পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ჯ$ অন্তখণ্ড রেবর্তী। কৃষ্ণদাস পরমেশ্বর দাস দুইজন । গোপাল ভাবে ছৈহৈ করেন অনু ক্ষণ । পুরন্দর পণ্ডিত গাছেতে গিয়া চড়ে। মুঞিরে অঙ্গদ বলি লম্ফ দিয়া পড়ে এইমত নিত্যানন্দ শ্রীঅনন্ত ধাম । সভারে দিলেন ভাব পরম উদাম ৷ দণ্ড পথ ছাড়ি সভে ক্রোশ দুই চারি। যায়েন দক্ষিণ বামে আপনা পাসরি । কথো ক্ষণে পথ জিজ্ঞাসেন লোক স্থানে । বল ভাই গঙ্গাতীরে যাইব কেমনে ॥ লোক বলে ফায় হায় পথ পাসয়িল। দুই প্রহরের পথ ফিরিয়া আইলা ॥ লোক বাক্যে ফি রিয়া যায়েন যথা পথ। পুন পথ ছাড়িয়া যায়েন সেইমত । পুন পথ জিজ্ঞাসা করয়ে লোক স্থানে । লোক বলে পথ রহে দশক্রোশ বামে। পূন হাসি সভেই ঢলেন পথ যথা । নিজ দেহ না জানেন পথের কী কথ৷ দেহ ধৰ্ম্ম যত ক্ষুধ তৃষ্ণ ভয় দুঃখ। কাহার নাহিক পাই পরনিন্দ মুখ ॥ পথে যত লীলা করিলেন নিত্যানন্দ । কে বর্ণিব কেবা জানে সকল অনন্ত ॥ হেনমতে নিত্যানন্দ ঐঅনন্ত ধাম। আইলেন গঙ্গাতীরে পানিহট গ্রাম ॥ রাঘব পণ্ডিত গৃহে সৰ্ব্বাদ্য আসিয় রছিলেন সকল পার্ষদগণ লৈয় ॥ পরম আনন্দ হৈলা রাঘব পণ্ডিত । ক্রমকর ধজকর গোষ্ঠীর সহিত ॥ হেনমতে নিত্যানন্দ পানিহাটী গ্রামে । রছিলেন সকল পার্ষদগণ সনে ॥ নিরন্তর পরানন্দে করেন হুঙ্কার । বিহ্বলতা বই দেহে বাহ নাহি আর ॥ নৃত্য করিবার ইচ্ছা হইল অন্তরে । গায়ন সকল আসি মিলিলা সত্বরে ; স্বরুতি মাধব ঘোষ কীৰ্ত্তনে তৎপর। হেন কীৰ্ত্তনীয়া নাহি পৃথি বী ভিতর ॥ যাহারে কহেন বৃন্দাবনের গায়ন । নিত্যানন্দ স্বৰূপের মহাপ্রিয়তম। মাধব গোবিন্দ বাসুদেব তিন ভাই । গাইতে লাগিল নাচে ঈশ্ব র নিতাই। হেন সে নাচেন অবধূত মহাবল। পদভরে পৃথিবী করয়ে টলমল নিরবধি হরিবলি করয়ে হুঙ্কার ; আছিাড় দেখিতে লোক পায় চমৎকার ॥ যাচারে করেন দৃষ্টি নাচিতে নাচিতে। সেই প্রেমে ঢলিয়া পড়য়ে পৃথিবীতে। পরিপূর্ণ প্রেমরস ময় নিত্যানন্দ। সংসার তারিতে করিলেন শুভারম্ভ ॥ যতেক আছিল প্রমে ভক্তির বিকার । সব প্রকাশিয়া নৃত্য করেন অপার। কথোক্ষণে বসিলেন খট্টার উপরে। আজ্ঞা হৈল অভিষেক করিবার তরে ॥ রাঘব পণ্ডিত আদি পারিষদগণে । অভিষেক করিতে লাগিলা সেইক্ষণে ॥ সহস্র২ ঘট আনি গঙ্গণ জল। নানা গন্ধ সুবাসিত করিয়া সকল ॥ সন্তোষে সভেই দেন ক্রমস্তকোপরি চতুর্দিগে সভেই বলেন হরিহরি ॥ সভেই পড়েন অভিষেক মন্ত্র গীত। পরম আনন্দে সভে হৈল আনন্দিত । অভিষেক করাইয়া নুতন বসন । পর ইয়া লেপিলেন শ্ৰীঅঙ্গে চন্দন ॥ দিব্য বনমালা তুলসী সহিতে । পীন বক্ষ পূর্ণ করিলেন মান মতে । তবে দিব্য খট্ট স্বর্ণে করিয়া ভুষিত। সম্মুখে অনিয়া করিলেন উপনীত । খট্রায় বসিলা মহাপ্রভু নিতানন্দ । ছত্র ধরিলেন শিরে