পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ণীর তীরে । কায় বাক্যমনে নিত্যানদের চরণ। ভজিলেন অকৈতবে দত্ত উদ্ধ। রণ। নিত্যানন্দ স্বৰূপের সেবা অধিকার পাইলেন উদ্ধারণ কিবা ভাগ্য আর জন্ম২ নিত্যানন্দ তাহার কিঙ্কর। জন্ম২ নিত্যানন্দ স্বৰূপ ঈশ্বর ॥ যতেক বনিক কুল উদ্ধারণ হৈতে। পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে ॥ বণিক তারিতে নিত্যা মদ অবতার। বণিকেরে দিলা প্রেমভক্তি অধিকার ৷ সপ্ত গ্রামে সব বণিকের ঘরে ঘরে। আপনে ঐনিত্যানন্দ কীৰ্ত্তন বিহরে ৷ বণিক সকলে নিত্যানন্দের চরণ । সৰ্ব্বভাবে ভজিলেন লইয়া শরণ ॥ বণিক সভের কৃষ্ণ ভজন দেখিতে মনে চমৎকার পায় সকল জগতে । নিত্যানন্দ মহাপ্রভু মহিমা অপার। বণিক অধম মুখ যে কৈল নিস্তার ৷ সপ্তগ্রামে মহাপ্রভু নিত্যান্দ রায়। গণ সহে সং কীৰ্ত্তন করেন লীলায় ৷ সপ্তগ্রামে যত হৈল কীৰ্ত্তন বিহার। শত বৎসরেও তাহা নারি বর্ণিবীর ॥ পুৰ্ব্বে যেন সুখ হৈল নদীয়া নগরে ৷ সেইমত সুখ হৈল সপ্ত গ্রাম পুরে। রাত্রি দিনে ক্ষুধা তৃষ্ণ নাহি নিদ্রাভয়। সৰ্ব্বদিগে হৈল হরি সংকী র্তনময় ॥ প্রতি ঘরে২.প্রতি নগরে নগরে । নিত্যানন্দ মহাপ্রভু কীৰ্ত্তন বিস্তারে নিত্যানন্দ স্বৰূপের অবেশ দেখিতে। হেন নাহি যে বিহ্বল না হয় জগতে ॥ অন্যের কি দায় বিষ্ণুদ্রোহি যে যবন। তাহারাও পাদপদ্মে লইল শরণ ॥ যব নের নয়নে দেখিতে প্রেমধার। ব্রাহ্মণে৪ আপনারে করেন ধিক্কার ॥ জয়২ অt ধুত চন্দ্র মহাশয় । যাহার কুপাতে হেন সব রঙ্গ হয় ৷ এইমতে সপ্তগ্রামে অ৷ মুয়া মুলুকে। বিহরেণ নিত্যানন্দ স্বৰূপ কৌতুকে । তবে কথোদিনে আইলেন শান্তিপুরে। আচাৰ্য্য গোসাঞি প্রিয় বিগ্রহের ঘরে । দেখিয়া অদ্বৈত নিত্য। নন্দের ক্রমুখ। হেন নাহি জানেন জন্মিল কোন সুখ ॥ হরিবলি লাগিলেন করিতে হুঙ্কার। প্রদক্ষিণ দণ্ডবৎ করেন অপার ॥ নিত্যানন্দ স্বৰূপ অদ্বৈত করি কোলে । সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে ॥ দোহে দোহা দেখি রড হইলা বিব শ। জন্মিল অনন্ত অনিচৰ্ব্বনীয় রস। দোহে দোহা ধরিগড়ি যায়েন অঙ্গনে। দোহে চাহে ধরিবারে দোহারচরণে ॥ কোটি সিংহ যিনির্দোহে করে সিংনাদ । সম্বরণ নহে দুই প্রভুর উন্মাদ ॥ তবে কথোক্ষণে দুই প্রভু হৈল স্থির। বসিলেন এক স্থানে দুই মহাধীর ॥ করজোড় করিয়া অদ্বৈত মহামতি। সন্তোষে করেন নিত্যানন্দ প্রতি স্তুতি। তুমি নিত্যানন্দ মুৰ্ত্তি নিত্যনন্দ নাম। নিত্যানন্দ তুমি চৈতন্যের গুণ গ্রাম ৷ সৰ্ব্বজীব পরিত্রাণ তুমি মহাহেতু । মহাপ্রলয়েতে তুমি সত্য ধৰ্ম্মসেতু ॥ তুমি সে বুঝাও চৈতন্যের প্রেমভক্তি। তুমি চৈতন্যের মাত্রধর পূর্ণশক্তি ৷ ব্ৰহ্মাশিব নারদাদি ভক্ত নাম যার। তুমি সে পরম উপদেষ্ট সভাকার। বিষ্ণু ভক্তি সভেই লয়েন তোমা হৈতে। তথাপিহ অভিমান না স্পর্শে তোমাতে ॥ পতিত পাবন তুমি দোষদৃষ্টি শুন্য। তোমারে সে জানে যার অাছে বহু शूभा ॥ नॐ यथ्छ भन्न थद्दे