পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&» 하前 S হৈল হৃষ্টমন। হাসিয়া করেন প্ৰভু তামুল চৰ্ব্বণ ধীরেং তবে আই বলিতে ল গিলা। এত অপচয় বাপ কিকার্য্যে করিলা ॥ঘরদ্বার দ্রব্য যত সকল তোমার। অ পচয় তোমার সে কিদায় আমার। পড়িবারে তুমি এবে এখনি যাইব। ঘরেত সম্বল নাহি কালি কি খাইবা । হাসে প্রভু জননীর শুনিয়া বচন। প্রভুবোলে রু ষ্ণপোষ্য করিবে পালন। এতবলি পুস্তক লইয়া প্রভুকরে। সরস্বতী পতি চলিলেন পড়িবারে। কতক্ষণে বিদ্যারস করি আস্বাদন। জাহ্লবীর তীরে আইলা শচীর নন্দ ন। কতক্ষণ থাকি প্রভু জাহ্লবীরতীরে। তবে পুন আইলেন আপন মন্দিরে। জ ননীরে ডাকদিয়া আনিয়া নিভৃতে। দিব্য স্বর্ণ তোলা দুই দিল তানহাতে ॥ দেখ মাত৷ কৃষ্ণ এই দিলেন সম্বল। ইহা ভাঙ্গাইয়া ব্যয় করহ সকল। এতবলি মহাপ্ৰভু চলি ল। শয়নে। পরম বিস্মিত আই মনে২ গুণে ॥ কোথাহৈতে সুবর্ণ আনয়ে বারব। র। পাছে কোন প্রমাদ ঘটায় জানিঅরি। যেইমাত্র সম্বল সঙ্কোচ হয় ঘরে। সেই এ ই মত সোনা আনে বারে২ ৷ কিবা ধার করে কিবা কোন সিদ্ধিজানে। কোনৰূপে কা র সোণ আনেবা কেমনে ॥ মহা অকৈতব অাই পরম উদার। ভাঙ্গাইতে দিতেও ড রায় বারবার। দশঠাঞি পাচঠাঞি দেখাইয়া আগে । লোকে দেখাইয়া আই ভাঙ্গ৷ য়েন তবে । হেনমতে মহাপ্রভু সৰ্ব্ব সিদ্ধেশ্বর। গুপ্তভাবে আছে নবদ্বীপের ভিতর ॥ নাছাডেন গ্ৰহন্তে পুস্তক একক্ষণ। পডেন গোষ্ঠিতে যেন প্রত্যক্ষ মদন ॥ ললা টে শোভয়ে উদ্ধ তিলক সুন্দর। শিরে ঐচাচর কেশ সৰ্ব্ব মনোহর ॥ স্কন্ধে উ পৰীত ব্রহ্মতেজ মূৰ্ত্তিমন্ত । হাস্যময় ক্রমুখ প্রসন্ন দিব্যদন্ত ॥কিবাসে অদ্ভূত ছুই কম ল নয়ন। কিবা সেই অপৰূপ ত্রিকচ্ছ বসন ॥ যেই দেখে সেই একদৃষ্টে ৰূপচায় ॥ হেননাহি ধন্যধন্য বলিয়ে না যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর। শুনি য়। গুরুর হয় সন্তোষ প্রচুর । সকল সভীর মধ্যে আপনে ধরিয়া । বসায়েন গুরুস র্বপ্রধান করিয়া। গুরুবোলে বাপ তুমি মনদিয়া পড় । ভট্টাচাৰ্য্য হৈব তুমি বলিলাম দঢ় ॥ প্রভু বোলে তুমি আশীৰ্ব্বাদ কর যারে। ভট্টাচাৰ্য্য পদ কোন চুল্ল ভ তাঁহারে । যাহারে যে জিজ্ঞাসেন শ্ৰীগেীরসুন্দর। হেন নাহি পড়য়া যে দি বেক উত্তর । আপনি করেন তবে স্বত্রের স্থাপন। শেষে আপনার ব্যাখ্যা ক রেল খণ্ডন ॥ কেহে যদি কোন ৰূপে না পারে স্থাপিতে। তবে সেই বাiথ্য প্রভু করেন স্কুরীতে। কিবা স্নানে কিভোজনে কিবা পর্যাটনে। নাহিক প্রভুর আর চেষ্ট শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর বিদ্যা রসে। প্রকাশ না করে জগতের দীন দোষে । হরি ভক্তি শূন্য হৈল সকল সংসার । অসৎ সঙ্গ অসৎ পথ বহি নাহি অীর ॥ নানাৰূপে পুত্রাদির মহোৎসব করে। দেখ গহ ব্যতিরিক্ত । আর নাহি ফুরে। মিথা মুখে দেখি সব লোকের আচার। য়ে বৈষ্ণবগণ দুঃখিত অপার ॥ কৃষ্ণবলি সৰ্ব্বগণে করেন ক্ৰন্দন । এসব জীবেরে কৃপা কর ন রায়ণ ॥ হেন দেহ পাইয়া কৃষ্ণেতে নাহি মতি । কতকাল গিয়া আর ੋ

  • .