পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস | (t হেন লীলা করিতে করিলা কৃষ্ণ মন । কিম্বা যোগমায়া শব্দে মুরুলীরে মানি। সংযোগার্থ শব্দ যাঁহে প্রকাশে আপনি। তাহাকে আশ্রয় করি মদনমোহন। রিরংসাতে প্রবেশ করিলা বৃন্দাবন। এইত তোষণী• স্বামিসৰ্ম্মত ব্যাখ্যান। মতান্তরাভাষ কহি কর অবধান। যদ্যপি ঐভগবান সৰ্ব্বৈশ্বৰ্য্যাশ্রয়। অসংখ্য লক্ষীরগণ র্তাহারে , সেবয় ॥ তথাপিহ পরকীয়া রস আস্বাদিতে। কৃষ্ণের বিহার ইচ্ছ উপজিল চিতে ॥ দেখি গোপীপ্রতি প্রতিশ্রত নিশিগ্নণ । অধিক রিরংসা তার হইল ঘটন। একি পরকীয় রস কি মাধুর্যময়। যার গুণে কৃষ্ণের রিরংস উপজয় ৷ অতএব অবিচিন্ত্য যোগমায়া লয়ে। নিকঞ্জে প্রবেশে হরি প্রফল্লহৃদয়ে ॥ তথাহি শ্লোকঃ । তদোডুরাজঃ ককুভঃ কৱৈসুখং প্রাট বলিস্পয়রুণেন সন্তমৈঃ । সচর্ষণীনামুদগাচ্ছ চোমৃঙ্গ নৃ প্রিয়ঃপ্রিয়ায়াইব ' দীঘ দর্শনং ২ । কৃষ্ণের রিরংসা যবে হইল স্বমনে। তখনি উঠিল শশী গগণ, ভলনে। তারাগণে আবৃত হইয়ে উডুরাজী অখণ্ডমণ্ডলকপে হইল বিরাজ। শরদ পূর্ণিমা মাত্র তাহে হেতু নয়। কৃষ্ণ ইচ্ছাক্রমে শশী নিত্য পূর্ণ হয়। প্রাকৃত শশাঙ্কোদয় নাহি বৃন্দাবনে এলাগি সতত পূর্ণ হয় সেই স্থানে। কৃষ্ণ যেন গোপাঙ্গনাসমূহ সহিতে। শোভিবেন রাসস্থানে ইং ভাবি চিতে। তাহার উৎকণ্ঠাপ্রতি উদ্দীপন, হয়ে। উঠিলেন চন্দ্র হেন মনে বিবেচিয়ে। অতি সুকল্যাণতম নিজ করে করি। প্রাচীদিগবধূ মুখ অরুশিম করি। স্কুচিরপ্রবাসি পতি আসি, যেন ঘরে। কুঙ্ক মাক্ত হস্তে প্রিয়ামুখ লিপ্ত করে। শরদর্ক مجدي