পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ጭ > বিগ্রহ তোমার । অবিদ্য বন্ধন খণ্ডে স্মরণে যাহার। যদি তুমি প্রকাশ না কর আপনারে। তবে কার শক্তি আছে জানিতে তোমারে। অক্রোধ পরমানন্দ তুমি মহেশ্বর। সহস্ৰ বদন আদি দেব মহীধর । রক্ষকুল হস্তাতুমি শ্ৰীলক্ষণচন্দ্র। তুমি গোপাল পুত্র হলধর মূৰ্ত্তিবন্ত । মুখ নীচ অধম পতিত উদ্ধারিতে। তুমি অব. তীর্ণ হইয়াছ পৃথিবীতে ॥ যে ভক্তি বাঞ্ছায়ে যোগেশ্বর সব মনে । তোমাহৈতে তাহা পাইবেক যেতে জনে ॥ কহিতে অদ্বৈত নিত্যানন্দের মহিমা । আনন্দ অ৷ বেশে পাসরিলেন আপন ॥ অদ্বৈত সে জ্ঞাত নিত্যানদের প্রভাব ৷ এমৰ্ম্ম জানয়ে কোন কোন মহাভাগ । তবেযে দেখহ হের অন্যোন্যে বাজে। সেকেবল পরানন্দ যদি মনে বুঝে। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তি কার। জানিছ ঈশ্বর সনে ভেদ নাহি যার ॥ হেন মতে দুই মহাপ্রভু মহা রঙ্গে। বিহরেন ক্লষ্ণ কথা মঙ্গল প্রসঙ্গে। অনেক রহস্য করি অদ্বৈত সহিত। অশেষ প্রকারে তান জন্মাইয়া প্রীত ৷ তবে অদ্বৈতের স্থানে লই অনুমতি । নিত্যানন্দ আইলেন নব দ্বীপ প্রতি ॥ সেইমতে সৰ্ব্বাদ্য আইলা আই স্থানে। আসি নমস্করিলেন আইর চরণে ॥ নিত্যানন্দ স্বৰূপেরে দেখি শচী আই। কি অনিন্দ পাইলেন তার অন্ত নাই । আঠ বলে বাপ তুমি সত্য অন্তর্যানী। তোমারে দেখিতে ইচ্ছা করিলাম আমি ৷ মোর চিত্ত জানি তুমি আইলা সত্বর । কে তোমা চিনিতে পারে সংসার ভিতর । কথোদিন থাক বাপ নবদ্বীপ বাসে । যেন তোম দেখে মুঞি দশে পক্ষে মাসে । মুঞি দুঃখিতের ইচ্ছা তোমারে দেখি.ত। দৈবে তুমি আসিয়াছ দুঃখিত তারিতে। শুনিয়া আইর বাক্য হাসে নিতানন্দ । যে জানেন আইর ভাবের আদি অন্ত ॥ নিত্যানন্দ বলে শুন আই সৰ্ব্ব মাত । তোমারে দেখিতে আমি আসিয়াছি হেথ । মোর ইচ্ছ। তোম দেখে থাকুিয়া হেথায় । রহিলাম নব দ্বীপে তোমার আজ্ঞায় ॥ হেন মতে নিতানন্দ আই সম্ভাষিয়া। নবদ্বীপে ভ্রমেণ আনন্দযুক্ত হঞা। নবদ্বীপে নিতানন্দ প্রতি ঘরে ঘরে। সব পারিষদ সঙ্গে কীৰ্ত্তন বিহরে । নবদ্বীপে আসি মহা প্রভু নিত্যানন্দ ৷ হইলেন কীৰ্ত্তন আনন্দ মুৰ্ত্তিমন্ত। প্রতি ঘরে ঘরে সব পারিষদ সঙ্গে। নিরবধি বিহরেণ সংকীৰ্ত্তন রঙ্গে ॥ পরম মোহন সংকীর্তন মন্ত্ৰবেশ। দেখিতে স্বরুতি পায় আনন্দ বিশেষ ॥ শ্ৰম স্তকে শোভে বহু বিধ পট্টবাস। তদুপরি বহু বিধ মালোর বিলাস। কণ্ঠে বহু বিধ মণি মুক্ত স্বর্ণ চার । শ্রুতমুলে শোভে মুক্ত কাঞ্চন অপার । সুবর্ণের অঙ্গদ বলয় শোভা করে। না জানি কতেক মালা শোভে কলেবরে ॥ গোরোচনা চন্দনে লেপিত সৰ্ব্ব অঙ্গ । নিরবধি বাল গোপালের প্রায় রঙ্গ। কি অপুৰ্ব্ব লৌহদণ্ড ধরেন লীলায়। পূর্ণ দশ অঙ্গুলি সুবর্ণ মুদ্রিকায় । শুক্ল নীল পীত পট্ট বহুবিধ বাস। পরম বিচিত্র পরিধানের বিলাস ॥ বেত্রবংশী