পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ケ অন্তখণ্ড ব্যবহার কথা কিছু কহেন নিভৃতে ॥ প্রভু বলে তুমি দেখি কোথাও নাযাও কমতে বা কুলাইবা কেমতে কুলীও । ত্রবাস বলেন প্ৰভু কোথাও যাইতে নালয় আমার চিত্ত কহিনু তোমাতে ॥ প্রভু বলে পরিবার অনেক তোমার নির্বাহ কেমতে তবে হইবে সভার ॥ শ্ৰীবাস বলেন যার অদৃষ্টে যে থাকে। সেই হইবেক মিলিবেক যেতে পাকে। প্রভুবলে তবে তুমি করহ সন্ন্যাস। তাহ না পারিব মুঞি বলেন শ্ৰীবাস। প্রভুবলে সন্ন্যাস গ্রহণ না করিবা। ভিক্ষ করিতেও কারো দ্বারে না যাইব ॥ কেমতে করিবে পরিবারের পোষণ। কিছুত ন; fবুঝি মঞি তোমার বচন ॥ একীলেতে কোথাও না গেলে না আইলে । বট মাত্র কাহারেও আসিয়া নামিলে । নামিলিল যদি আসি তোমার দুয়ারে। তবে তুমি কি করিব বলহু অামারে। শ্ৰীবাস বলেন হাথে তিন তালি দিয়া। একছুই তিন এই কহিনু ভাঙ্গিয় ॥ প্রভুবলে এক দুই তিন যে কহিলা। কি অর্থ ইহার বল কেন তালি দিলা ॥ শ্ৰীবাস বলেন এই দড়ান আমার। তিন উপবাসে যদি নামিলে আহার ৷ তবে সত্য কহে ঘট বান্ধিয়া গলায়। প্রবেশ করিমু প্ৰভু সৰ্ব্বথ গঙ্গায় ৷ এইমাত্র ঐবাসের শুনিয়া বচন। হুঙ্কার করিয়া উঠে শ্ৰীশচী নন্দন ॥ প্রভুবলে কি বলিলা পণ্ডিত শ্ৰীবাস । তোমার কি অন্ন দুঃখে হৈব উপ বাস ॥ যদি কদাচিৎ বালক্ষ্মীও ভিক্ষা করে । তথাপিহ দারিদ্র নহিব তোরঘরে ॥ আপনেও গীতাতে যে বলিয়াছে মুঞি। তাহা কি শ্ৰীবাস সব পাসরিলি ভুঞি তথাহি। অনন্যশ্চিন্তয়ন্তোমাং যে জনাঃ পৰ্য্যপাসতে। তেষাং নিত্যভিযুক্তানাং যোগ ক্ষেমং বহাম্যহং ॥ * ॥ যেজন চিন্তয়ে মোরে অনন্য হইয়। তারে ভিক্ষ। দেঙ মুঞি মাথায় বহিয়া। যে মরে চিন্তয়ে নাহি যায় কার দ্বারে। আপনে আসিয়া সৰ্ব্ব সিদ্ধি তারে মিলে ॥ ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে। তথাপিও ন চাহেন নালয় মোর দাসে ॥ মোর স্বদর্শনচক্র রাখে মোর দাস। মহা প্রল য়েতে যার নাহিক বিনাশ ॥ যে মোহর দাসেরও করয়ে স্মরণ । তাহারেও করে। মুঞি পোষণ পালন । সেবকের দাস সে মোহর প্রিয় বড়। অনায়াশে সেই সে মোহরে পায় দড় ॥ কোন চিন্ত মোর সেবকের ভক্ষ করি। মুঞি যার পোষ্ঠী আছে সকল উপরি । সুখে শ্ৰীনিবাস তুমি বসি থাক ঘরে। আপনি আসিবে সব তোমার ছয়ারে। অদ্বৈতেরে তোমারে আমার এই বর । জরাগ্রস্ত নহিব দোহ র কলেবর । রাম পণ্ডিতেরে ডাকি শ্ৰীগৌর মুন্দর। প্রভু বলে শুন রাম আমার উত্তর ॥ জ্যেষ্ঠ ভাই শ্ৰীবাসের তুমি সৰ্ব্বথায়। সেবিবে ঈশ্বর বুদ্ধে আমার আ জ্ঞায় ॥ প্রাণসম মোর তুমি ঐরাম পণ্ডিত। ঐবাসের সেবা না ছাড়িবা কদাচিৎ শুনিয়া প্রভুর বাক্য শ্ৰীবাস ত্রীরাম। অন্ত নাহি আনন্দে হইলা পূর্ণকাম ॥ অদ্যা পিও ঐবাসের চৈতন্য রূপায় । দ্বারে সব উপসন্ন হৈতেছে লীলায় ৷ কি কহিব