পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० ঐরাসবিলাস । খিয়া ঐহরি। আরম্ভ করিলা নিজে বচন চাতুরি। বাথিা শিরোমণি হন রসিক শেখর। দ্বিভাব বাক্যেতে সবে কন নটবর। আপাত অর্থেতে ষাহে উপেক্ষা বুঝায়। ভাবার্থে প্রা র্থনাময় তাহ সমুদায়। ষে বাক্যতেহেরে চিত্ত বিবেক বিনাশে। হেন বাক্য কৃষ্ণ কহিছেন মৃদুভাষে। বৃন্দাবনচন্দ্র যার একান্ত শরণ। শ্রীরাস বিলাস কহে সে ক্রীনারায়ণ ॥ " অথ দুইঅর্থে শ্ৰীকৃষ্ণের রাক চাতুর্ঘ্য। শ্ৰীভগবানুবাচ। স্বাগতং বোমোহাভাগঃ প্রিয়ং কিং করবানি বঃ । ব্ৰজসানমিয়ং কচ্চি দক্রতাগমনকারণং। ১৭॥ প্রথমে ঔদাস্য পক্ষ অবলম্ব করি। সমাদরে গোপীগণে কহেন শ্ৰীহরি । অতি প্রিয়তম জনে স্বাদর বচন স্বভাবতঃ ঔদাসাত করে প্রকটন। এসো গোপীগণ একি ভাগ্যোদয়। তোমাদের আগমন সুশোভন হয়। মহাসাৰী হও সবে গোকু লের মাঝে। তোম। সব সম ভাগ্যবতী কেবা ব্রজে। তোমা দের প্রিয় কি করিব আচরণ। শরলতা ভাবে মোরে কর আজ্ঞাপন। মহাভাগ্যবতীদের প্রিয় আচরণে। অবশ্য হইতে পারে ধর্মের ঘটনে। এৰূপ কৃষ্ণের সমাদর বাণী শুনি। কিছু না কহিল গোপী ঔদাস্যত মানি। তবে কৃষ্ণ কহিছেন করিয়া চাতুরি। সসংক্রমে সমাগত হেরি ব্ৰজ নারী। ব্রজের মঙ্গল কথা কহ গোপীগণ বুঝি কোন উপদ্রব হয়েছে ঘটন। নহে নিশিযোগে কেন সকলে মিলিয়ে। আসিয়াছ কাননেতে গৃহ উপেক্ষিয়ে । , সাটােপে কহেন হরি কতো আমারে। কি বিপদ হৈল আজি ব্রজে একবারে। আছে "কিম্বা অন্য আগমন প্রয়োজন। বি. শেষিয়া কহ সবে সব বিবরণ। এইত উপেক্ষাময় বাক্যমর্থ হয়। প্রার্থন পক্ষের অর্থ শুন ভক্তচয় ॥ ক্লষ্ণ দেখি গোপীগণে ।