পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 ○ ठालुश्व ७ ভাল মন ॥ বিপ্রের অনন্ত প্রেম বিকার দেখিয়া । জি জ্ঞাসিলা নিত্যানন্দ ঈষৎ হাসিয়া। প্রভুবলে শুন বিপ্ৰ কি তোমার রীত। বডত তোমার দেখি অন্তত চরিত। কি দেখিলা কি শুনিলা কৃষ্ণ অনুভব। কিছ চিন্তানাহি অকপটে কহ সব শুনিয়া প্রভুর বাক্য মুকুতি ব্রাহ্মণ। কহিতে না পারে কিছু করয়ে ক্ৰন্দন। গড়াগড়ি যায় বিপ্র সকল অঙ্গনে হাসে কান্দে নাচে গায় আপনা আপনে ॥ সুস্থির হইয়া বিপ্র তবে কথোক্ষণে কহিতে লাগিল। সব প্রভু বিদ্যমানে। এই নদীয়ায় প্রভু বসতি আমার। নাম সে ব্রাহ্মণ সব চণ্ডাল আচার। নিরন্তর দুষ্ট সঙ্গে করি ডাকা চুরি। পরহিংসা বহি জন্মে আর নাহি করি। আম দেখি সৰ্ব্ব নবদ্বীপ কাপে ডরে । কিবা পাপ নাহি হয় আমার শরীরে ৷ দেখিয়া তোমার আঙ্গে দিব্য অলঙ্কার । তাহা হরিবার চিত্ত হইল আমার ॥ একদিন সাজি বহু লই দস্তাগণ । হরিতে আইন্ন মুঞি শ্ৰীঅঙ্গের ধন। সে দিন নিদ্রায় প্রভু মোহিলা সভারে । তোমার মায়ায় নাহি জানিনু তোমারে ॥ আর দিন নানা মতে চণ্ডীক পূজিয়া। আইলাম খাঢ় চুরি ত্ৰিশূল কাছিয়া । অদ্ভুত মহিম। দেখিলাম সেই দিনে । সৰ্ব্ব বাড়ী আছে বেঢ়ি পদাতিকগণে ॥ একৈক পদাতি যেন হস্তিগণ প্রায় । আজানুলম্বিত মালা সভার গলায় ॥ নিরবধি হরি স্বনি সভার বদনে । তুমি আছ এই গৃহে আনন্দ শয়নে ॥ হেন সে পাপীষ্ঠ চিত্ত আমরা সভার। তভো নাহি বুঝিলাম মহিমা তোমার । কার পদাতিক আসিয়াছে কোথাহৈতে। এত ভাবি সে দিন গেলাম সেইমতে ॥ তবে কথোদিন ব্যাজে কলি আইলাম। আসিয়াই মাত্র দুই চক্ষু খাইলাম। বাডিতে প্রবিষ্ট হই সব দস্যগণে । অন্ধ হই সভে পডিলাম নানা স্থানে ॥ কঁটি। জোক পোকে ঝড় র & শালাপাতে। সভে মরি কারো শক্তি নাহিক যাইতে ॥ মহা যমযাতন! হইল যদি ভোগ । তবে শেষে সভার হইল ভক্তিযোগ ॥ তোমার রূপায় সভে তোমার চরণ । করিনু একান্ত ভাবে সভেই স্মরণ ॥ তবে হৈল সভার লোচন বিমোচন। হেন মহাপ্রভু তুমি পতিতপাবন । আমি সব এডাইনু এসব যাতনা এ তোমার স্মরণের কোন বা মহিমা ॥ যাহার স্মরণে খণ্ডে আবিদ্যা বন্ধন । অনা য়াসে চলি যায় বৈকুণ্ঠ ভুবন কহিয়া২ বিপ্র কান্দে উদ্ধরায়। হেন লীলা করে প্রভু ভাবধৌত রায় । শুনিয়া সভার হৈল মহাশ্চর্য্য জ্ঞান। ব্রাহ্মণের প্রতি সভে করেন প্রণাম ॥ বিপ্র বলে প্রভু এবে আমার বিদায়। এদেহ রাথিতে আর মেরে নাহি ভায় ॥ যেন মোর চিত্ত হৈল তোমার চিংসায় । সেই মোর প্রায় শ্চিত্ত মরিব গঙ্গায় ৷ শুনি অতি অকৈতব বিপ্রের বচন । তুষ্ট হইলেন প্ৰভু সৰ্ব্ব ভক্তগণ ॥ প্রভু বলে বিপ্ৰ তুমি ভাগ্যবান বড়। জন্ম২ কৃষ্ণের সেবক তুমি দৃঢ় নহিলে এমত রূপ করিবেন কেনে। এ প্রকাশ অন্যে কি দেখয়ে ভক্ত