পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত >e > আজন্ম বিষয় ভোগে হইয়া মোহিত। ন ভজিন্ন তোমার চরণ নিজ হিত। তে মার ভক্তের সঙ্গে গোষ্ঠী না করি তোমার কীৰ্ত্তন নাকরি না শুনিলু। রাজ পাত্র করি মোরে বঞ্চনা করিলা । তবে মোরে মনুষ্য জন্ম বা কেনে দিলা ॥ যে মনুষ্য জন্ম লাগি দেব কাম করে। হেন জন্ম দিয়াও বঞ্চিল প্ৰভু মোরে এবে এই কৃপা কর অমায়া হইয়। বৃক্ষ মুলে পড়ি থাকে। তোর নাম লঞা । যে তোর প্রিয় ভক্ত লওয়ায় তোমারে। অবশেষে পাত্ৰ যেন হঙ তার দ্বারে । এই মত ৰূপ সনাতন দুই ভাই। স্তুতি করে শুনে প্ৰভু চৈতন্য গোসাঞি। কৃপা দৃষ্টে প্রভু তবে দুইরে চাহিয়া। বলতে লাগিলা অতি সদয় হইয়া। প্রভু বলে ভাগ্যবন্ত তুমি দুইজন। বাহির হইল ছিণ্ডি অশেষ বন্ধন । বিষয় বন্ধনে বন্ধ সকল সংসার। সে বন্ধন হৈতে তুমিছুই হৈলা পার। প্রেম ভক্তি বাঞ্ছাযদিকরহ এ খানে। তবেধরি পডএই অদ্বৈত চরণে ॥ ভক্তির ভাণ্ডারী শ্ৰীঅদ্বৈত মহাশয় । অদ্বৈ তের কৃপায়ে সে কৃষ্ণ ভক্তি হয়। শুনিয়া প্রভুর আজ্ঞা দুই মহাজনে। দণ্ডবৎ পডি লেন অদ্বৈত চরণে ॥ জয় জয় শ্রীঅদ্বৈত পতিত পাবন: মুঞি দুই পতিতেরে করহ মোচন ॥ প্রভু বলে শুনথআচার্য গোসাঞি। কলিযুগে এমত বিরক্ত ঝাট নাঞি ॥ রাজ্য সুখ ছাডি কাথ। করঙ্গ লইয়। মথুরায় থাকেন কৃষ্ণের নাম লঞা । অমায়ায় কৃষ্ণ ভক্তি দেহ এদোহারে । জন্ম২ যেন আর কৃষ্ণ না পাসরে ভক্তির ভাণ্ডারি তুমি বিনে ভক্তি দিলে। ক্লষ্ণভক্তি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ করে মেলে অদ্বৈত বলেন প্রভু সৰ্ব্ব দাতা তুমি। ভূমি আজ্ঞা করিলে সে দিতে পারি আমি প্রভু আজ্ঞা দিলে সে ভাণ্ডারি দিতে পারে। এইমত যারে কুপ কর যার দ্বারে কায়মন বচনে মোহর এই কথা। এছুইর প্রেম ভক্তি হউক সৰ্ব্বথা । শুনি প্ৰভু অদ্বৈতের কৃপাযুক্ত বাণী। উচ্চ করি বলিতে লাগিল হরিদ্বনি ॥ দবির খাসেরে ভক্ত বলিতে লাগিল ৷ এখনে তোমার কৃষ্ণপ্রেম ভক্তি হৈলা ॥ অদ্বৈ তের প্রসাদে সে হয় কৃষ্ণ ভক্তি। জানিহ অদ্বৈত শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি। কথো দিন জগন্নাথ প্রমুখ দেখিয়া। তবে দুই ভাই মথুরাতে থাক গিয়া । তোমা সভা হৈতে যত রাজস তামস। পশ্চিম সভারে গিয়া দেহ ভক্তিরস ॥ আমিহ দেখিব গিয়া মথুরামণ্ডল । আমি থাকিবার স্থান করিহ বিরল ৷ শাকর মল্লিক নাম যুচাইয়৷ তান। সনাতন অবধূত খুইলেন নাম। অদ্যাপিও দুই ভাই ৰূপ সনাতন। চৈতন্য রূপায় হৈল বিদিত ভুবন । যার যত কীৰ্ত্তি ভক্তি মহিম উদার চৈতন্য চন্দ্র সে সব করয়ে প্রচার ॥ নিত্যানন্দ তত্ত্ব কিবা অদ্বৈতের তত্ত্ব । যত মহাপ্রিয় ভক্ত গোষ্ঠীর মহত্ব ॥ চৈতন্য প্রভু সে সব করিলা প্রকাশে । সেই প্ৰভু সব ইহা কহেন সন্তোষে ॥ যে ভক্ত যে বস্তু যার যেন অবতার। বৈষ্ণব বৈষ্ণবী যার অংশে জন্ম যীর ॥ ঘার যেনমত পূজা যার যে মহত্ব। চৈতন্য প্রভু সে সব