পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

देळउनाउांशंदउ । ケぐ ভাবিহ তোমারা বিষাদ ৷ সৰ্ব্ব জীব দয়া প্রতি দর্শন আমার । ক্লষ্ণ ভক্তি দৃঢ় হউ তোমার সভার। চিন্তু নাহি দিন দুই তিনের ভিতরে। বন্ধন যুচিব এই কহিল তোমারে। বিষয়েতে থাক কিবা থাক যথা, তথ। এই বুদ্ধি কভু না পাসরিহ সৰ্ব্বথা ॥ বন্দিসকলেরে করি শুভানুসন্ধান। আইলেন মলুকের অধি পতি স্থান ॥ অতি মনোহর তেজ দেখিয়া তাহান। পরম গৌরবে বসিবারে দি ল স্থান। আপনে জিজ্ঞাসে তানে মলুকের পতি। কেন ভাই তোমার কিৰূপ দেখি মতি ॥কত ভাগ্যে তুমি দেখ হইয়াছ যবন । তবে কেন হিন্দুর আচারে দেহ মন ॥ আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত। তাহা তুমি ছাড় হই মহা বংশ জাত ॥ জাতি ধৰ্ম্ম লঙ্ঘি কর অন্য ব্যবহার। পরলোকে কেমনে বা পাইবা নি স্তার ৷ না জানিয়া যে কিছু করিলা অনাচার। সে পাপ যুচাহ করি কলিম উচ্চ র। শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস। অহে বিষ্ণুমায় বলি হৈলা কিছু হাস ॥ বলিতে লাগিল। তবে মধুর উত্তর। শুন বাপ সভারেই একই ঈশ্ব র। নামমাত্র ভেদ কহে হিন্দুরে যবনে। পরমার্থে এক কহে কোরাণে পু রাণে ॥ একশুদ্ধ নিত্যবস্তু অখণ্ড অব্যয়। পরিপূর্ণ হৈয়া বৈসে সভার হৃদয় ॥ সেইপ্রভু যারে যেন লওয়ায়েন মন । সেইমত ক ৰ্ম্মকরে সকল ভুবন । সেপ্রভুর নামগুণ সকল জগতে । বোলেন সকল মাত্র নিজ শাস্ত্ৰমতে ॥ ঈশ্বরে সে আপনি সভার ভাবলয় । হিংসা করিলেও তাহার হিংসা হয় ৷ এতেক যে আমার সে ঈশ্বর যে হেন। লওয়াইয়া আছে চিত্তে করি আমি তেন। হিন্দুকুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ । আপন অসিয়া হয় ইচ্ছায় যবন । হিন্দুরা কি করে তারে তার যেই কৰ্ম্ম। অt পনে যে মৈল তীরে মারিয়া কি কৰ্ম্ম ॥ মহাশয় এবে তুমি করহ বিচার। যদি দোষ থাকে শাস্তি করহ আমার । হরিদাস ঠাকুরের সুসত্যবচন। শুনিয়া সন্তোষ হৈল সকল যবন ॥ সবে এককাজী পাপী মলু কপতিরে। বলিতে লাগিলা শাস্তি করন্থ উহারে । এই দুষ্ট আর দুষ্ট করিব অনেক । ষবন কুলের অমহিমা আনিবেক। এতেক ইহার শাস্তিকর ভালমতে । নহেবা আপন শাস্ত্র বলুক মুখেতে । পুনবলে মলুকের পতি আরে ভাই। আ পনার শাস্ত্রবল তবে চিন্তানাই। অন্যথা করিব শাস্ত সবকাজীগণে । বলিনাম পাছে আর লঘুহৈবা কেনে ॥ হরিদাস বলেন যে কারণ ঈশ্বরে। তাহ বহি আর কেহ করিতে না পারে। অপরাধ অনুৰূপ যার যেন ফল ! ঈশ্বরে সেকরে ইহ জানিহ কেবল ॥ খণ্ড২ হই দেহ যায় যদি প্রাণ। তবু আমি বদনে না ছাড়ি হরি নাম ॥ শুনিয় তাহার বাক্য মলুকের পতি। জিজ্ঞাসে এবে কি করিব। ইহা প্রতি কাজীবলে বাইস বাজারে বেঢ়িমরি। প্রাণলহ অরি কিছু বিচার না করি ৷ বাইস বাজারে মারিলেই যদি জীয়ে। তবে জানি জ্ঞানীসব সাচাকথা কহে ॥ পাইক স