পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? 9 ७माण] S সম্ভাষ ভাল না করিলা কেনে। পুত্রের ইঙ্গীত পাই শচী হরষিতা। আরদিনে বিপ্ৰে আনি কহিলেন কথা। শচী বোলে বাপ কালি যে কহিলা তুমি । শীঘ্র তাছা করহ বলিল এই আমি। আইর চরণ ধূলী লইল ব্রাহ্মণ। সেইক্ষণে চলিলেন বল্লভ ভবন ॥ বল্লভ আচার্য দেখি সংক্রমে তাহানে। বহু মান্য করি বসাইলেন আসনে ॥ আচাৰ্য্য বলেন শুন আমার বচন। কন্যা বিবাহের এবে কর সুলগণ। মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর। পরম পণ্ডিত সৰ্ব্বগুণের ਸ` গর ॥ তোমার কন্যার যোগ্য সেই মহাশয়। কহিলাম কর যদি চিত্তে হেন লয়। শুনিয়া বল্লভাচার্য্য বলেন হরিষে। সেহেন কন্যার পতি মিলি ভাগ্যবশে কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমারে। অথবা কমলা গৌরী সন্তুষ্ট কন্যারে। তবে সে সে হেন আসি মিলিবে জামাত । অবিলম্বে তুমি ইহা করহ সৰ্ব্বথা ॥ সবে এক বচন বলিতে লজ্জ পাই। আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাঞি কন্য মাত্র দিবপঞ্চ হরিতকী দিয়া । এই অী জ্ঞা সবে তুমি আনিবে মাগিয়া ॥ বল্লভাচা র্য্যের বাক্য শুনিয়া আচাৰ্য্য ! সন্তোষে আইল সিদ্ধিকরি সব কার্য্য । সিদ্ধি কথা আসিয়া কহিলা আই স্থানে। সকল হইল কাৰ্য্য কর শুভক্ষণে ॥ আপ্তগণ শুনি সভে হরষিত হৈলা। সভেই উদযোগ আসি করিতে লাগিলা ॥ অধিবাস লগ্ন করিলেন শুভদিনে। মৃত্যগীত নানাবাদ্য গায়ে নটগণে ॥ চতুর্দিগে বিপ্রগণ করে বেদধনি। মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি ॥ ঈশ্বরেরে গন্ধমাল দিয়া শু ভক্ষণে। অধিবাস করিলেন আপ্তবর্গ গণে ॥ দিব্যগন্ধ চন্দন তামুল মাল দিয়া । ব্রাহ্মণগণেরে তুষিলেন হৃষ্ট হৈয়া । বল্লভ আচাৰ্য আসি যথাবিধি ৰূপে। অধিবাস করাইয় গেলেন কৌতুকে । প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান। পিতৃগণে পূজি লেন করিয়া সন্মান ॥ নৃত্যগীতে বাদ্যে মহা উঠিল মঙ্গল । চতুর্দিগে লেহু দেহ শুনি কোলাহল । কতবা মিলিল আসি পতিব্ৰতগণ। কতেক বা ইষ্ট মিত্র ব্রা ক্ষণ সজ্জন ॥ খই কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া । স্ত্রীগণেরে আই তুষিলেন হর্ষপঞিা। দেবগণ দেব বধূগণ নর রূপে। প্রভুর বিবাহে আসিয়াছেন কৌতু কে। বল্লভ আচাৰ্য্য এইমত বিধিক্রমে। করিলেন দেব পিতৃকাৰ্য্য হর্ষ মনে ॥ তবে প্রভু শুভক্ষণে গোধলী সময়ে। যাত্রা করি আইলেন আচার্য্য অালয়ে ॥ প্রভু আইলেন মাত্র আচার্য গোষ্ঠী সনে। আনন্দ সাগরে মগ্ন হৈল সভে মনে । সংক্রমে আসন দিয়া যথাবিধি ৰূপে। জামাতারে বরিলেন পরম কৌতুকে । তবে সৰ্ব্ব অলঙ্কারে করিয়া ভূষিত। লক্ষ্মীকন্যা আনিলেন প্রভুর সমীপ । হরিদ্বনি সৰ্ব্বলোকে লাগিলা করিতে। তুলিলেন প্রভুরে ধরিয়া পৃথ্বী হৈতে ॥ তবে লক্ষী প্রদক্ষীণ করি সাতবার। জোড়হন্তে রছিলেন করি নমস্কার । তবে শেষে হইল পুষ্প ফেলাফেলী। লক্ষ্মী নারায়ণ দোহে মহা কুতূহলী । দিব্যমাল দিয়া লক্ষ্মী