পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©8 চৈতন্যভাগবত । মত আনন্দিত নবদ্বীপ পুর। অধ্যয়ন মুখে প্রভু বিশ্বম্ভর রায়। নিরবধি জন নীর আনন্দ বাঢ়ায়। হেনকালে নবদ্বীপে শ্ৰীঈশ্বরপুরী। আইলেন অতি অল ক্ষিত বেশ ধরি। কৃষ্ণরসে পরম বিহবল মহাশয় । একান্ত কৃষ্ণের প্রিয় অতি দয়াময় ৷ তান বেশে তারে কেহ চিনিতে নাপারে। দৈবে গিয়া উঠিলেন অ দ্বৈত মন্দিরে। যেখানে অদ্বৈত সেবা করেন বসিয়া। সম্মুখে বসিলা বড় সঙ্কো চিত হইয়। বৈষ্ণবের তেজ বৈষ্ণবেরে না লুকায়। পুনপুন অদ্বৈত তাহান পানে চায়। অদ্বৈত বলেন বাপ তুমি কোনজন। বৈষ্ণব সন্ন্যাসি তুমি হেন লয় মন। বলেন ঈশ্বরপুরি আমি খুদ্রাধম। দেখিবারে আইলাম তোমার চরণ ॥ বুঝিয় মুকুন্দ এক কৃষ্ণের চরিত। গাইতে লাগিলা অতি প্রেমের সহিত। যেই মাত্ৰ শুনিলেন মুকুন্দের গীত। পড়িলা ঈশ্বরপুরী ঢলী পৃথিবীত ৷ নয়নেরজলে অন্ত নাহিক তাহান। পুনঃপুন ৰাড়ে প্রেম ধারার প্রয়ান। আস্তেব্যন্তে অদ্বৈত ধরিয়া কৈলা কোলে । সিঞ্চিত হইল অঙ্গ নয়নের জলে ॥ সম্বরণ নহে প্রেম পুনঃপুনঃ বাঢ়ে। সন্তোষে মুকুন্দ উচ্চকরি শ্লেীক পড়ে। দেখিয়া বৈষ্ণব সব প্রে মের বিকার। অতুল আনন্দ মনে জন্মিল সভার। পাছে সভে জানিলেন ঐঈ শ্বর পুরী। প্রেম দেখি সভেই সঙরে হরি২ ৷ এইমত ঈশ্বরপুরী নবদ্বীপ পুরে। অলক্ষিতে বুলেন চিনিতে কেহ নারে । দৈবে একদিন প্রভু শ্ৰীগের মুন্দর। পড়৷ ইয়া আইসেন আপনার ঘর ॥ পথে দেখা হইল ঈশ্বরপুরী সনে। ভূত্য দেখি প্রভু নমস্করিলা আপনে । অতি অনিৰ্ব্বচনীয় ঠাকুর সুন্দর। সৰ্ব্বমতে সৰ্ব্ব বিল ক্ষণ গুণধর ॥ যদ্যপিও তানমৰ্ম্ম কেহ নাহি জানে | তথাপি সাধস হই দেখে সৰ্ব্বজনে। চাহেন ঈশ্বরপুরী প্রভুর শরীর। সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। জিজ্ঞাসেন তোমার কিনাম বিপ্রবর। কিপুথি পড়াও পড় কোন স্থানে ঘর ॥ শে ষে সভে বলিলেন নিমঞি পণ্ডিত। তুমি সেই বলিয়া বড় হইলা হৰ্ষিত ॥ ভিক্ষ নিমন্ত্রণ প্রভু করিলা তাহানে। মহাদরে গৃহে লই চলিলা আপনে ॥ কৃষ্ণের নৈবেদ্য আই করিলেন গিয়া। ভিক্ষা করি কিষ্ণ গৃহে বসিল আসিয় । কৃষ্ণে র প্রস্তাব তবে করিতে লাগিল । কহিতে কৃষ্ণের কথা বিহবল হইলা ॥ দেখিয়। প্রেমের ধারা প্রভুর সন্তোষ। না প্রকাশে অীপনা লোকের দিন দোষ। মাস কত গোপীনাথ আচার্যের ঘরে । রহিলা ঈস্বরপুরী নবদ্বীপ পুরে ॥ স ভে বৰ্ড উল্লাষিত দেখিতে তাহানে। প্রভুও দেখিতে নিত্য চলেন আপনে ॥ গদ' ধর পণ্ডিতের দেখি প্ৰেমজল বড় প্রীত বাসে তানে বৈষ্ণব সকল ॥ শিশুহৈতে সংসারে বিরক্ত বড় মনে । ঈশ্বরপুরীও স্নেহ করেন তাহানে। গদাধর পণ্ডি তের আপনার ক্লত । পুথি পড়ায়েন নাম কৃষ্ণলীলামৃত । পড়াইয়া পড়িয় ঠাকুর সন্ধ্যাকালে। ঈশ্বরপুরীরে নিত্য নমস্কার চলে। প্ৰভু দেখি শ্ৰীঈশ্বর