পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१” অন্তখণ্ড মহিমা । শত বৎসরেও করিবারে নারি সীমা ৷ তথাপিহ নাম কহি জানি যার যার । নামমাত্র স্মরণেও তরিয়া সভার ॥ যার যার সঙ্গে নিত্যানন্দের বিহার সভে নন্দগোষ্ঠী গোপ গোপী অবতার ॥ নিত্যানন্দ স্বৰূপের নিষেধ লাগিয়া । পূৰ্ব্বনাম না লিখিল বিদিত করিয়া ॥ পরম পার্ষদ রামদাস মহাশয়। নিরবধি ঈশ্ব র ভাবে সে কথা কয়। যার বাক্য কেহ ঝাট নাপারে বুঝিতে। নিরবধি গৌর চন্দ্র যার হৃদয়েতে ॥ সভার অধিক ভাবগ্রস্ত রামদাস । তার দেহে কৃষ্ণ আছি লেন তিনমাস। প্রসিদ্ধ চৈতন্য দাস মুরারি পণ্ডিত। যার খেলা ম হাসপ ব্যাম্বের সহিত ॥ রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি । যার দৃষ্টিপাতে হয় কৃষ্ণে রতি মতি ॥ প্রেম ভক্তি রসময় গদাধর দাস । যার দরশন মাত্ৰ সৰ্ব্ব পাপ নাশ ॥ প্রেম রস সমুদ্র সুন্দরানন্দনাম। নিত্যানন্দ স্বৰূপের পার্ষদ প্রধান। পণ্ডিত কমলাকান্ত পরম উদাম । যাহারে দিলেন নিত্যানন্দ সপ্তগ্রাম ॥ গেীরীদাস পণ্ডিত পরম ভাগ্যবান। কায়মন বাক্যে নিত্যানন্দ যার প্রাণ ॥ পুরন্দর পণ্ডিত পরম দান্ত শান্ত। নিত্যানন্দ স্বৰূপের বল্লভ একান্ত ॥ নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস ॥ ধনঞ্জয় পণ্ডিত মহান্ত বিলক্ষণ । যাহার হৃদয়ে নিত্যানন্দ সৰ্ব্বক্ষণ ॥ প্রেমরসে মহামত্ত বলরাম দাস। যাহার বাতাসে সব পাপ যায় নাশ ॥ যদুনাথ কবিচন্দ্র প্রেম রসময়। নিরবধি নিত্যানন্দ যাহার সদয় ॥ জগদীশ পণ্ডিত পরম জ্যোতিধাম। সপার্ষদে নিত্যানন্দ যার ধন প্রাণ পণ্ডিত পুরুষোত্তম নবদ্বীপে জন্ম। নিত্যানন্দ স্বৰূপের মহাভূত্য মৰ্ম্ম। পূৰ্ব্বে যার ঘরে নিত্যানন্দের বসতি । যাহার প্রসাদে হয় নিত্যানন্দে মতি ॥ রাঢ়ে জন্ম মহাশয় বিপ্র কৃষ্ণ দাস। নিত্যানন্দ পারিষদ যাহার বিলাস। প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে। গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে ॥ সদাশিব কবিরাজ মহা ভাগ্যবান। যার পুত্র পুরুষোত্তম দাস নাম ॥ বাহ নাহি পুরুষোত্তম দাসের শরীরে। নিত্যানন্দচন্দ্র যার হৃদয়ে বিহরে ॥ উদ্ধারণ দত্ত মহাবৈষ্ণব উদার। নিত্য নন্দ সেবায় যাহার অধিকার ॥ মহেশ পণ্ডিত অতি পরম মহান্ত । পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণব একান্ত । চতুভুজ পণ্ডিতনন্দন গঙ্গাদাস। পূৰ্ব্ব যার ঘরে নিত্য। নন্দের বিলাস ॥ আচাৰ্য্য বৈষ্ণবানন্দ পরম উদার। পূৰ্ব্ব রঘুনাথপুরী নাম খ্যাতি যার ॥ প্রসিদ্ধ পরমানন্দ গুপ্ত মহাশয় । পুৰ্ব্ব যার ঘরে নিত্যানন্দের আলয় ॥ বডগাছি নিবাসী সুরুতি কৃষ্ণদাস । যাহার গ্রামেতে নিত্যানন্দের বিলাস কৃষ্ণদাস দেবানন্দ দুই শুদ্ধমতি। মহান্ত আচাৰ্যচন্দ্র নিত্যানন্দগতি ॥ গায়ন মাধবা নন্দ ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ অতি প্রেমরসময় ॥ যত ভূত্য নিত্যানন্দচন্দ্রের সহিতে । শতবৎসরেও তাহ নাপারি লিখিতে ॥ সহস্র২ এক সেবকেরগণ নিত্যা নন্দ প্রসাদে তাহারা গুরু সম ॥ গ্রীচৈতন্যরসে সভে পরম উদাম । সভার চৈতন্য