পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । (උ প্রসাদ। কাটা ফুটে যেই মুখে সেই মুখে যায়। পায়ে কাটা ফুটিলে কি স্কন্ধে বাহিরায়। এই কহিলাম তোর নিস্তার উপায়। শ্ৰীবাস পণ্ডিত ক্ষমিলেই দুঃখ যায়। মহাসত্ব বুদ্ধি তিহে। তারঠাঞিঃ গেলে । ক্ষমিবেন সব তোরে নিস্তারিবে হেলে। শুনিয়া প্রভুর অতি মুসত্য বচন । মহা জয়২ দ্বনি করে ভক্তগণ । সেই কুষ্ঠরোগী শুনি প্রভুর বচন। দণ্ডবৎ হইয়া চলিলা ততক্ষণ । সেই কুণ্ঠরোগী পাই ঐবাস প্রসাদ। মুক্ত হৈল খণ্ডিল সকল অপরাধ। যতেক অনর্থ হয় বৈষ্ণব নিন্দায়। আপনে কহিলা এই প্রবৈকুণ্ঠ রায় । তথাপিও বৈষ্ণবরে নিন্দয়ে যেই জন । তার শাস্ত আছে প্রীচৈতন্য নারায়ণ ॥ বৈষ্ণবে বৈষ্ণবে যে দেখহ গালাগালী। পরম আনন্দ ইথে ক্লঞ্চ কুতুহলী। সত্যভামা রুক্সিনী যে গালা গালি যেন । পরমার্থে একতারা দেখি ভিন্নহেন ৷ এইমত বৈষ্ণবে২ ভিন্ন নাই ভিন্ন করায়েন রঙ্গ চৈতন্য গোসাঞি । ইহাতেষে এক বৈষ্ণবের পক্ষলয় । আর বৈষ্ণবেরে নিন্দে সেই যায় ক্ষয় ॥ এক হস্তে ঈশ্বরেরে সেবয়ে কেবল। আর হন্তে দুঃখ দিলে তার কি কুশল। এইমত সব ভক্তগণ কৃষ্ণের শরীর। ইহা বুঝে যে হয় পরম মহাধীর। অভেদ দৃষ্টিতে সব বৈষ্ণব ভজিয়া। যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া । যে গায় যে শুনে এসকল পুণ্যকথা। বৈষ্ণবাপরাধ তার না জন্মে সৰ্ব্বথা । হেনমতে শ্ৰীগৌরসুন্দর শান্তিপুরে। আছেন পরমানন্দে অদ্বৈ তের ঘরে। মাধবেন্দ্র পুরীর আরাধনা পুণ্য তিথি । দৈবযোগে উপসন্ন হৈল আসি তথি মাধবেন্দ্র অদ্বৈত যদ্যপি ভেদ নাঞি । তথাপি তাহান শিষ্য আচাৰ্য্য গোসাঞি মাধবেন্দ্রপুরী দেহে শ্ৰীগৌরসুন্দর। সত্য২ সত্য বিহরয়ে নিরস্তর মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণুভক্তি। কৃষ্ণের প্রসাদে সৰ্ব্বকাল পূর্ণ শক্তি ॥ যেমতে অদ্বৈত শিষ্য হইলেন তান । চিত্ত দিয়া শুন সেই মঙ্গল আখ্যান ॥ যে সময়ে না ছিল চৈতন্য অবতার। বিষ্ণুভক্তি শুণ্য সৰ্ব্ব আছিল সংসার। তখনেও মাধবেন্দ্র চৈতন্য রূপায়। প্রেম সুখ সিন্ধুমাঝে ভাসেন সদায় ॥ নিরবধি দেহে তার হর্ষ অশ্রুকম্প । হুঙ্কার গজ্জন মহা হাস্য স্তম্ভ ঘৰ্ম্ম ॥ নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি বাহ । আপনেও না জানেন কি করেন কাৰ্য্য। পথে চলি যাইতেও আপন আপনি । নাচেন পরম রঙ্গে করি হরিধনি ৷ কখন বা হেন সে আনন্দ মুচ্ছ হয়। দুই ভিন প্রহরেও দেহে বাহ নয়। কখন বা বিরহে যে করেন রোদন গঙ্গাধারা বহে যেন অস্তুত কথন। কখন হাসেন অতি অট্ট অট্ট হাস পরানন্দ রসে ক্ষণে হয় দিগবাস ॥ এইমত ক্লষ্ণ সুখে মাধবেন্দ্র মুখী । সভে ভক্তিশূন্যলোক দেখি বড় দুঃখি ॥ কৃষ্ণ যাত্রা মহোৎসব কৃষ্ণ সংকীৰ্ত্তন ইহাঁর উদ্দেশ নাহি জানে কোনজন ॥ ধৰ্ম্ম কৰ্ম্ম লোক সব এইমাত্র জানে মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি । তাহ যে