পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ჯ6* দিলা । যার দৃষ্টিপাতে মাত্রে হয় বিষ্ণু ভক্তি। দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি। পাই সরস্বতীর সাক্ষাৎ বরদান। সংসার জিনিয়া বিষ্ণু বুলে স্থানে স্থান ॥ সৰ্ব্ব শাস্ত্র জিহবায় আইসে নিরন্তর । হেন নাহি জগতে যে দিবেক উত্তর ॥ যার কথা মাত্র নাহি বুঝে অন্যজনে। দিগ্বিজয়ী হই বুলে সৰ্ব্ব স্থানে স্থানে ॥ শুনি লেক বড নবদ্বীপের মহিমা | পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা ॥ পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই। সভাজিনি নবদ্বীপে গেল দিগ্বিজয়ী ॥ প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়। মহা ধনি উপজিল সৰ্ব্ব নদীয়ায় ৷ সৰ্ব্বরাজ্য দেশ জিনি জয় প ত্ৰী লই । নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী ॥ সরস্বতীর বরপুত্ৰ শুনি সৰ্ব্ব জনে। পণ্ডিত সভার বড় চিন্ত হইল মনে ॥ জম্বুদ্বীপে যত অাছে পণ্ডিতের স্থান। সভা জিনি নবদ্বীপ জগতে বাখান ॥ হেন স্থান দিগ্বিজয়ী যাইব জিনি য়। সংসারে প্রতিষ্ঠা হবে ঘুষিবে শুনিয়া । যুঝিতে বা কার শক্তি আছে তার সনে। সরস্বতী বর যারে দিলেন আপনে ॥ সরস্বতী বক্তা যার জিহবায় আপনে। মনুষ্য কি বাদে কভু পারে তার সনে ॥ সহস্র২ মহামহা ভট্টাচাৰ্য । সভে এই চিন্তেন ছাড়িয়া সৰ্ব্ব কাৰ্য ৷ চতুর্দিগে সভেই করেন কোলাহল। বুঝিবাঙ এই বার যত বিদ্যবিল। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে কহিলেন নিজ গুরু গেী রাঙ্গের স্থানে ॥ এক দিগ্বিজয়ী সরস্বতী বস করি। সৰ্ব্বত্র জিনিয়া বুলে জয় প ত্রী ধরি ॥ হস্তি ঘোড। দোল লোক অনেক সংহতি। সংপ্রতি আসিয়া হইল নবদ্বীপে স্থিতি ॥ নবদ্বীপে আপনার প্রতিদন্ধি চায়। নহে জয় পত্রী মাগে সকল সভায় ॥ শুনি শিষ্যগণের বচন গৌরমণি । হাসিয়া কহিতে লাগিলেন তত্ব ৰাণী ॥ শুন ভাই সব এই কহি তত্ব কথা। অহঙ্কার না সহেন ঈশ্বর সৰ্ব্বথা ॥, যে যে গুণে মত্ত হই করে অহঙ্কার। অবশ্ব ঈশ্বর তাহ করেন সংহার। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন ! নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ ॥ হৈহয় নহুষ বান নরক রাবণ । মহা দিগ্বিজয়ী শুনিয়াছ যেযে জন। বুঝি দেখ কারগৰ্ব্ব চুৰ্ণ নাহি হয়। সৰ্ব্বদ। ঈশ্বর অহঙ্কার না সহয় ৷ এতেকে তাহার যত বিদ্যা অহঙ্কার । দেখিবে এথাই স ব হইব সংহার। এত বলি হাসি প্রভু শিষ্যগণ সঙ্গে। সন্ধ্যাকালে গঙ্গাতরে চলি লেন রঙ্গে ॥ গঙ্গা জলস্পর্শ করি গঙ্গা নমস্করি। বসিলেন গঙ্গাতীরে গৌরাঙ্গ স্ত্র) হরি ॥ অনেক মণ্ডলী হই সৰ্ব্বশিষ্যগণ বসিলেন চতুর্দিগে পরম শোভন ॥ ধৰ্ম্ম কথা শাস্ত্র কথা অশেষ কৌতুকে । গঙ্গাতীরে বসিয়া আছেন প্রভু সুখে ॥ কাহ। কে না কহি মনে ভাবেন ঈশ্বরে । দিগ্বিজয়ী জিনিবাঙ কেমন প্রকারে ৷ এবিপ্রের হইয়াছে মহ। অহঙ্কার। জগতে আমার সম দ্বন্দনাহি অরি। সভামধ্যে যদি জয় ক রিয়ে ইহারে। মৃত্যুত্তল্য হইবেক সংসার ভিতরে ৷ লাঘব বিপ্রের করিবেক সৰ্ব্ব লোকে লুটিবেক সৰ্ব্বস্ব বিপ্ৰ মরিবেক শোকে। দুঃখনা পাইবে বিপ্ৰ গৰ্ব্ব হৈবে r ব{ *