পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । >> অথ সাধনসিদ্ধ। গোপীদিগের সিদ্ধত প্রাপ্তি । অন্তগু হগতাঃ কাশ্চিন্দ্রেগাপ্যোহলব্ধ বিনিগমাঃ । কৃষ্ণং তম্ভাবনাযুক্ত দধূমীলিতলোচনাঃ ॥৯। সে বিঘুেতে তারা যদি বাধিত হইত। তবেত দশমীদশা সকলে পাইত। এহেতু সাধনে ভাবমাত্র সিদ্ধ যারা। সে বিঘুেতে অভিভব পেয়েছিল তারা। সিদ্ধ দেহ বিনা কৃষ্ণ প্রাপ্তি নাহি হয়। ইহা জানাইতে শুক বিশেষিয় কয় ॥ কোনো২ গোপিকার পতি আদি গণ । গৃহ অবরোধ করি করিল বারণ। তাহে বিনির্গম পথ তারা না পাইয়ে। সুদীঘ ভাবনা প্রাপ্ত হইল হৃদয়ে। চিত্ত আকর্ষক কৃষ্ণে উৎকণ্ঠিত চিতে। ধ্যানেতে ধরিল হদে দুঃখ নিবারিতে তদাবেশে নিমীলিত হইল নয়ন। বিগত হইল অন্য সব আলোচন ॥ দুঃসহপ্রেষ্ঠবিরহতীব্ৰতাপধুতাশুভাঃ। ধ্যানপ্রাপ্তাচ্যতাশ্লেষনির্ব ত্যা ক্ষীণমঙ্গলা । তমেধ পরমাত্মানং জারবুদ্ধ্যাপি সংগতাঃ , জহুগুণময়ং দেহং সদ্যঃ প্রক্ষীণবন্ধনা ৷ ১• । গোপীগণ অবিসহ বিরহ সন্তাপে । ধৌত হইলেন সব অশুভ কলাপে ॥ ধ্যানে প্রাপ্ত শ্ৰীকৃষ্ণের সংযোগ আনন্দ । তাহে বিনাশিল তাসবার পুণ্যবন্ধ। উপপতি ভাবে ভাবিয়াও জনা 'র্দনে। সদ্যই হইল তারা বিশ্লথ বন্ধনে। এহেতুক গুণ ময় তনু তু্যাগ করি। মেকালে তাহারা প্রাপ্ত হইল মুরারি ॥, স্বামি কহে হেন কৃষ্ণ ধ্যানের প্রভাবে। মায়াগুণময় দেহ •তেঞ্জেছিল সবে। যদি কহ ব্ৰহ্মভাৱ নাহি গোপিকার। তবে