পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ισο অন্তখণ্ড নিন্দে তান কৰ্ম্ম । নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম । গৰ্হিত করয়ে যদি মছ৷ অধিকারী। নিন্দায় কিদায় তারে হাসিলেই মরি। ভাগবত হৈতে সেএসব তত্বজানি তাহা যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি ॥ মহান্তের আচরণে হাসিলে যে হয়। চিত্ত দিয়া শুন ভাগ বতে যেনকয় ॥ এককালে রাম কৃষ্ণ গেলেন পঢ়িতে। বিদ্যা পুর্ণ করি চিত্ত করিলা আসিতে ॥ কিদক্ষিণ দিব বলিলেন গুরুপ্রতি। তবে পত্নী সঙ্গে গুরু করিলা যুকতি । মৃত পুত্র মাগিলেন রাম কৃষ্ণ স্থানে। তবে রাম কৃষ্ণ গেল। যম বিদ্যমানে ॥ আজ্ঞ য়শিশুর সব্ব কৰ্ম্ম যুচাইয়া। যমালয় হৈতে পুত্র দিলেন আনিয়া। পরম অদ্ভুত শুনি এসব আখ্যান । দৈবকীও মাগিলেন মৃত পুত্র দান দৈবে রাম কৃষ্ণ একদিন সম্বোধিয়া । কহেন দৈবকী অতি কাতর হইয়া। শুন শুন রাম কৃষ্ণ যোগেশ্বরেশ্বর। তুমি দুই আদি নিত্য শুদ্ধ কলেবর। সৰ্ব্ব জগতের পিত তুমি দুইজন। আমি জানি তুমি দুই পরম কারণ। জগতের উৎপত্তি বা স্থি তিবা প্রলয়। তোমার অংশের অংশ হৈতে সব হয়। তথাপিও পৃথিবীর খণ্ড৷ ইতে ভার। হইয়াছ মোর পত্ৰৰূপে অবতার। যমঘর হৈতে যেন গুরুর নন্দন আনিয়া দক্ষিণ দিলা তুমি দুইজন ৷ মোরছয় পুত্র যে মরিল কংসহৈতে। বডচিত্ত হয় তাহা সভারে দেখিতে। কতকাল গুরুপুত্ৰ আছিল মরিয়া । তাহাযেন আনিলা স্বশক্তি প্রকাশিয়া ৷ এইমত আমারেও কর পূর্ণকাম । আনি দেহ মোরে মৃত পুত্র ছয়জন। শুনি জননীর বাক্য কৃষ্ণসঙ্কর্ষণ। সেইক্ষণে চলিগেল বলির ভবন । নিজ ইষ্টদেব দেখি বলি মহারাজ। মগ্ন হইলেন প্রেমানন্দ সিন্ধু মাঝ । গৃহপুত্র দেহবৃত্ত সকল বান্ধব । সেইক্ষণে পাদপদ্মে আনিদিলা সব ॥ লোমহর্ষ অশ্র পাত পুলক আনন্দে। স্তুতি করি পাদপদ্ম ধরি বলে কাব্দে। জয় জয় প্রকট অনন্ত সঙ্কর্ষণ। জয় জয় কৃষ্ণচন্দ্ৰ গোকুল ভূষণ ॥ জয় সাংখ্য গোপাচাৰ্য্য হলধর নাম জয় জয় কৃষ্ণ ভক্ত পূর্ণ মনস্কাম । যদ্যপিও শুদ্ধসত্ব দেবঋষি গণ। তাসভার দুল্লভ তোমার দরশন। তথাপি হেনসে প্রভু কারুণ্য তোমার। তমোগুণ অসুরেও হয় সাক্ষাৎকার। অতএব শক্রমিত্ৰ নাহিক তোমাতে । বেদেও কহেন ইহা দেখিও সাক্ষতে ॥ মরিতে যে আইল লইয়া বিষন্তন। তাহারেও পাঠাইলেন বৈকুণ্ঠ ভুবন । অতএব তোমার হৃদয় বুঝিবারে । বেদে শাস্ত্রে যোগেশ্বর সভেও না পারে। যোগেশ্বর সভে যার মায়া নাহি জানে। মুঞি পাপী অমুরে বা জানিব কেমনে। এই রুপ কর মোরে সর্ব লোকনাথ। গৃহ অন্ধ কুপে মোরে না করিহ পাত তোর দুই পাদপদ্ম হৃদয়ে ধরিয়া । শান্ত হই বৃক্ষ মুলে পড়ি থাকে গিয় ॥ তোমার দাসের মেলে কর মোরে দাস । আরযেন চিত্তে মোর না থাকয়ে আশ ॥ রামকৃষ্ণ পাদপদ্ম ধরিয়া হৃদয়ে। এইমত স্তুতি করে বলি মহাশয়ে ৷ ব্ৰহ্মলোক শিবলোক যে চরণোদকে। পবিত্র করিতেছেন ভাগীরথী