পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* চৈতন্যভাগবত । < وهي ما ক্ষাতে দেখহ ভাগবত কথাসরি । বৈষ্ণব প্রধান ভৃগু ব্রাহ্মণ নন্দন অহন্নিশ মনে ভাবে যাহার চরণ ॥ সে প্রভুর বক্ষে করিলেন পদাঘাত। তথাপি বৈষ্ণব শ্ৰেষ্ঠ দেখহ সাক্ষাৎ । প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান। যে নিমিত্ত ভৃগু করি লেন হেন কাম। পূৰ্ব্ব সরস্বতী তীরে মহা ঋষিগণ। আরম্ভিলা মহা যজ্ঞ পুরাণ শ্রবণ ॥ সভে শাস্ত্র কর্তা সভে মহ তপোধন। অন্যান্যে লাগিল ব্রহ্ম বিচার ক থোন। ব্রহ্মাবিষ্ণু মহেশ্বর তিনজন মাঝে। কে প্রধান বিচারেণ মুনির সমাজে। কেহ বলে ব্রহ্মাবড় কেহ মহেশ্বর । কেহ বলে বিষ্ণু বড় সভার উপর । পুর। ণেই নানা মত করেন কথন । শিববড কোথাও কোথাও নারায়ণ । তবে সব ঋষিগণ মিলিয়। ভৃগুরে । আদরিলা প্রমাণ এতত্ত্ব জানিবারে ৷ ব্ৰহ্মার মানস পুত্ৰ তুমি মহাশয়। সৰ্ব্ব মত তুমি জ্যেষ্ঠ শ্র্যেষ্ঠ তত্ত্বময় ৷ তুমি ইহা জানগিয়া করিয়া বিচার। সন্দেহ ভঞ্জহ আসি আমা সভাকার। তুমিষে কহিবা সেই সভা র প্রমাণ । তবে ভৃগু চলিলেন আগে ব্রহ্ম স্থান ৷ ব্ৰহ্মার সভায় গিয়া ভূগুমুনি বর । দম্ভ করি রছিলেন ব্রহ্মার গোচর ॥ পুত্ৰ দেখি ব্ৰহ্মা বড় সন্তোযহইল । সকল কুশল জিজ্ঞাসিবারে লাগিলা । সত্য পরীক্ষিতে ভৃগু ব্ৰহ্মীর নন্দন । শ্রদ্ধাকরি ন! শুনেন বাপের বচন ॥ স্তুতি বা গৌরব বা বিনয় নমস্কার। কিছু ন করেন পিতা পুত্র ব্যবহার ॥ দেখিয়া পুত্রের অনাদর অব্যভার । ক্রোধে ব্ৰহ্মা আইলেন অগ্নি অবতার ॥ ভষ্ম করবেন হেন ক্রোধে অগ্নি হৈলা । দেখিয়া পিতার মূৰ্ত্তি ভৃগু পলাইলা ॥ সম্ভে বুঝাইলেন ব্রহ্মার পায়ে ধরি । পুত্রেরে কি গোসাঞি এমত ক্রোধ করি । তবে পুত্র স্নেহে ব্ৰহ্মা ক্রোধ পাসরিলা । জল পাইলেন অগ্নি সুশাম্য হইল ৷ তবে ভৃগু ব্ৰহ্মারে বুঝিয়া ভালমতে ৷ কৈলাশে আইলা মহেশ্বর পরীক্ষিতে ॥ তৃগু দেখি মহেশ্বর তানন্দিত হঞা । উঠিল| পাৰ্ব্ব তী সঙ্গে আদর করির ॥ জ্যেষ্ঠ ভাই গৌরবে আপনে ত্রিলোচন। প্রেমযোগে উঠিলা করিতে আলিঙ্গন ॥ ভৃগু বলে মহেশ পরশ নাহি কর । যতেক পাষণ্ড বেশ সব তুমি ধর । ভূত প্রেত পচাশ অস্পৃষ্ঠ যত আছে। হেন সব পাষণ্ড রাখ তুমি কাছে। যতেক উৎপাত সেই ব্যভার তোমার। ভয়াস্থি ধারণ কোন শাস্ত্রের আচার ॥ তোমার পরশে স্নান করিতে জুয়ায়। দুরে থাক দূরে থাক অয়ে ভূত রায় । পরীক্ষা নিমিত্তে ভৃগু বলেন কৌতুকে । কভু শিব নিন্দ নাহি ভৃগুর ভ্রমুখে ৷ ভূগু বাক্যে মহা ক্রোধ হই ত্রিলোচন। ত্রিশূল তুলিয়া লইলেন ততক্ষণ ॥ জ্যেষ্ঠ ভাই ধৰ্ম্ম পাসরিলেন শঙ্কর ৷ হইলেন যেহেন সংস্কার মুৰ্ত্তিধর শূল তুলিলেন শিব ভূগুরে মারিতে। অস্তেব্যস্ত দেবী আসি ধরিলেন হাতে । চরণে ধরিয়া বুঝায়েন মহেশ্বরী। জ্যেষ্ঠ ভাইরে কি প্রভু এত ত্রো করি । দেবী বাক্যে লজ্জা পাই রহিলা শঙ্কর। ভৃগু ও চলিল ঐবৈকুণ্ঠ কৃষ্ণঘর। স্ত্ররত্নখট্টার