পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । q\。 বলে ॥ কোনো পাপীগণ ছাড়ি কৃষ্ণ সংকীৰ্ত্তন । আপনারে গাওয়ায় করিয়া নার য়ণ । দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার। কোন লাজে আপনারে গাওয়ায় সেচ্ছার। রাঢ়ে আর এক মহাব্ৰহ্মদৈত্য আছে। অস্তরে রাক্ষস বিপ্র কাছ মাত্র কাছে ॥ সে পাপীষ্ঠ আপনারে বোলীয় গোপাল। অতএব তারে সভে বলেন সিয়া ল। ঐচৈতন্য চন্দ্র বিনে অন্যেরে ঈশ্বর। যে অধমে বলে সে ইচ্ছার শোচ্যতর ॥ দুই বাহু তুলি এইবলি সত্য করি। অনন্ত ব্ৰহ্মাণ্ড নাথ গৌরাঙ্গ শ্ৰীহরি। যার নাম স্মরণে সমস্ত বন্ধ ক্ষয় । যার দাস স্মরণেও সর্বত্র বিজয় ॥ সকল ভুবনে দেখ যার যশ গায়। বিপথ ছাড়িয়া ভজ হেন প্রভুর পীয় ॥ হেন মতে ঐবৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র । বিদ্যারসে করে প্রভু বঙ্গে পরানন্দ ৷ মহাবিদ্যা গোষ্ঠ প্রভু করিলেন বঙ্গে। পদ্মাবতী দেখি প্রভু ভুলিলেন রঙ্গে ॥ সহস্র২ শিষ্য হইল তথাই। হেন নাহি জানি কে পড়য়ে কোনঠাঞি ॥ শুনি সব বঙ্গদেশী আইসে ধাইয়া । নিম। ঞি পণ্ডিত স্থানে পড়িবাঙ গিয় ॥ হেন কৃপাদৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান । দুই মাসে সভেই হয়েন বিদ্যাবান ॥ কতশত শতজন পদবী লইয়া। ঘরে যায় আর কত আইসে শুনিয়া। এইমত বিদ্যারসে বৈকুণ্ঠের পতি। বিদ্যারসে বঙ্গদেশে করিলেন স্থিতি। এথ নবদ্বীপে লক্ষী প্রভুর বিরহে । অন্তরে দুঃখিত। দেবী কাহারে না কহে। নিরবধি করে দেবী আইর সেবন। প্রভু গিয়াছেন হৈতে নাহি ক ভোজন ॥ নামের সে মাত্র অন্ন পরিগ্রহ করে । ঈশ্বর বিচ্ছেদে বড় দুঃখিত; অন্তরে ৷ একেশ্বরী সব রাত্রী করেন ক্ৰন্দন। চিত্তে স্বাস্থ্য নাহিক পায়েন অনুক্ষণ ॥ ঈশ্বর বিচ্ছেদ লক্ষ্মী নাপারি সহিতে। ইচ্ছাকরিলেন প্রভুর সমীপে যাইতে ॥ নিজ প্রকৃতি দেহ রাখি পৃথিবীতে। চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে। প্ৰভু পাদপদ্ম লক্ষী করিয়া হৃদয় । ধ্যানে গঙ্গাতীরে দেবী করিলা বিজয় ॥ এখানে শচীর দুঃখ না পারি কহিতে। কাষ্ঠ পাষাণ দ্রবে ক্ৰন্দন শুনিতে ৷ এ সকল দুঃখ কথা না পারি বর্ণিতে । অতএব কিছু কহিলাম স্থত্রমতে ॥ অাপ্তগণ শুনি বড় হইল দুঃখিত! সভে আসি কৰ্ম্ম করিলেন যথোচিত ॥ ঈশ্বর থাকিয় কত দিন বঙ্গ দেশে। আসিতে হইল ইচ্ছ। নিজ গৃহবাসে। তবে প্রভু গৃহে আসিবেন হেন শুনি । যার যেন শক্তি তেন ধন দিল আনি ॥ সুবর্ণ রজত জলপাত্র দিব্যাসন । সুরঙ্গ কম্বল ভেটি সুন্দর বসন ॥ উত্তম পদার্থ যত ছিল যার ঘরে । সভেই সন্তে ষে আনি দিলেন প্রভুরে। প্রভুও সভার প্রতি কৃপাদৃষ্টি করি । পরিগ্রহ করি লেন গৌরঙ্গি শ্ৰীহরি ॥ সন্তোষে সভার স্তানে হইয়া বিদায়। নিজগৃহে চলিলেন শ্ৰীগৌরাঙ্গ রায়। অনেক পড়য়া সব প্রভুর সহিতে। চলিলেন প্রভু স্থানে তথাই পড়িতে ॥ হেনই সময়ে এক সুরুতি ব্রাহ্মণ । অতিসারগ্রহি নাম মিশ্র তপন । সাধ্য সাধন তত্ব নিৰূপিতে নারে । হেন জন নাহি তথা জিজ্ঞাসিবে তারে 1. নিজ C3