পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । *○。 স্ত্ররাঘবানন্দ ৷ জয়ধনি করিতে লাগিল। ভক্তগণ। চতুর্দিগে হৈল মহা আনন্দ ক্ৰন্দন ॥ ত্রাহি ত্ৰাহি সভেই বলেন বাহু তুলি । কার বাহ নাহি সভে মহকুতু হণী। স্বানুভাবানন্দে প্রভু নিত্যানন্দ রায়। প্রেম বৃষ্টি দৃষ্টি করি চারিদিগে চায়। আজ্ঞা করিলেন শুন রাঘব পণ্ডিত । কদম্বের মালা ঝাট আনহ তুরিত বড়প্রীত আমার কদম্ব পুষ্প প্রতি। কদম্বের বনে নিত্য আমার বসতি ॥ কর যোড় করিয়া রাঘবানন্দ কহে । কদম্ব পুষ্পের যোগ এসময়ে নহে ॥ প্রভু বলে বাড়িগিয়া চাহ ভালমনে। কদাচিত ফুটিয়া আছয়ে কোনখানে। বাড়ির ভি তরে গিয়া চাহেন রাঘব । বিস্মিত হইলা দেখি মহা অনুভব ॥ জাম্বিরের বৃক্ষে সব কদম্বের ফুল । ফুটিয়া আছয়ে অতি পরম অতুল। কি অপূৰ্ব্ব বর্ণ সেবা কি অপুৰ্ব্ব গন্ধ । সে পুষ্প দেখিলে ক্ষয় যায় ভব বন্ধ। দেখিয়া কদম্ব পুষ্প রাবৰ পণ্ডিত। বাহ গেল দুর হৈলা মহাআনন্দিত। আপন সম্বরি মালা গাথিয় সত্বরে। আনিলেন নিত্যানন্দ প্রভুর গোচরে । কদম্বের মাল দেখি নিত্যানন্দ রায় পরম সন্তোষে মালা দিলেন গলায় । কদম্ব মালার গন্ধে সকল বৈষ্ণব। বিহবল হইলা দেখি মহা অনুভব ॥ করযোড় করি সভে লাগিলা কহিতে। অপূর্ব দু নার গন্ধ পাই চারিভিতে । সভার বচন শুনি নিতানন্দ রায় । কহিতে লাগিল৷ গোপ্য পরম রূপায়। প্রভু বলে শুন সভে পরম রহস্ত । তোমরা সকলে ইহ। জানিবা অবশ্ব ॥ চৈতন্য গোসাঞি আজি শুনিতে কীৰ্ত্তন। নীলাচল হৈতে করিলেন আগমন ॥ সৰ্ব্বাঙ্গে পরিয়া দিব্য দমনের মালা । এক বৃক্ষে অবলম্ব করিয়৷ রহিলা । সেই শ্ৰীঅঙ্গের দিব্যদমনক গন্ধে। চতুর্দিগে পূর্ণ হই আছয়ে আননে তোমরা সভের নৃত্য কীৰ্ত্তন দেখিতে ; আপনে আইলা প্রভু নীলাচলহৈতে। এতে কে তোমারা সব কাৰ্য্য পরিহরি । নিরবধি কৃষ্ণ গাও আপনা পাসরি ॥ নিরবধি ঐকৃষ্ণ চৈতন্যচন্দ্র যশে । সভার শরীর পূর্ণ হউ প্রেমরসে। এতকহি হরি বলি করয়ে হুঙ্কার । সর্বদিগে প্রেম দৃষ্টি করিয়া বিস্তার ॥ নিত্যানন্দ স্বৰূপের প্রেম দৃষ্টিপাতে। সভার হইলু আয় বিস্মৃতি দেহেতে ॥ শুন শুন আরে ভাই নিত্যানন্দ শক্তি । যে ৰূপে দিলেন সৰ্ব্ব জগতেরে ভক্তি ॥ যে ভক্তি গোপিকাগণে কহে ভাগবতে । নিত্যানন্দ হৈতে তাহ পাইল জগতে ॥ নিত্যানন্দ বসিয়া আছেন সিংহাসনে। সম্মুখে করয়ে নৃত্য পারিষদগণে ॥ কেহ গিয়া ব্লক্ষের উপর ডালে চড়ে। পাতেই বেড়ায় তথাপি নাহি পড়ে। কেহ২ প্রেম সুখে হুঙ্কার করিয়া বৃক্ষের উপরে থাকি পড়ে লাম্ফদিয়া ॥ কেহব। হুঙ্কার করি বৃক্ষ মুলে ধরি L উপাড়িয়া পেলে বৃক্ষ বলি হরি হরি। কেহব। গুয়ার বনে যায় লাফ দিয়া । গাছ পাঁচ সাত গুয়া একত্র করিয়া ! হেন সে দে হেতে জন্মিয়াছে প্রেম বল। তৃণ প্রায় উপাড়িয়া পেলায় সকল ! অ’ কম্প