পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্য ভাগবত । \גט লবণ আছিল যাতেষাতে। সৰ্ব্বচুর্ণ করিলেন ঠেঙ্গ লই হাতে ॥ ছোট বড ঘরে যত ছিল ঘট নাম। সব ভাঙ্গিলেন ইচ্ছাময় ভগবান ॥ গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ। তণ্ডল কাপাশ ধান্য লোণ বড়ি মুদগ। যতেক আছিল সিকা টানিয়া টানিয়া । ক্রোধাবেশে ফেলে প্ৰভু ছিণ্ডিয়া২ ॥ বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে । খানি২ করি চিরি ফেলে দুইকরে। সবভাঙ্গি আর যদি নাহি অবশেষ । তবে শেষে গৃহ প্রতি হৈল ক্রোধাবেশে ॥ দোহাতিয়া ঠেঙ্গা পাড়ে গৃহের উপরে। হেনজন নাহি যে নিষেধ কেহ করে । ঘরদ্বার ভাঙ্গি শেষে বৃক্ষেরে দেখিয়া । তাহার উপরে ঠেঙ্গ পাড়ে দোহাতিয়া । তথাপিও ক্রোধাবেশে ক্ষমা, নাহি হয় । শেষে পৃথিবীতে ঠেঙ্গা নাহি সমুচ্চয় ॥ গৃহের একান্তে আই সশঙ্কত হৈয়া। মহ। ভয়ে আছেন যে হেন লুকাইয়া ধৰ্ম্ম সংস্থাপক প্ৰভু ধৰ্ম্ম সনাতন ৷ জননীরে হস্ত নাহি তোলেন কখন এতাদৃশ ক্রোধাবেশে আছেন বাঞ্জিয়া । তথাপিও জননীরে নামরিল গিয় ॥ সকল ভাঙ্গিয়া শেষে আসিয়া অঙ্গনে | গাড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে ॥ শ্ৰীকনক অঙ্গ হৈল বালুক বেঠিত। সেই হৈল: মহ শোভা অকথ্য রচিত। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া । স্থির হই রহি লেন শয়ন করিয়া । সেইমতে দৃষ্টি কৈলা যোগ নিদ্রা প্রতি। পৃথিবীতে মুতি আছে বৈকণ্ঠের পতি ॥ অনন্তের ঐবিগ্রহে যাহার শয়ন । লক্ষী যার পাদপদ্ম সেবে অনুক্ষণ ॥ চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে । সে প্রভু যায়েন নিদ্র। শচীর অঙ্গনে। অনন্ত ব্ৰহ্মাণ্ড যার লোমকুপে ভাসে। স্বষ্টি স্থিতি প্রলয় করয়ে যার দাসে । ব্রহ্ম। শিব আদি মত্ত যারগু৭ধ্যানে। হেন প্রভু নিদ্রা যায় শচীর অঙ্গনে ॥ এইমত মহাপ্রভু স্বাক্ষ্মভাব রসে । নিদ্রযায় দেখি সৰ্ব্বদেবে কান্দে হাসে । কতক্ষণে শচী দেবী মাল আনাইয়া। বিষ্ণু পূজিবার সজ্জা প্রত্যক্ষ করিয়৷ ॥ ধীরে২ পুত্রের ঐঅঙ্গে হস্ত দিয়া । ধূলা ঝাড়ি তুলিতে লাগিল মাতা গিয়া। উঠ২ বাপ মোর হের মালা ধর। আপন ইচ্ছায় গিয়া বষ্ণু পূজা কর । ভাল হৈল যতবাপ ফেলিলা ভাঙ্গিয় । জাউক সকল তোমার নিছনি লইয়া ৷ জননীর বাক্য শুনি শ্ৰীগের সুন্দর। চলিল করিতে স্নান লজ্জত অন্তর। এথা শচী সৰ্ব্ব গৃহ করি উপস্কার। রন্ধনের উদযোগ লাগি লা করিবার ॥ যদ্যপিও প্রভু এত করে অপচয় । তথাপি শচীর চিত্তে কৃঃখ নাহি হয় ৷ কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে । যশোদা যে সহিলেন গোকুল নগরে ৷ এইমত গৌরাঙ্গের যত চাঞ্চল্যত সহিলেন অনুক্ষণ শট জ গন্মাত ॥ ঈশ্বরের ক্রীড়াজানি কহিতে কতেক । এইমত চঞ্চলত করেন যতেক ॥ সকলু সহেন আইকীয় বাক্যমনে । হইলেন তাই যেন পৃথিবী আপনে ॥ কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গাস্নান । গৃহে আইলেন ক্রীড়াময় ভগবান ॥ বিষ্ণু পূজা করি তুলসীরে জল দিয়া। ভোজন করিতে প্রভু বসিলেন গিয় ॥ ভোজন করিয়া প্ৰভু