পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ আদ্য খণ্ড কহি তত্ব। আমা হৈতে হয় তোর গঙ্গার মহত্ব। ত্রধর বলেন ওহে পণ্ডিত নিমাঞি । গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই ৷ বয়েস বাড়িলে লোক কোথ৷ স্থির হয় । তোমার চাঞ্চল্য আর দ্বিগুণ বাঢ়য় ॥ এইমত শ্ৰীধরের সঙ্গে রঙ্গ করি । আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ প্রহর । বিষ্ণু, দ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। চলিলা পড়য়াবর্গ যার যথা ঘর। দেখি প্ৰভু পেৰ্ণমাসী চান্দের উদয়। বৃন্দ বন চন্দ্র ভাব হইল হৃদয় । অপুৰ্ব্ব মুরলী দ্বনি লাগিলা করিতে। আই বিন কেহ আর না পায় শুনিতে। ত্রিভুবন মোহন মুরলী শুনি আই। আনন্দমগণে মুচ্ছ গেল। সেই ঠাঞি ক্ষণেকে চৈত্যন পাই স্থির করি মন । অপূৰ্ব্ব মুরলী ধনি করেন শ্রবণ ॥ ষে থানে বসিয়াছেন গৌরাঙ্গ সুন্দর। সেই দিগে শুনেন মুরলী মনোহর। অন্তত শুনিয়া আই আইলা বাহিরে। দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে । অীর নাহি পায়েন শুনিতে বংশীনাদ । পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাদ । পুত্র বক্ষে দেখে চন্দ্রমণ্ডল সাক্ষাতে। বিস্মিত হইয়া আই চাহে চরি ভিতে ॥ গৃহে আই বসি গিয়া লাগিল৷ চিন্তিতে। কি হেতু নিশ্চয় কিছু না পারে বুঝিতে। কত এইমত ভাগ্যবতী শচী আই। যত দেখে প্রকাশ তাহার অন্ত নাঞি । কোন দিন নিশাভাগে শচী আই শুনে । গীতবাদ্য যন্ত্র বায় কত শত জনে ॥ বহু বিধ মুখবাদ্য নৃত্য পদতলে । যেন মহা রাসক্রীড়া শুনেন বিশাল ॥ কোন দিন দেখে সৰ্ব্ব বাড়ি ঘরদ্বার। জ্যোতিৰ্ম্ময় বহি কিছু না দেখয়ে আর ॥ কোন দিনে দেখে অতি দিব্য নারীগণ । লক্ষী প্রায় সভে হস্তে পদ্ম বিভূষণ ॥ কোন দিন দেখে জ্যোতিৰ্ম্ময় দেবগণ। দেখি পুন আর নাহি পায় দরশন। আইর এসব দৃষ্টি কিছু চিত্র নহে। বিষ্ণুভক্তি স্বৰূপিনী যাঁরে বেদে কহে। আই যারে সকৃত করেন দৃষ্টি পাতে। সেই হয় অধিকারী এসব দেখিতে ॥ হেনমতে শ্ৰীগেীর সুন্দর বনমালী। আছে গুঢ়ৰূপে নিজানন্দে কুতূহলী । যদ্যপি আপন প্রভু এতেক প্রকাশে। তথা পিও চিনিতে না পারে কোন দাসে। হেন সে উদ্ধত প্রভু করেন কৌতুকে । তেমত ঔদ্ধত্য আর নাহি নবদ্বীপে। যখনে যেৰূপে লীলা করেন ঈশ্বর। সেই সৰ্ব্ব শ্ৰেষ্ঠ তার নাহিক সোসর। যুদ্ধলীলা প্রতি ইচ্ছা উপজে যখন। অস্ত্রশিক্ষা বীর আর না থাকে তেমন। কামলীলা করিতে যখন ইচ্ছা হয়। লক্ষাৰ্ব্বদ বনিত যে করেন বিজয় ॥ ধন বিলসিতে বা যখন ইচ্ছা হয়। প্রজার ঘরেতে হয় নিধি কোটিময় ॥ এমন উদ্ধত গেীরচন্দ্র যে এখনে । এই প্রভু বিরক্ত ধৰ্ম্ম লভিলা যখনে ॥ সে বিরক্ত ভক্তির কণা নাহি ত্রিভুবনে। অন্যে কি সন্তবে তাহ ব্যক্ত সৰ্ব্বজনে ॥ এমত ঈশ্বরের সৰ্ব্ব শ্রেষ্ঠ কৰ্ম্ম সবে সেবকেরে হারে সে তাহান ধৰ্ম্ম ॥ একদিন প্রভু আইসেন রাজ পথে। সাত পাচ পড়ুয়া প্রভুর চরি ভিতে ॥ ব্যবহারে রাজযোগ্য বস্ত্র পরিধ। ন। অঙ্গে পীত বস্ত্র শোভে কৃষ্ণের সমান। অধরে তাম্বল কোটিচন্দ্র ক্রবন্ধন।