পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8 অন্তখণ্ড পূজেন সেহ মহা দম্ভ করি। ধন বংশ বাড়ুক করিয়া কাম্য মনে । মদ্যমাংসে দানো পূজে কোন কোন জনে ॥ যোগীপাল ভোগীপাল মহীপালের গীত। ইহ। শুনিতে সে সৰ্ব্বলোক আনন্দিত । অতিবড সুকুতি যে স্নানের সময়ে। গোবিন পুণ্ডরীকক্ষ নাম উচ্চারয়ে। কারেবা বৈষ্ণব বলি কিবা সংকীৰ্ত্তন। কেনবা কৃষ্ণের নৃত্য কেনবা ক্ৰন্দন ॥ বিষ্ণু মায়াবশে লোক কিছুই না জানে। সকল জগত বদ্ধ মহাতমগুণে ॥ লোক দেখি দুঃখভাবি শ্ৰীমাধব পুরী। হেন নাহি তিলাদ্ধে" সম্ভাষী কারে করি ৷ সন্ন্যাসীর সনে বা করেন সম্ভাষণ। সেহ আপনারে মাত্র বলে নারায়ণ ॥ এদুঃখে সন্ন্যাসী সঙ্গে না কহেন কথা । হেন স্থান নাহি কৃষ্ণ ভক্তি শুনি যথা । জ্ঞানী যোগী তপস্বী বিরক্ত খ্যাতি যার। কার মুখে নাহি দাস্যমহিমা প্রচার ॥ যত অধ্যাপক সেই তক সে বাখানে। তারা বলে কৃষ্ণের বিগ্রহ নাছি মানে ॥ দেখিতে শুনিতে দুঃখে শ্ৰীমাধবপুরী । মনে২ চিন্তে বন বাস গিয়া করি ॥ লোকমধ্যে ভ্ৰমি কেন বৈষ্ণব দেখিতে । কোথাও বৈষ্ণব নাম ন শুনি জগতে ॥ অতএব এসকল লোক মধ্য হৈতে ॥ বনে যাই লোক যেন না পাই দেখিতে। এতেকে বন ভাল এসব লোক হৈতে ॥ বনে কথা নহে অবৈষ্ণবের সহিতে। এইমতে মনচুঃখে ভাবিতে চিন্তিতে ॥ ঈশ্বর ইচ্ছায় দেখ অদ্বৈত সহিতে বিষ্ণুভক্তি শূন্য দেখি সকল সংসার। অদ্বৈত আচাৰ্য্য দুঃখ ভাবেন অপার । তথাপি অদ্বৈত সিংহ কৃষ্ণের কৃপায়। প্রৌঢ় করি বিষ্ণুভক্তি বাখানে সদায় । নিরন্তর পড়ায়েন গীতা ভাগবত । ভক্তি বাখানেন মাত্র গ্রন্থের যে মত ॥ হেনই সময়ে মাধবেন্দ্র মহাশয়। অদ্বৈতের গৃহে আসি হইল উদয় ॥ দেখিয়া অদ্বৈত তান বৈষ্ণব লক্ষণ। প্রণাম হইয় পড়িলেন সেইক্ষণ ॥ মাধবেন্দ্র পুরীও অদ্বৈত করি কোলে । সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে ॥ অন্যোন্যে কৃষ্ণ কথারসে দুই জন । আপনার দেহ কারো না হয় স্মরণ ॥ মাধবেন্দ্র পুরীর প্রেম অকথ্য কথন । মেঘ দরশনে মুচ্ছ পায় সেইক্ষণ ॥ কৃষ্ণ নাম শুনিলেই করেন হস্কার। ক্ষণেকে সহস্র হয় কৃষ্ণের বিকার। দেখিয় তাহান বিষ্ণু ভক্তির উদয় বডমুখি হইল অদ্বৈত মহাশয় ॥ তার ঠাঞি উপদেশ করিলা গ্রহণ হেনমতে মাধবেন্দ্র অদ্বৈত মিলন। মাধবেন্দ্র পুরী আরাধনের দিবসে। সৰ্ব্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে। দৈবে সেই পুণ্য তিথি আসিয়া মিলিলা । সন্তোষে অদ্বৈত সজ করিতে লাগিলা ॥ গ্রগৌরসুন্দর সব পারিষদ সনে। বড় সুখী হইলেন সে পুণ্য দিনে। সেই তিথি পূজিবারে অচ্যর্য্য গোসাঞি। যত সজ্জ করিলেন তার অস্তনাঞি নানা দিগ হৈতে সব লাগিলা আসিতে হেন নাহি জানি কে আইসে কোন ভীতে ॥ মাধবেন্দ্র পুরী প্রতি প্রীতি সভাকার। সভেই লইল যথাযোগ্য অধিকার ৷ তাই লইলেন যত রন্ধনের ভার। তাই বেডি সৰ্ব্ববৈষ্ণবের পরিবার