পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to $ অস্তুর্থ ও প্ৰভু প্রেম পূর্ণ হঞ। ক্রমুখের শ্লোক শুন নিত্যানন্দ স্তুতি । যে শ্লোক শুনিলে হয় নিত্যানন্দে মতি ॥ তথাহি ৷ গৃহিয়া মবনী পাণীং বিশেদ্বাশৌণ্ডিকালয়ং তথাপি ব্রহ্মণে বন্দ্যং নিত্যানন্দ পদায়ুজং । * । মদিরাযবনী যদি ধরে নিত্যানন্দ তথাপি ব্ৰহ্মার বন্দ্যে বলে গৌরচন্দ্র ৷ এই শ্লোক পড়ি প্রভু প্রেম বৃষ্টি করি। নিত্যা নন্দ প্রদক্ষিণ করে গৌরহরি। নিত্যানন্দ স্বৰূপ জানিয়া সেইক্ষণে। উঠিলেন হরি বলি পরম সম্ভমে। দেখি নিত্যানন্দ গৌরচন্দ্রের বদন। কি আনন্দ হৈল তাহা না জায় বর্ণন । হরি বলি সিংহনাদ লাগিলা করিতে । প্রেমানন্দে আছাড পডেন পৃথিবীতে ৷ দুইজনে প্রদক্ষিণ করিলা দুহারে। দুহেঁ দণ্ডবৎ হই পড়ে দুজনারে। ক্ষণে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন । ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্ৰন্দন ॥ ক্ষণে পরানন্দে গডি যায় দুইজন। মহামত্ত সিংহ জিনি দুহঁর গর্জন ॥ কি অদ্ভুত প্রেম সে করেন দুইজনে। পূৰ্ব্বে যেন শুনি য়াছি খ্রীরাম লক্ষণে ॥ দুই জনে শ্লোক পডিবর্ণেন দুহারে । দুহারেই দুহে যোড হস্তে নমস্কারে । অশ্রুকম্প হাস্য মুচ্ছাপুলক বৈবর্ণ। কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মৰ্ম্ম । ইহাবই দুই শ্ৰীবিগ্রহে অার নাই । সব করে করায়েন চৈতন্য গোসাঞি কি অদ্ভূত প্রেম ভক্তি হইল প্রকাশ। নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস। তবে কথোক্ষণে প্ৰভু যোড হস্ত করি। নিত্যানন্দ প্রতি স্তুতি করে গৌর হরি নাম ৰূপ তুমি নিত্যানন্দ মূৰ্ত্তিমস্ত। ঐবৈষ্ণব ধাম তুমি ঈশ্বর অনন্ত যত কিছু তোমার অঙ্গের অলঙ্কার। সত্য সত্য সত্য ভক্তিযোগ অবতার ॥ স্বর্ণ মুক্ত ৰূপা কস রুদ্রাক্ষাদি ৰূপে। নববিধ ভক্তি ধরিয়াছ নিজ মুখে নীচ জাতি পতিত অধম যত জন । তোমাহৈতে সভার হইল বিমোচন ॥ যে ভক্তি দিয়াছ তুমি বণিক সভেরে। তাহাবাঞ্ছে মুর সিদ্ধ মুনি যোগেশ্বরে ৷ স্বতন্ত্র করিয়া বেদে যে ক্লষ্ণেরে কয় । হেন কৃষ্ণ পার তুমি করিতে বিক্রয় তোমার মহিম। জানিবার শক্তি কার । মুৰ্ত্তিমন্ত তুমি ক্লষ্ণরস অবতার ৷ বাহ নাছি জান তুমি ংকীৰ্ত্তন মুখে । অহন্নিশ কৃষ্ণ গুণ তোমার ক্রমুখে ৷ কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর । তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর। অতএব তোমারে যে জনে প্রীত করে । সত্য২ কৃষ্ণ কভো না ছাড়িব তারে। তবে কথোক্ষণে নিত্যানন্দ মহাশয় বলিতে লাগিলা অতি করিয়া বিনয়। প্রভু হুই তুমি যে আমারে কর স্তুতি এতোমার বাৎসল্য ভক্তের প্রতি আতি ॥ প্রদক্ষিণ কর কিবা কর নমস্কার । কিবা মার কিবা রাখ যেইচ্ছ। তোমার ॥ কোন বা বক্তব্য প্রভু আছে তো মার স্থানে । কিবা নাহি দেখ তুমি দিব্য দরশনে ॥ মন প্রাণ সভার ঈশ্বর প্রভু তুমি । তুমি যে করাহ সেইৰূপ করি আমি। আপনে আমারে তুমি দও ধয়াইলা । আপনেই যুচাইয়। এৰূপ করিলা । তার খাড়ুবেত্রবংশী সিঙ্গাছান্দ দড়ি