পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । **} সে হইল প্রেম ভক্তির প্রকাশ। দেখি চতুর্দিগে পডি কান্দে সব দাস ৷ কি অদ্ভুত প্রেম নিত্যানন্দ গদাধরে । একের প্রিয় অারে সম্ভাষ না করে। গদাধর দেবের সঙ্কল্প এইৰূপ। নিত্যানন্দ নিন্দকের না দেখেন মুখ । নিতানন্দ স্বৰূ পের প্রীত যার নাঞি । দেখাও না দেন তারে পণ্ডিত গোসাঞি । তবে দুই । প্রভু স্থির হই এক স্থানে। বসিলেন চৈতন্য মঙ্গল সংকীৰ্ত্তনে । তবে গদাধরদেব নিত্যানন্দ প্রতি । নিমন্ত্রণ করিলেন আজি ভিক্ষা ইথি । নিত্যানন্দ গদাধরে দিবার কারণে একমোন চাউল অনিয়াছেন যতনে ॥ অতি সুক্ষন শুক্ল দেব যোগ্য সর্বমতে । গোপীনাথ লাগি আনিয়াছে গৌড় হৈতে। আর একখানি বস্ত্র রঙ্গিম সুন্দর। দুই আনি দিলা গদাধরের গোচর। গদাধর এ ত গু ল করিয়া রন্ধন। ঐগোপীনাথেরে দিয়া করিবা ভোজন। তণ্ডল দেখিয় হাসে পণ্ডিত গোস ঞি নয়নেতে এমত তণ্ডল দেখি নাঞি এতগুল গোসাঞি কি বৈকুণ্ঠ থাকিয় আনিয়াছ গোপীনাথ দেবের লাগিয়া। লক্ষীমাত্র এণ্ডল করেনরন্ধন। কৃষ্ণসে ই হার ভোক্ত তবে ভক্তগণ ॥ আনন্দে তণ্ডল প্রসংশেন গদাধর। বস্ত্ৰলই গেলা গে। পীনাথের গোচর ॥ দিব্য রঙ্গবসু গোপীনাথের ঐঅঙ্গে । দিলেন দেখিয়া শোভা ভাষেন অনেন্দে । তবে রন্ধনের কার্য্য করিতে লাগিলা । আপন টোটার শাক তুলি বারে গেলা । কেহকরে নাহি দৈবে হইয়াছে শাক । তাহা তুলি আনিয়া করিলা এক পঢ়ুক । তেঁতুলি বৃক্ষের যত পত্র সুকোমল। তাহা আনি বাটি তায় দিল লোন জল তার এক ব্যঞ্জন করিলা আলনাম ॥ রন্ধন করিলা গদাধর ভাগ্যবান । গোপীনাথ অগ্রে লঞা ভোগ লাগাইলা । হেন কালে গৌরচন্দ্র অসিয়া মিলিল। প্রসন্ন ক্রমুখ হরে কৃষ্ণ কৃষ্ণ বলি। বিজয় হইয়া গৌরচন্দ্র কুতুহলী ॥ গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র । সম্ভ মে বন্দেন গদাধর পদদ্বন্দ . হাসিয়া বলেন প্ৰভু কেনে গদাধর। আমি কিনা হই নিমন্ত্রণের ভিতর ॥ আমিত তোমার দুইহৈতে ভিন্ন নই নাদিলেঙ তোমারা বলেতে আমি খাই ॥ নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ তোমার রন্ধন মোর ইথে আছে ভাগ ৷ কৃপা বাক্য শুনি নত্যানন্দ গদাধর । মগ্ন হইলেন সুখ সাগর ভিতর । সন্তোষে প্রসাদ আনি দেব গদাধর। খুইলেন গৌরচন্দ্র প্রভুর গোচর ॥ সৰ্ব্ব টোটা ব্যাপিলেক অন্নের সৌগন্ধে । ভক্তি করি প্রভু পুনঃ পুনঃ অন্নবন্দে ॥ প্রভু বলে তিন ভোগ সমান করিয়া । ভুঞ্জিব প্রসাদ অন্ন একত্র বসিয়া। নিতানন্দ স্বৰূপের তণ্ডলের প্রতে। বসিলেন মহাপ্ৰভু ভোজন করিতে ॥ দুই প্ৰভু ভোজন করেণ দুই পাশে। সন্তোষে ঈশ্বর অন্ন ব্যাঞ্জন প্রসংশে প্ৰভু বলে এঅল্পের গন্ধেও সৰ্ব্বথা । কৃষ্ণ ভক্তি হয় ইখে নাহিক অন্যথা । গদাধর কিতোমার মনোহর পাক। আমিত এমন কভু নাছি খাই শাক গদাধর কি তোমার বিচিত্র রন্ধন। তেঁতুলি পত্রের কর এমত ব্যঞ্জন ॥ বুঝি