পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তখণ্ড هلالا যার অপরাধ হয়। স্বপ্নের প্রসাদ শান্তি দৃশ্য কভো নয়। স্বপ্নে দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়। জাগিলে পুরুষ সে সকল কিছু নয়। শাস্তিব প্রসাদ স্বপ্নে যারে প্রভু করে। সে যদি সাক্ষাতে লোক দেখে ফল ধরে । তারে বড় ভাগ্যবান নাহিক সংসারে । স্বপ্নেও নাকহে কিছু অভক্ত জনেরে ৷ সাক্ষাতে সে এই সভে বুঝহ বিচারে। এইযে যবন গণে নিন্দ হিংসা করে। তাহারাও স্বপ্ন অনুভব মাত্র চায়। নিন্দ হিংসা করে দেখি স্বপ্ন নাহি পায় ॥ যবনের কিদায় যে ব্রাহ্মণ সজ্জন ॥ তারা যত অপরাধ করে অনুক্ষণ ॥ অপরাধ হৈলে দুই লোকে দুঃখ পায়। স্বপ্নেও অভক্ত পাপীষ্ঠেরে না শিখায়। স্বপ্নে প্রত্যা দেশ প্রভু করেন যাহারে। সেই মহাভাগ্য হেন মানে আপনারে ৷ সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল যাহারে । এপ্রসাদ বেদে লিখি শ্ৰীপ্রেমনিধিরে। তবে পুণ্ডরীক দেব উঠিলা প্রভাতে। চড়ে গাল ফুলিয়াছে দেখে দুই হাথে। প্রতি দিন দামোদর স্বৰূপ আসিয়। জগন্নাথ দেখে দোহে এক সঙ্গ হঞা। প্রত্যহ আইসে স্বৰূপ সে দিন আইলা । আসিয়া তাহানে কিছু কহিতে লাগিলা ॥ সকালে আইস জগন্নাথ দরশনে। আজি শয্যা হৈতে না উঠহ কি কারণে ॥ বিদ্যানিধি বলে ভাই হেতাই আইস। সব কথা কব মোর এথা আসি বৈস। দামোদর আসি দেখে তার দুই গাল। ফুলিয়াছে চড় চিকু দে খেন বিশাল ॥ দামোদর স্বৰূপ জিজ্ঞাসে একি কথা । কেনে গাল ফুলিয়াছে কি পাইলে ব্যথা ॥ হাসিয়া বলেন বিদ্যানিধি মহাশয় । শুন ভাই কালি গেল যতেক সংশয় । মাণ্ডুয় কাপড যে করিনু অবিজ্ঞান। তার শান্তি দেখ এই গালে বিদ্যমান ৷ আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম । দুইদণ্ড চডায়েন নাহিক বিশ্রাম মোর পরিধান বস্ত্র করিলি নিন্দন । এই বলি গালে চডায়েন দুইজন ॥ গালে যত বাজিয়াছে অঙ্গুলির অঙ্গুরি। ভালমতে উত্তর করিতে নাহি পারি। এ লজ্জায় কাহার সম্ভাষা নাহি করি । গাল ভাল হৈলে সে বাহির হৈতে পারি। এতকথা অন্যত্র কহিতে যোগ্য নহে। বড় ভাগ্য হেন ভাই মানিনু হৃদয়ে ॥ ভাল শাস্তি পাইনু অপরাধ অনুৰূপে। এ নহিলে পডিতাম মহাঅন্ধকূপে। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয় । আনন্দে ভাসেন দামোদর মহাশয় ॥ সখার সম্পদে হয় সখার উল্লাস। দুইজনে হাসেন পরমানন্দ হাস। দামোদর স্বৰূপ বলেন শুন ভাই। এমত অন্তত দণ্ড দেখি শুনি নাঞি স্বপ্নে আসি শাস্তি করে আপন সাক্ষাতে আর শুনি নাই সবে দেখিন্ন তোমাতে ॥ হেনমতে দুই সখা ভাসেন সন্তোষে । রাত্রিদিন না জানেন কৃষ্ণকথারসে। হেন পুণ্ডরীক বিদ্যনিধির প্রভাব ইহারে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ ॥ পাদস্পর্শ ভয়েন করেন গঙ্গাস্নান। সভে গঙ্গা দেখেন করেন জলপান । এভক্তের নাম লএঃ গৌরাঙ্গ ঈশ্বর । পুণ্ডরীক