পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సr তান্তখণ্ড মঙ্গলাচরিতৈ দানৈরতির্ণঃ কৃষ্ণ ঈশ্বরে ॥ * ৷ অতএব সৰ্ব্বমস্তে ভক্তি সে প্রধান মহাজন পথ সৰ্ব্ব শাস্ত্রের প্রমাণ ॥ তথাহি । তকোহপ্রতিষ্ঠঃ শ্ৰুতয়ো বিভিন্সাঃ নাসা বৃষির্যস্তমতং নভিন্নং । ধৰ্ম্মস্ততত্ত্বং পিহিতং গুহায় মহাজনে যেন গতঃ সপন্থ । * ॥ ভক্তি বড় শুনি প্ৰভু ভারতীর মুখে । হরি বলি গজিতে লাগিলা প্রেম সুখে ॥ প্রভু বলে অামি কথোদিন পৃথিবীতে। থাকিলাম সত্য এই কহিল তোমাতে ॥ যদি তুমি জ্ঞান বড় বলিত আমারে। প্রবেশির্তে আজি তবে সমু দ্র ভিতরে ৷ সন্তোষে ধরেন প্রভু গুরুর চরণে। গুরুও প্রভুরে নমস্করে প্রীত মনে ॥ প্রভু বলে যার মুখে নাহি কৃষ্ণ কথা । তপশিখা স্বত্র ত্যাগ তার সব বৃথ। ভক্তি বিনা প্রভুর জিজ্ঞাসা নাহি আর i ভক্তিরসময় শ্রীচৈতন্য অবতার ॥ রাত্রিদিন কেহো না জানেন ভক্তগণ সৰ্ব্বদা করেন নৃত্য কীৰ্ত্তন গজ্জন ॥ এক দিন তাদ্বৈত সকল ভক্তপ্রতি । বলিলেন পরানন্দে মত্ত হই অতি ॥ শুন ভাই সব এক কর সমারায় । মুখ ভরি গাইব আজি শ্রীচৈতন্য রায় ৷ আজি আর কোন অবতার গাওয়া,নাই। সৰ্ব্ব অবতার ময় চৈতন্য গোসাঞি। যে প্ৰভু করিল সৰ্ব্ব জগত উদ্ধার । আম সভালাগি যে প্রভুর অবতার ৷ সৰ্ব্বত্র আমরা বার প্রসাদে পূজিত। সংকীৰ্ত্তন হেন ধন যে কৈল বিদিত। নাচি আমি তোম র চৈতন্য যশ গাও। সিংহ হই বল পাছে মনে ভয় পাও ৷ প্ৰভু সে আপন লুকায়েন নিরস্তর। ক্রুদ্ধ পাছে হয়েন সভার এই ডর 1 তথাপি অদ্বৈত বাক্য অলংঘ্য সভার । গাইতে লাগিলা শ্ৰীচৈতন্য অবতার ॥ নাচেন অদ্বৈত সিংহ আনন্দে বিহ্বল । চতুর্দিগে গায় সভে চৈতন্য মঙ্গল । নব অবতারের শুনিয়া নাম যশ । সকল বৈষ্ণুৰ হৈলা আনন্দে বিবশ ॥ আপনে অদ্বৈত চৈতন্যের গীত করি। বোলাইয়া নাচে প্রভু জগত নিস্তারি। শ্রীচৈতন্য নারায়ণ করুণ। সাগর। দীন দুঃখিতের বন্ধু মোরে দয়াকর। অদ্বৈত সিংহের প্রমুখের এই পদ ইহার কীৰ্ত্তনে বাড়ে সকল সম্পদ ॥ কেহ বলে জয়২ ঐশচীনন্দন । কেহ বলে জয় গৌরচন্দ্র নারায়ণ ॥ জয় সংকীৰ্ত্তন প্রিয় শ্ৰীগেীর গোপাল ! জয় ভক্তজন প্রিয় পাযণ্ডীর কাল ॥ নাচেন অদ্বৈত সিংহ পরম উদমন সবে এক চৈতন্যের গুণ কৰ্ম্ম নাম । শ্রীরাগঃ পুলক রচিত গায়ঃ সুখে গড়াগডি যায়ঃ দেখেরে চৈতন্য অবতার। বৈকুণ্ঠনায়ক হরিং দ্বিজৰূপে অবতরিঃ সংকীৰ্ত্তনে করেন বিহার । কনক জিনিয়া কল্পঃ ঐবিগ্রহ শোভা ভাতিঃ আজানুলম্বিত ভুজ সাজে। ন্যাসীবর ন্ধপ ধরঃ অপি সে বিহ্বলঃ না জানি কেমনে সুখে নাচে ॥ ধ্রু ৷ জয় ঐগেীর সুন্দরঃ করুণার সিন্ধুময়ঃ জয় বৃন্দাবন রায়রে । জয়২ সম্পতিঃ নবদ্বীপ পুরন্দরং চরণ কমলে দেহ ছায়ারে। এই সব কীৰ্ত্তন করেন ভক্তগণ নাচেন অদ্বৈত ভাবি প্রভুর চরণ ॥ নল অবতারের ভূতন পদ শুনি । উল্লাসে বৈষ্ণব সব করে হরিধনি ৷ কি অ