পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। एवं च।] ं & @Nう শেষে ॥ যদি কেহ দেখে প্রভু আইসেন দুরে । সভে পলায়েন ফাকি জিজ্ঞাসের ডরে। ক্লফ কথা শুনিতে সে সতে ভালবাসে। ফাকিবিন প্রভু কৃষ্ণ কথা না জি জ্ঞাসে। রাজ পথে প্রভু আইসেন একদিন। পড়ুয়ার সঙ্গে মহা উদ্ধতের চিন । মুকুন্দ যায়েন গঙ্গাস্নান করিবারে। প্ৰভু দেখি আড়ে পলাইল কত দুরে। দে খি প্রভু জিজ্ঞাসেন পড়য়ার স্থানে। এবেটা আমারে দেখি পলাইল কেনে ॥ প ডুয়া সকলে বলে নাজানি পণ্ডিত। আর কোন কার্যে বা চলিলা কোন ভীত । প্রভু বোলে জানিলাম যে লাগি পলায়। বহিষ্ণুখ সম্ভাষা করিতে না জুয়ায় । এবেটা পড়য়ে যত বৈষ্ণবের শাস্ত্র। পাজিবৃত্তি টীকা আমি বাখানি যে মাত্র। অমির সম্ভাষে নাহি কৃষ্ণের কথন। অতএব আমাদেখি করে পলায়ন ॥ সন্তে৷ ষে পাড়েন গালী প্রভু মুকুন্দেরে। ব্যপদেশে প্রকাশ করেন আপনারে। প্ৰভু বে। লে অারে বেট কত দিন থাক। পলাইলে কোথা মোর এড়াইবে পাক। হাসি বলে প্রভু আগে পড়ে। কত দিন । তবেসে দেখিবে মোর বৈষ্ণবের চিন। এমন বৈষ্ণব মুঞি হইমু সংসারে । অজ ভব আসিবেক আমার দুন্নারে । শুন ভাই সব এই আমার বচন। বৈষ্ণব হইব মুঞি সৰ্ব্ব বিলক্ষণ ॥ আমারে দেখিয়া যে যে সকলে পলায়। তাহারাও যেন মোরগুণ কীৰ্ত্তি গায়। এতেক বলিয়া প্রভু চ লিলা হাসিতে। ঘরে গেল নিজ শিষ্যগণের সহিতে। এইমত রঙ্গ করে রৈকুণ্ঠের রায় । কে তানে জানিতে পারে যদি না জানায় ॥ হেন মতে ভক্তগণ নবদ্বীপে বৈসে। সকল নদীয়া মত্তধন পুত্র রসে শুনিলেই কীৰ্ত্তন করমে পরিহাস। কেহ বলে যত পেট ভরিবার আশ ॥ কেহ বলে জ্ঞানযোগ এড়িয়া বিচার। উদ্ধেতের প্রায়নৃত্য কোন ব্যবহার ॥ কেহে বলে কতৰূপ পড়িলে ভাগবত । নাচিব কান্দিব হেন না দেখিলো পথ ॥ ঐবাস পণ্ডিত চারি ভাইর লাগিয়া। নিদ্রনাহি যাই ভাই ভোজন করিয়া ॥ ধীরে২ ক্লঞ্চ বলিলে কি পুণ্য নহে। নাচিলে গাইলে ডাক ছাড়িলে কি হয়ে ৷ এইমত যত পাপ পাষণ্ডীরগণ । দেখিলে বৈষ্ণুবে মাত্র করে সংকথন। শুনিয়া বৈষ্ণব সব মহাদুঃখ পায়। কৃষ্ণবলি সভেই কান্দেন উচ্চরায়। কতদিনে এসব দুঃখের হইব নাশ । জগতেরে কৃষ্ণচন্দ্র করহ প্রকাশ সকল বৈষ্ণব মেলি অদ্বৈতের স্থানে। পাষণ্ডীর বচন করেন নিবেদনে ॥ শুনিয়া অদ্বৈত হয় ক্রোধ অবতার। সংহারিমু সকল বলি করয়ে হুঙ্কার ॥ আসিতে ছে এই মোর প্রভু চক্ৰধর। দেখিবা কি হয় এই নদীয় ভিতর ॥ করাইব কৃষ্ণ সৰ্ব্ব নয়ন গোচর। তবেসে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর ৷ আর দিনকত গিয়া থাক ভাইসব এথাই পাইবা সভে কৃষ্ণ অনুভব ॥ অদ্বৈতের বাক্যে সব ভাগ বতগণ । দুঃখ পাসরিয়া সব করেন কীৰ্ত্তন। উঠিল কৃষ্ণের নাম পরম মঙ্গল। অদ্বৈত সহিত সত্তে হইল বিহ্বল। পাষণ্ডীর বাক্য জ্বালা সব গেল দুর। এই