পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 8X দুৰ্গতি। যে নর শরীরলাগি দেবে কাম্য করে । তাহ ব্যর্থ যায় ব্যর্থ মুখের বিহারে। কৃষ্ণ যাত্রা মহোৎসব পৰ্ব্ব নাহি করে । বিবাহাদি কৰ্ম্মলাগি শ্রম করি মরে ৷ তোমার সে জীবে কৃষ্ণ তুমিসে রক্ষিতা। কি বলিব আমরা তুমিত সৰ্ব্ব পিত। এইমত ভক্তগণ সভার কুশল। চিন্তেন গায়েন কৃষ্ণচন্দ্রের মঙ্গল ৷ বি দ্যারস করে গৌরচন্দ্র ভগবান | এখনে শুনহ নিত্যানন্দের আখ্যান । শ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি আদিখণ্ডে মিশ্রচন্দ্র পরলোক সপ্তমোহধ্যায়ঃ ॥ ৭ ॥ জয়২ শ্ৰীকৃষ্ণ চৈতন্য কৃপাসিন্ধু । জয়২ নিত্যানন্দ অগতির বন্ধু ৷ জয়াদ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ। জয় ক্রনিবাস গ দাধরের নিধান। জয় জগন্নাথ শচীপুত্র বিশ্বম্ভর। জয়২ ভক্তবৃন্দ প্রিয় অনুচর। পূৰ্ব্বে প্রভু শ্ৰীঅনন্ত কৃষ্ণের আজ্ঞীয়। রাঢ়ে অবতীর্ণ হইয়াছেন লীলায়। হাডে। ওঝা নামে পিতা মাতা পদ্মাবতী। একচাকানামে গ্রাম গৌড়েশ্বর যথি ॥ শিশু হইতে সুবুদ্ধি সুস্থির গুণবান। জিনিয়া কন্দৰ্প কোটি লাবণ্যের ধাম। সেই হৈতে রাঢ়ে হইল সৰ্ব্ব সুমঙ্গল । তুর্ভিক্ষ দরিদ্র দোষ খণ্ডিল সকল। যে দিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র । রাঢে থাকি হুঙ্কার করিলা নিতানন্দ ॥ অনন্ত ব্রহ্মা ও ব্যাপি হইল হুঙ্কার। মূৰ্চ্ছাগত হৈল যেন সকল সংসার । কতলোক বলি লেক হইল বজপাত। কতলোক মানিলেক পরম উৎপাত। কতলোকে বলি লেক জানিল কারণ । গৌড়েশ্বর গোসাঞির হইল গৰ্জ্জন ॥ এইমত সৰ্ব্বলোক নানা কথ। গায় । নিত্যানন্দে কেহো নাহি চিনিল মায়ায় ॥ হেনমতে আপন৷ লুকাএ। নিত্যানন্দ । শিশুগণ সঙ্গে খেল করেন আনন্দ ॥ শিশুগণ সঙ্গে নিত্যানন্দ ক্রীড়া করে। শ্ৰীকৃষ্ণের কার্য্য বিন আর নাহি ক্ষুরে ॥ দেবসভ করে ন মিলিয়। শিশুগণ। পৃথিবীর রূপে কেহো করে নিবেদন । তবে পৃথ্বী লঞ সভে নদী তীরে যায়। শিশুগণ মেলি স্তুতি করে উদ্ধরায় ॥ কোনে শিশু লুক। ইয়া উদ্ধ করি বোলে। জন্মিবাঙ আমি গিয়া মথুরা গোকুলে। কোন দিন নি শাভাগে শিশুগণ লৈয় । বসুদেব দেবকীর করাঁয়েন বিয়া ॥ বন্ধি ঘর করিয়া অত্যন্ত নিশাভাগে । কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে । গোকুল স্বজিয়। BB BBBB BBBB S BBBBS BBBBBS BBBS BBB S SBBBB Bg সাজায়েন পূতনার রূপে । কেছে৷ স্তনপান করে উঠি তার বুকে । কোন দিন শি শুসঙ্গে নল খড়ি দিয়। শকট গডিয়া তহি। ফেলেন ভাঙ্গিয় ॥ নিকটে বসয়ে যত গোয়ালার ঘরে। অলক্ষিতে শিশুসঙ্গে গিয়া চুরি করে। র্তারে ছাডি শি শুগণ নাহি যায় ঘরে। রাত্রিদিন নিত্যানন্দ সংহতি বিহরে । যাহার বালক তার কিছু নাহি বোলে । সভে স্নেহ করিয়া রাখেন লঞা কোলে ॥ সভে বলে নাহি দেখি হেনমত খেলা। কেমতে জানিল শিশু এত ক্লষ্ণলীলা । কোনদিন পত্রের গ ১fড়য়া নাগগণ । জলে যায় লইয়। সংহতি শিশুগণ ॥ ঝাপদিয় পড়ে কেহে অ