পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারে ডাকি ভজ্জ করি কহে। এমত মারিবে যেন প্রাণ নাছি রহে। যবন হইয়। যেন হিন্দুয়ানি করে। প্রাণান্ত হইলে সেহে। সেপপেতে তরে। পাপীর বচনে সেহ পাপী আজ্ঞা দিল । দুষ্টগণ আসি হরি দাসেরে ধরিল। বাজারে২ সববেঢ়ি দৃষ্টগণে। মারেণ নির্জীব করি মহ ক্ৰোধ মনে । ক্লক কৃষ্ণ স্মরণ করেন হরিদাস ৷ নামানন্দে দেহে দুঃখ না হয় প্রকাশ। দেখি হরিদাস দেহ অত্যন্ত প্রহার। সুজন সকল দঃখ ভাবেন অপার। কেহোবলে উর্তিষ্ট হইব সৰ্ব্বরাজ্য । সে নিমিত্তে করে স্বজনের হেনকাৰ্য্য। রাজ উজিরেরে কেহ সাপে ক্রোধমনে। মারামারি করি তেও উঠে কোন জনে ॥ কেহ গিয়া যবনগণের পায়ে ধরে । কিছু দিব অল্প করি মারহ উহারে ৷ তথাপিহ দয়ানাহ জন্মে পাপীগণে ; বাজারে২ মারে মহা ক্রে ধ মনে ॥ কৃষ্ণের প্রসাদে হরিদাপের শরীরে । অল্প দুঃখ নাহি জন্মে এতেক প্র হারে । অসুর প্রহারে যেন প্ৰহলাদ বিগ্রহে । কোন দুঃখ না জন্মিল সৰ্ব্ব শাস্ত্রে কহে ৷ এইমত ষবনের অশেষ প্রহারে । দুঃখন জন্মায় হরিদাস ঠাকুরেরে ॥ হরিদাস স্মরণেও এ দুঃখ সৰ্ব্বথা। ছিণ্ডে সেইক্ষণে হরি দাসের কি কথা। সবে যে সকল পাপীগণ র্তারে মারে। তার লাগি দুঃখমাত্র ভীবেন অন্তরে ॥ দৃঢ় করি মারে তারা প্রাণ লইবারে । মনস্পতি নাহি হরিদাস ঠাকুরেরে । বি স্মিত হইয়া ভাবে সকল যবনে। মনুষ্যের প্রাণ কি রহয়ে এমারণে ॥ দুই তিন বাজারে মারিলে লোকমরে । বাইস বাজারে মারিলাম যে ইহারে ॥ মরেওন। আর দেখি হাসে ক্ষণেক্ষণে । এপুরুষ পারব। সভেই ভাবে মনে n যবনসকল বলে অহে হরিদাস । তোমা হৈতে আমা সভার হইবেক নাশ ॥ এত প্রহারেও প্রীণ ন যfয় তোমার। কাজী প্রাণ লইবেক অমি সভাকার। হাসিয়া বলেন হরিদাস মহাশয় । আমি জীলে তোম। সভার মন্দ যদি হয়। তবে এই মার আমি দেখ বি দ্যমানে। এতবলি আবিষ্ট হই য়া করে ধ্যানে ॥ সৰ্ব্বশক্তি সমন্নিত প্রভু হরিদাস । হইলেন আবিষ্ট কোথাহ নাহিশ্বাস ॥ দেখিয়া যবনগণ বিস্ময় হইলা । মলুকপতির দ্বারে লইয় ফেলিলা । মাটিলঞা দেহ বলে মলুকের পতি । কাজীবলে তবেত পাইবে ভালগতি ॥ বড়হই যেন করিলেক নীচ কৰ্ম্ম । অতএব ইহারে জুয়ায় সেই ধৰ্ম্ম । মাটিদিলে পরলোকে হইবেক ভাল। গাঙ্গেফেল যেন দুঃখপায় চিরকাল ॥ কাজীর বচনেসব ধরিয়া যবনে। গাঙ্গে ফেলাইতে সভে তোলে গিয়া তানে ॥ গ ঙ্গে নিতে তোলে যদি যবনসকল। বসিলেন হরিদাস হইয়া নিশ্চল ॥ ধ্যানানন্দে বসিলেন ঠাকুর হরিদাস। বিশ্বম্ভর দেহে আসি হইলা প্রকাশ। বিশ্বম্ভর অধিষ্ঠান হইল শরীরে। কার শক্তি আছে হরি দাসে নাড়িবারে । মহাব লবন্ত সব চতুর্দিগে ঠেলে। মহাস্তম্ভ প্রায় প্রভু আছয়ে নিশ্চলে কৃষ্ণানন্দ সুধাসিন্ধু মধ্যে হরিদাস । নগ্ন হৈয়াছেন বাস্থ নাহিক প্রকাশ ॥ কিবা অস্তু