পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । b ふ রতে অপার । হরি দাস ঠাকুরের আবেশ দেখিয়া । এক ভিত হই ডঙ্ক রহি লেন গিয়া । গড়াগড়ি যায়েন ঠাকুর হরি দাস। অদ্ভত পুলক অশ্রুকম্পের প্রকা শ। রোদন করেন হরিদাস মহাশয় । শুনিয়া প্রভুর গুণ হৈল প্রেমময় ॥ হরি দাস বেড়ি সভে গায়েন হরিষে। যোড় হস্তে রহি ডস্ক দেখে এক পাশে ॥ ক্ষ ণেকে রহিল হরিদাসের আবেশ । সভেই হইলা অতি আনন্দ বিশেষ ॥ যেখানে পড়য়ে তার চরণের ধূলী। সভেই লেপেন অঙ্গে হই কুতুহলী। আর এক ঢঙ্গাৰ প্র থাকে সেইখানে । মুঞি নাচিবাঙ আজি গুণে মনেমনে ॥ বুঝিলাম নাঁচিলেই অবোধ বৰ্ব্বরে । অলপ মনুষ্যেরেও পরম ভক্তি করে ॥ এতবলি সেইক্ষণে অাছ। ড় খাইয়া। পড়িলাযে হেন মহা অচেষ্ট হইয়া ॥ যেইমাত্র পড়িল ডঙ্কের নৃত্যস্থ। নে। মারিতে লাগিলা ডস্ক মহাক্রোধ মনে ॥ আশেপাশে ঘাঁড়ে মুড়ে বেতের প্র হার । নির্ঘাত মারয়ে ডঙ্ক রক্ষানাহি আর ॥ বেতের প্রহারে বিপ্ৰ জৰ্জ্জর হইয়া । বাপ২ বলি ত্রাসে গেল পলাইয়া ॥ তবে ডঙ্ক নিজ সুখে লাচিল বিস্তর । সভার জ ন্মিল বড় বিস্ময় অন্তর। ষোড়হস্তে সভে জিজ্ঞাসেন ডঙ্কস্থানে। কহদেখি এবি প্রেরে মারিলেবা কেনে ॥ হরিদাস নাচিতেবা ষোড়হস্ত কেনে ৷ ভাঙ্গিয়া এসব কথা কহিবে আপনে। তবে সেই ডস্ক মুখে বিষ্ণুভক্ত নাগ। কহিতে লাগিল। হরিদাসের প্রভাব । তোমরা যে জিজ্ঞাসিলে এবড় রহস্য। যদ্যপি অকথ্য তবু ক হিব অবশ্য । হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ । তোমরা যেভক্তি বড় করিলে বিশেষ ॥ তাহা দেখি ওব্রাহ্মণ হাস্য করিয়া । পড়িল মাশ্চর্য্য বুদ্ধ্যে আছাড় খাই য় ॥ আমার যেমৃত্য সুখভঙ্গ করিবারে । আহার্য মাশ্চর্য্য কোনজন শক্তিধরে। হরিদাস সঙ্গে স্প ৰূর্ণ মিথ্যা করিবারে। অতএব শাস্তি অামি করিল উহারে ॥ বড় লোক করিসব জানুক আমারে । আপনারে প্রবর্তই ধৰ্ম্ম কৰ্ম্মকরে ॥ এসকল দ। ম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই। অকৈতব হইলেসে কৃষ্ণ ভক্তিপাই ॥ এইযে দেখিলে নাচিলেন হরিদাস । ওনৃত্য দেখিলে সৰ্ব্ববন্ধ হয়নাশ ॥ হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচে ন আপনে। ব্ৰহ্মাণ্ড পবিত্র হয় নৃত্য দরশনে ॥ উহনি সে যোগ্য পদ হরিদাস নাম। নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান। সৰ্ব্বভুত বৎসল সভার উপকারী। ঈশ্বরে র সঙ্গে প্রতি জন্ম অবতার। উর্হিসে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে। স্বপ্নেও উহ। ন দৃষ্টা নাযায় বিপথে ॥ তিলাদ্ধ উহান সঙ্গ যেজীবের হয়। সেঅবশ্য পায় ক্লষ্ণ পাদ পদ্মশ্রিয় ॥ ব্রহ্মাশিব হরিদাস হেন ভক্ত সঙ্গ । নিরবধি করিতে চিত্তের বড় রঙ্গ ৷ জাতিকুল সব নিরর্থক বুঝাইতে । জন্মিলেন নীচকুলে ঈশ্বর আজ্ঞাতে ॥ অধম কুলেতে যদি বিষ্ণুভক্ত হয়। তথাপি সেইসে পূজ্য সর্ববেদে কয় ॥ উত্তম কুলেতে জন্ম শ্ৰীকৃষ্ণ না ভজে। কুলে তার কিকরিবে নরকেতে মজে ॥ এইসব বে দবাক্য সাক্ষ দেখাইতে । জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যেহেন । ठे o