পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । Nう○ লৌকিক দেখিয়া শিশুর সব কৰ্ম্ম । বিস্ময় ভাবেন কেহো নাহি জানে মৰ্ম্ম ॥ মধ্যে২ কোন জন বড় ভাগ্যবানে। পূর্বে কহি রাখিয়াছে জগন্নাথ স্থানে ॥ প্রাক্লত বালক কভু এ বালক নহে। যত্নকরি এ বালক রাখিহ হৃদয়ে। নিরবধি গুপ্ত ভাবে প্রভু কেলি করে। বৈকুণ্ঠ নায়ক দ্বিজ অঙ্গনে বিহরে ৷ পড়িতে পাইলা প্ৰভু বাপের আদেশ ৷ হইলেন মহা প্রভু আনন্দ বিশেষ। শ্রীচৈতন্য নিত্যনন্দচান্দ পহু জান । বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্ৰীআদিখণ্ডে যঠোহধ্যায়ঃ * । ৬। * ৷ জয়২ কৃপাসিন্ধু শ্ৰীগেীরসুন্দর। জয় জগন্নাথ শচী গৃহে শশোধর। জয় জয় নিত্যানন্দ স্বৰূপের প্রাণ। জয়২ সংকীৰ্ত্তন ধৰ্ম্মের নিধান ॥ ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয়ই । শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। হেন মতে মহ। প্রভু জগন্নাথ ঘরে। নিগুঢ়ে আছেন কেহো চিনিতে না পারে। বাল্য ক্রীড়া নাম যত হয় পৃথিবীতে। সকল খেলায় প্রভুকে পারে কহিতে ॥ বেদ দ্বারে ব্যক্ত হৈবে সকল পুরাণে । কিছু শেষে জানিব সকল ভাগ্যবানে ॥ এই মতে গেীর চন্দ্র বাল্য রসে ভোলা। যজ্ঞোপবিতের কাল আসিয়া মিলিলা ॥ যজ্ঞসুত্র পু ত্রেরে দিবারে মিশ্রবর। বন্ধুবৰ্গ ডাকিয়া আনিলা নিজ ঘর ॥ পরম হরিষে সভে আসিয়৷ মিলিলা । যার যেন যোগ্য কার্য্য করিতে লাগিলা ॥ স্ত্রীগণেতে জয় দিয়া কৃষ্ণ গুণ গায়। নটগণে মৃদঙ্গ সানাঞি বংশী বায়। বিপ্ৰগণে বেদ পড়ে ভাটে কায়বার । শচী গৃহে হইল আনন্দ অবতার ॥ যজ্ঞস্থত্র ধরিলেন ঐগেীর সুন্দর। শুভযোগসকল আইলশচী ঘর ॥ শুভমাস শুভদিন শুভক্ষণ করি। ধরিলেন যজ্ঞস্থত্র গে রাঙ্গ শ্ৰীহরি ॥ শোভিল শ্ৰীঅঙ্গে যজ্ঞস্থত্র মনোহর। সুক্ষৰূপে শেষে বা বে ঢিলা কলেবর ৷ হইল বামন ৰূপ প্ৰভু গৌরচন্দ্র। দেখিতে সভার বাড়ে পরম আনন্দ ৷ অপূর্ব ব্রহ্মণ্যতেজে দেখি সৰ্ব্বগণে । নর জ্ঞান আর কেহো নাহি করে মনে । হাতে দণ্ড কান্ধে বুলি শ্ৰীগৌর সুন্দর। ভিক্ষা করে প্রভু সব সেবকের ঘর যার ঘথা শক্তি ভিক্ষ সভাই সন্তোষে প্রভুর ঝুলিতে দিয়া নারীগণ হাসে । দ্বিজপত্নী ৰূপধরি ব্রহ্মাণী রুদ্রাণী। যত পতিব্ৰতা মুনিবর্গের গৃহিণী ॥ শ্ৰীবাম ন ৰূপ প্রভুর দেখিয়া সন্তোষে। সভেই কুলতে ভিক্ষা দিয়াং হীসে। প্রভুও করেন শ্ৰীবামন ৰূপ লীল। জীবের উদ্ধার লাগি এসকল খেলা ৷ জয় ২ শ্রীবামন ৰূপ গৌরচন্দ্র। দান দেহ হৃদয়ে তোমার পদদ্বন্দ ॥ যে শুনে প্রভুর যজ্ঞস্থত্রের গ্র হণ। সে পায় চৈতন্যচন্দ্র চরণে শরণ ॥ হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে । বেদের নিগুঢ় লীলারস ক্রীড়া করে। ঘরে সর্ব শাস্ত্রের বুঝিয়া সমীহিত। গোষ্ঠী মাঝে পড়িতে প্রভুর হৈলা চিত। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি। গঙ্গ। দাস পণ্ডিত যে হেন সান্দীপণি ॥ ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ববীত । তারঠাঞি পড়িতে প্রভুর সমীহিত বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর। পুত্র সঙ্গে গেল। গঙ্গাদাস বিপ্রঘর ॥ মিশ্র দেখি গঙ্গাদাস সংক্রমেউঠিলা ॥ আলিঙ্গন করি এক