পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । " NEY কারণে। জিহা রসে দোষ শর্করার দোষ নাঞি । এই মত সৰ্ব্ব মিষ্ট চৈতন্য গে। সাঞি । সেই নবদ্বীপেত দেখিল সৰ্ব্বজনে তথাপিহ কেহ না জানিল ভক্ত বিনে। ভক্তের চিত্ত প্রভু হরে সৰ্ব্বথায় । বিহরয়ে নবদ্বীপে বৈকুণ্ঠের রায়। মোহিয়া স ভার চিত্ত প্রভু বিশ্বম্ভর। অগ্রজ লইয়া চলিলেন নিজঘর। মনে চিন্বয়ে অদ্বৈত মহাশয়। প্রাকৃত মানুষ কভু এ বালক নয়। সৰ্ব্ব বৈষ্ণবের প্রতি কছিল। অ দ্বৈত। কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত ॥ প্রসংশিতে লাগিলেন সব ভক্ত গণ। অপূৰ্ব্ব শিশুর রূপ লাৰন্য কথন। নামে মাত্র চলিলেন বিশ্বৰূপ ঘরে। পুন আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে । না ভাব সংসার মুখ বিশ্বৰূপ মনে। নির বধি থাকে কৃষ্ণ আনন্দ কীৰ্ত্তনে ॥ গৃহে আইলেও গৃহ ব্যভার না করে। নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে। বিবাহের উদ্যোগ করয়ে পিতা মাতা। শুনি বিশ্ব ৰূপ বড় পায় মনে ব্যথা । ছাড়িব সংসার বিশ্বৰূপ মনে ভাবে চলিবীণ্ড বনে মাত্র এই মনে জাগে ॥ ঈস্বরের চিত্ত বিত্ত ঈস্বর সে জানে। বিস্বৰূপ সন্ন্যাস করিল। কত দিনে ॥ জগতে বিদিত নাম শ্ৰীশঙ্করারণা। চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্র গণ্য। চলিলেন যদি বিস্বৰূপ মহাশয় ॥ শচী জগন্নাথ দগ্ধ হইল হৃদয় ॥ গে। ষ্ঠীসহ ক্ৰন্দন করয়ে উদ্ধ রায় । ভাইর বিরহে মুচ্ছাগেল। গৌর রায় । সে বিরহ বণিতে বদনে নাহি পারি। হইল ক্ৰন্দন ময় জগন্নাথপুরী ॥ বিশ্বৰূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ । অদ্বৈতাদি সভে বহু করিলা ক্রনন । উত্তম মধ্যম যে শুনিল নদীয়ায়। হেন নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায় । জগন্নাথ শচীর বিদীর্ণ হয় বুক । নিরন্তুর ডাকে বিস্বৰূপ বিস্বৰূপ ৷ পুত্ৰ শোক মিশ্রচন্দ্ৰ হইল। বিহ্বল। প্রবোধ করয়ে বন্ধু বান্ধব সকল ॥ স্থির হও মিশ্র কেন দুঃখ ভাব মনে । সৰ্ব্ব গোষ্ঠী উদ্ধা রিল সেই মহা জনে। গোষ্ঠীতে পুরুষ ঘর করয়ে সন্ন্যাস। ত্রিকোটি কুলের হয় ব্রবৈকুণ্ঠে বাস। হেন কৰ্ম্ম করিলেন নন্দন তোমার। সফল হইল বিদ্যা সকল তহিীর ॥ আননর বিশেষ আরো করিতে জুয়ায় । এত বলি সকলে ধরয়ে হাতে পায় ৷ এই কুল ভুষণ তোমার বিস্বম্ভর । এই পুত্ৰ তোমার হইবে বংশধর । ইহা হইতে সৰ্ব্ব দুঃখ ঘুচিবে তোমার। কোটি পুত্রে কি করিবে এ পুত্ৰ যাহার ॥ এই মতে সভে বুঝায়েন বন্ধুগণ। তথাপি মিশ্রের দুঃখ ন হয় খণ্ডন। যেতেমতে ধৈর্য্য করে মিশ্র মহাশয় । বিস্বৰূপ গুণ স্মরি ধৈর্য্য পাশরয়। মিশ্র বলে এই পুত্র রহিবেক ঘরে। ইহাতে প্রত্যয় মোর না হয় জন্তরে ॥ দিলেন ক্লা সে পুত্র নি লেন কৃষ্ণ সে । যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইল সেইসে ৷ স্বতন্ত্র জীবের তিলদ্ধেক শক্তি নাঞি । দেহেন্দ্রিয় কৃষ্ণ সমৰ্পিল তোম। ঠাঞি । এই মতে জ্ঞানযোগে মিশ্র মঙ্গ। ধীর। অপে২ চিত্ত বিত্ত করিলেন স্থির ॥ হেন মতে বিস্বৰূপ হইলা বাহির । নিত্যানন্দ স্বৰূপের অভেদ শরীর। যে শুনয়ে বিস্বৰূপ প্রভুর সন্ন্যাস। রুম ভক্তি হয় তার ছিণ্ডে কৰ্ম্ম পাশ ॥ বিশ্বৰূপ সন্ন্যাস শনিয়া ভক্তগণ । হরিষ বিষুদি সভে