পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । শয়। সতত অরুণ তাঙ্গ কুকুমের রাগে। যাচাতে কৃষ্ণের মনে মনমথ জাগে ॥ এৰূপ চন্দ্রের শোভা অতি সুললিত । বিশেষে যাহার কর মৃদু প্রকাশিত। যাহাতে রঞ্জন করে সকল কানন। হেরি তাহা কৃষ্ণপ্রেম হইল উদ্দীপন। যে লাগিয়ে মুরুলী শিথিল ভগবান। তাহার সাফল্য হেতু কৈলা কল গান। অব্যক্ত মধুর সেই মুরলীর রব। যাহে চরাচর প্রাণী মু গ্ধ হয় সব ॥ বিশেষে যে গোপী কৃষ্ণে বক্র নেত্রে হেরে অল ক্ষে সেরব তার মন চুরী করে । দ্বি অংশে বিভক্ত সেই মুরুলীর - - & গীত। অব্যক্তত মধুরতারূপে সুবিদিত। মুকুলীর মধুরতা মানস হরিতে। অব্যক্ততা স্ব স্ব নাম ভ্রান্তি জন্মাহতে ॥ অথচ অন্যের যেন ন হয় গোচর। হেন রমণীয় রব করিলা নাগর। যে বেণুর রবে গোপীবৃন্দমন হরে। সামান্য সে রব নহে শুন অতঃপরে ৷ বাম নেত্র শব্দেতে চতুর্থ স্বয় মানি । তার সহসানুস্বার কল এই স্বনি ॥ ইথে’কাম বীজ সেই তাহা গান করি। অনায়াসে গোপীমন করিলেন চুরি । অনঙ্গ বৰ্দ্ধন হয় সেইত সংগীত। নতুবা গোপীর কেন হরিবেক চিত। এইত প্রথম অর্থ" হৈল সমাপন । মতান্তর কহি এবে করহ শ্রবণ। বেদেতে, কুৎসিত কহে পরকীয়ারসে। তথাপি তাহাতে মোদ সুধাংশু প্রকাশে। অর্থগুমণ্ডল হয়ে করিল উদয়। পুলকেতে স্ফীত যেন রসিকেতে হয়। আপন উদয় রাগে আরুণিম হয়ে। পর কীয়া প্রেম রসে রাগ প্রকাশিয়ে। নিজ কুল নায়কের হেরি এ চরিত। কৃষ্ণের রাধিকাদুৰ্ত্তি হইলু তুরিত। বিশেষত চন্দ্র রাধামুখের সমান। হেরিয়ে মুরুলী গীত, কৈলা ভগবান।' _