পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f> 5 S গুবৎ হইয় পড়িলা অর্তিনাদে । দুই বাহু তুলি মহা আৰ্ত্তি করি কান্দে ॥ সংসার উদ্ধার লাগি তুমি রুপাময়। পৃথিবীর মাঝে আসি হইল উদয় ॥ পর দুঃখ দেখি তুমি স্বভাবে কাতর। এতেক আইলু মুঞি তোমার গোচর। কুষ্ঠরোগে পীড়িত জ্বালায় মুঞি মরো। বলহ উপায় মোরে কোন মতে তরে। শুনি মহাপ্রভু কুষ্ঠ রোগীর বচনে । বলিতে লাগিল ক্রোধে তজ্জন গজ্জনে ॥ ঘচ২ মহাপাপী বিদ্য মান হৈতে। তোরে দেখিলেও পাপ জন্ময়ে লোকেতে ॥ পরমধাৰ্ম্মিক যদি দেখে ভোর মুখ। সে দিবসে তাহার অবশ্য হয় দুখ ॥ বৈষ্ণব নিন্দক তুঞি পা পী ঢুরাচার। ইহা হৈতে দুঃখ তোর কতো আছে আর ॥ এই জ্বালা সহিতে না পার দুষ্টমতি । কেমতে করিব কুম্ভিপাকেতে বসতি ॥ যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র। ব্রহ্মাদি গায়েন যেই বৈষ্ণবচরিত্র। যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ পাই। সে বৈষ্ণব পূজা হৈতে বড় আর নাঞি । শেষ রমা অজভব নিজদেহ হৈতে। বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতে ॥ তথাহি ॥ নতথামে প্রিয়তমঃ আত্মযোনির্ণ শঙ্করঃ নচসঙ্কর্ষণোন শ্রীনৈবাত্মাচ যথা ভবান ॥ ঃঃ ॥ হেন বৈষ্ণ বের নিন্দ করে যেই জন। সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ ॥ বিদ্যা কুল তপ সব বিফল তাহার। বৈষ্ণবেরে নিন্দে যেযে পাপী দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ ন৷ করে গ্রহণ। বৈষ্ণবের নিন্দাকরে যে পাপিষ্ঠ জন। যে বৈষ্ণব নাচিতে পৃথিবী ধন্য হয়। যার দৃষ্টি মাত্র দশদিগে পাপ ক্ষয় । যে বৈষ্ণব জন বাহু তুলিয়। নাচিতে । সর্গের সকলবিঘ্ন ঘুচে ভালমতে ॥ হেন মহাভাগবত শ্ৰীবাস পণ্ডিত তুঞি পাপী নিন্দ কৈলি তাহান চরিত। এতেকে তোমার ইহ জ্বালা কোন কাজ। মুলশাস্ত। পশ্চাৎ আছেন ধৰ্ম্মরাজ ৷ এতেকে আমার দৃশ্যযোগ্য নহ তুমি তোমার নিস্কৃতি করিবারে নারি আমি । সেই কুষ্ঠরাগী শুনি প্রভুর উত্তর। দন্তে তৃণ ধরিবলে হইয়া কাতর। কিছু না জানিম্ন প্রভু আপন খাইয়া। বৈষ্ণবেরে নিন্দ কৈন্তু প্ৰমত্ত হইয়। অতএব তার শাস্তি পাইনু উচিত। এখন ঈশ্বর তুমি চিন্ত মোর হিত ॥ সাধুর স্বভাব ধৰ্ম্ম দুঃখিরে উদ্ধারে । কৃত অপরাধি রেও সাধু কুপাকরে। এতেকে তোমার মুঞি লইনু শরণ। তুমি উপেক্ষিলে উদ্ধা রিব কোনজন যাহার যে প্রায়শ্চিত্ত সব তুমি জ্ঞাত। প্রায়শ্চিত্ত বল মোরে তুমি সৰ্ব্ব পিতা । বৈষ্ণব জনের যেন নিন্দন করিনু । উচিত তাহার প্রভু শান্তিও পাইনু। প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন। কুষ্ঠরোগ কোন তারে শাস্তি যে এখন । আপাতত ফল কিছু যে পাইলা মাত্র । আর কত আছে যম যাতনার পাত্র । চৌরাশি সহস্ৰ যম যাতন প্রত্যেকে । পুনঃপুন করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দকে চল কোষ্ঠী রোগী তুমি শ্ৰীবাসের স্থানে। সত্বরে পড়হ গিয়া তাহার চরণে ॥ তার ঠাঞি তমি করিয়াছ অপরাধ। নিস্কতি তোমারে তিহো করিলে 万 දීජිං