পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । y\3 শিরে। সুত্র মাত্র লিখি আমি কৃপা অনুসারে । এসব ঈশ্বরলীলা যে পড়ে যে শুনে। সে অবশু বিহরয়ে গৌরচন্দ্র সনে। শ্রীচৈতন্য নিত্যানন্দ চাদ পহু জান । বৃন্দ বন দাস তছু পদযুগে গান। ইতি আদি খণ্ডে দ্বিতীয় বিবাহ বর্ণনং ত্রিয়োদশে ইধ্যায় ॥ * ॥ ১৩ ॥ * h ভক্তগণের বিষাদ ॥ জয়২ দীনবন্ধু শ্ৰীগের সুন্দর। জয় জয় লক্ষনীকান্ত সভার ঈশ্বর ৷ জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার। জয় সৰ্ব্ব কলি সত্য কীৰ্ত্তন বিহার । ভক্ত গোষ্ঠী স হিতে গৌরাঙ্গ জয় জয় । শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় ॥ আদিখণ্ড কথা অতি অমৃতের ধার। যহি সৰ্ব্ব গৌরাঙ্গের মোহন বিহার। হেন মতে বৈকু ? নায়ক নবদ্বীপে। গৃহস্থ হইয়া পড়ায়েন বিপ্ৰৰূপে ॥ প্রেম ভক্তি প্রকাশ নি মিত্ত অবতার। তাহা কিছু না করেন ইচ্ছাসে র্তাহার ॥ অতি পরমার্থ শূন্য স কল সংসার। তুচ্ছুরস বিষয়ে সে আদর সভার। গীতা ভাগবত বা পড়ায় যে যেজন । তাহারা না বলে না বলায় সংকীৰ্ত্তন ॥ হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ। আপনাআপনি মেলি করেন কীৰ্ত্তন। তাহাতেও উপহাস করয়ে সভারে। ই হারা কি কার্য্যে ডাকছাড়ে উচ্চস্বরে ৷ আমি ব্রহ্ম আমাতেই বৈসে নিরঞ্জন। দাস প্রভু ভেদ বা করয়ে কিকারণ ॥ সংসারি সকল বুলে মাগিয়া খাইতে । ডাকি য়া বোলয়ে হরি লোকে জানাইতে ॥ এগুলার ঘর দ্বার ফেলাই ভাঙ্গিয় । এইযুক্তি করে সব নদীয় মেলিয় ॥ শুনিয়া পায়েন দুঃখ সৰ্ব্ব ভক্তগণ। সম্ভাষা করেন হেন নাহি কোন জন ॥ শুন্য দেখি ভক্তগণ সকল সংসার । হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। হেনকালে তথা আইলেন হরি দাস। শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বি গ্রহ প্রকাশ ॥ এবে শুন হরি দাস ঠাকুরের কথা। যাহার শ্রবণে ক্লষ্ণ পাইয়ে সৰ্ব্বথা। বৃড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস। সেভাগ্যে সেসব দেশে কীৰ্ত্তন প্রকা শ। কতোদিন থাকিয়া আইলা গঙ্গাতীরে। আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপূরে ৷ পাইয় তাহার সঙ্গ আচাৰ্য্য গোসাঞি হুঙ্কার করেন আনন্দের অন্ত নাই ॥ হরিদাস ঠাকুরো অদ্বৈত দেব সঙ্গে। ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে । নিরবধি হরিদাস গঙ্গাতীরে তীরে। ভ্ৰমেণ কৌতুকে কৃষ্ণ -বলি উচ্চৈস্বরে ॥ বিষয় সুখেতে বিরক্তের অগ্রগণ্য। কৃষ্ণ নামে পরিপূর্ণ ঐবদন ধন্য। ক্ষণেক গোবিন্দ নামে নাহিক বিরতি। ভক্তিরসে অনুক্ষণ হয়ে নানা মতি। কখন করেন নিত্য আপনা অপিনি। কখন করেন মত্ত সিংহ প্রায় স্বনি। কখন বা উচ্চ