পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ዡ © ৰূপ বুঝিতে না পারি। কিবা জীব নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী। যার যেন মত ইচ্ছা নাবলয়ে কেনি। সে আমার প্রভু জন্মজন্ম আমি দাস। তাহান চরণে মোর এই অভিলাষ । এত পরিহারেও যে পাপী নিন্দ করে। তবে নাথি মারো তার শিরের উপরে। হেন দিন হৈব কি চৈতন্য নিত্যানন্দ। দেখিব বেষ্টিত কি সকল ভক্তবৃন্দ ৷ জয়২ জয় মহাপ্ৰভু গৌরচন্দ্র। দিলাও মিলও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিহ এই কৃপাকর গৌরহরি। নিত্ব:ালক সঙ্গে যেন তোম না পাসরি। যথা যথা তুমি দুই কর অবতার। তথা তথা দাস্য মোর হই অধিকার। শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পন্থ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শেষখণ্ডে পঞ্চমোহধ্যায়ঃ ৫ ॥*। অধ্যায় ৷ জয়২ ঐরৈকুণ্ঠনাথ গৌরচন্দ্র। জয়ং ত্রসেবা বিগ্রহ নিতানন্দ ৷ জয় অদ্বৈত প্রবাস প্রিয় ধাম। জয় গদাধর শ্রীজগদানন্দ প্রাণ ॥ জয় শ্ৰীপরমানন্দ পুরীর জীবন। জয় দামোদর স্বৰূপের প্রাণ ধন ৷ জয় বক্রেশ্বর পণ্ডিতের প্রিয় কারী জয় পুণ্ডরীক বিদ্যানিধি মনোহারী। জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ ! জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টি পাত ॥ হেত মতে নিত্যানন্দ নবদ্বীপ পুরে। বিহরেণ প্রেম ভক্তি আনন্দ সাগরে। নিরবধি ভক্তসঙ্গে করেন কীৰ্ত্তন। কৃষ্ণ মৃত্য গীত হৈল সভার ভজন ॥ গোপশিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে । যেন ক্রীড়া করিলেন গোকুল নগরে ৷ সেই মত গোকুলের আনন্দ প্রকাশি। কীৰ্ত্তন করেন নিত্যানন্দ সুবিলাসী ॥ ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান। গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছা তান। আই স্থানে হইলেন সন্তোষে বিদায়। নীলাচলে চলিলেন চৈতন্য ইচ্ছায় পরম বিহবল পারিষদ সব সঙ্গে। আইলেন শ্রীচৈতন্য নাম গুণ রঙ্গে ॥ হুঙ্কার গজন মৃত্য আনন্দ ক্ৰন্দন। নিরবধি করে সবপারিষদগণ ॥ এইমত সর্বপথে প্রেমানন্দরসে । আইলেন নীলাচল কথোক দিবসে। কমল পুরেতে আসি দেউল দেখিয় । পড়িলেন নিত্যানন্দ মুচ্ছিত হইয়া। নিরবধি নয়নে বহয়ে প্রেম ধার। শ্ৰীকৃষ্ণ চৈতন্য বলি করেন হুঙ্কার। আসিয়া রহিল এক পুষ্পের উদ্যানে কে বুঝে তাহার ইচ্ছ। ঐচৈতন্য বিনে ॥ নিত্যনিন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র একেশ্বর আইলেন ছাড়ি ভক্তবৃন্দ ॥ ধ্যানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ । সেই স্থানে বিজয় হইলা গৌরচন্দ্র। প্রভু আসি দেখে নিত্যানন্দ ধান পর। প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর ॥ শ্লোক বন্দে নিত্যানন্দ মজ্জিমা বর্ণিয় । প্রদক্ষিণ করেন