পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । స> অনুচর। বৈষ্ণব গৃহিণী যত পতিব্ৰতাগণ। দূরে থাকি প্ৰভু দেখি ক’য়ে ক্ৰন্দন তা সভার প্রেম ধারে অন্ত নাহি পাই । সম্ভেই বৈষ্ণবী শঙি নাই ॥ জ্ঞান ভক্তি যোগে সভে পতির সমান । কহিয়া আছেন শ্রীচৈতন্য ভগবান । এই মত বাদ্য গীত নৃত্য সংকীৰ্ত্তনে। আইলেন সভেই চলিয়া প্রভু সনে। হেন সে । হইল বিষ্ণুভক্তির প্রকাশ। হেন নাহি যার দেখি না হয় উল্লাস ॥ হেন কালে রাম কৃষ্ণ ঐযাত্র গোবিন্দ । জল কেলী করিবারে আইল নরেন্দ্র । হরিশ্বনি মৃত্য গীত মঙ্গল কাহাল | শঙ্খ ভেরী জয়ঢাক বাজায়ে বিশাল । সহস্র২ ছত্র পতাকা চামর। চতুৰ্দ্দিগে শোভাকরে পরমসুন্দর। মহা জয় জয় শব্দ মহা হরি স্বনি। ইহা বই আর কোন শব্দ নাহি শুনি । রাম কৃষ্ণ ঐগোবিন্দ মহা কুতুহলে উত্তরিলা আসি সভে নরেন্দ্রের জলে ॥ জগন্নাথ গোষ্ঠী ঐচৈতন্য গোষ্ঠী সনে মিসাইলা তারাও ভুলিলা সংকীৰ্ত্তনে। দুই গোষ্ঠী এক হই হইল আনন্দ । কি বৈকুণ্ঠ সুখ আসি হৈল মূৰ্ত্তিমন্ত । চতুর্দিগে লোকের আনন্দে অন্ত নাঞি । সব করে করায়েন চৈতন্য গোসাঞি । রাম কৃষ্ণ ঐগোবিন্দ উঠিলা নৌকায় । চতুর্দিগে ভক্তগণ চামর দুলায়। রাম কৃষ্ণ ঐগোবিন্দ নৌকায় বিজয়। দেখিয়া সন্তোষ ঐগৌরাঙ্গ মহাশয়। প্রভুও সকল ভক্ত লই কুতুহলে। ঝাঁপ দিয়া পড়িলেন নরেন্দ্রের জলে ॥ শুন ভাই শ্ৰীকৃষ্ণচৈতন্য অবতার। যেৰূপে নরেন্দ্র জলে করি লা বিহার। পূৰ্ব্বে যমুনায় যেন শিশুগণ মেলি । পরস্পর করে ধীর হইয়া মণ্ডলী গৌড়দেশে জলকেলী অাছে কয়fনামে । সেই জল ক্রীড়া আরম্ভিলেন প্রথমে কয় কয় বলি করতালি দেন জলে । জলে বাদ্য বাজায়েন বৈষ্ণব সকলে ॥ গে। কুলের শিশু ভাব হইল সভার। প্রভুও হইল গোকুলেন্দ্র অবতার। বাহ নাহি কারে সভে কইলা বিহবল। নির্ভয় ঈশ্বর দেহে সভে দেন জল ৷ অদ্বৈত চৈতন্য দুহে জল পেলাপেলি। প্রথমে লাগিলা দুহে মহা কুতুহলী ॥ অদ্বৈত হারেণ ক্ষণে ক্ষণেব ঈশ্বর । নির্ঘাত নয়নে জল দেন পরস্পর ॥ নিত্যানন্দ গদাধর ত্রপুরী গোসাঞি। তিন প্ৰভু জল যুদ্ধ করে। হারি নাই। গুপ্তে দত্তে জল ক্রীড়া লাগে বারেবার। পরানন্দে দুইজনে করেন হুঙ্কার। দুই সখী বিদ্যানিধি স্বৰূপ দামোদর। হাসিয়া আনন্দে জল দেন পরস্পর ॥ ঐবাস ঐ রামহরি দাস বক্রেশ্বর । গঙ্গাদাস গোপীনাথ শ্ৰীচন্দ্র শেখর। এইমতে অন্যোন্যে দেন সভুে জল। চৈতন্য আনন্দে সভে হইল বিহবল ৷ শ্ৰীগোবিন্দ রাম কৃষ্ণ বিজয় নৌকায়। লক্ষ২ লোক জলে আনন্দে বেড়ায় ৷ সেই জলে বিযয়ী সন্যাসী ব্রহ্ম চারী। সভেই আনন্দে ভাসে জলক্রীড়া করি হেন সে চৈতন্য মায়। সে স্থানে আসিতে । কারে শক্তি নাহি কেহ না পায় দেখিতে ॥ অলপ ভাগ্যে ক্রীচৈতন্য গোষ্ঠী নাহি পাই * কেবল ভক্তির বশ চৈতন্য গোসাঞি ভক্তি বিনা কেবল