি। তুমি সে কেবল মূৰ্ত্তিমতী কৃষ্ণ ভক্তি। যাহা হৈতে সব হয় তুমি সেই শক্তি। তুমি গঙ্গা দেব কী যশোদা দেব হুতি । তুমি প্রশ্নি অনশুয়া কৌশল্য অদিতি ॥ যত দেখি সব তামা হৈতে সে উদয়। পালইত তুমি সে তোমাতে লিনহয় । তোমার স্বভাব