পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস। . RY নিকটে আগত। প্রেমে পুলকিত অঙ্গ হর্ষে প্রফুল্লত। সাদরে কহেন সবে পিরিতি করিয়ে। সুখেতে এসেছ তোমাসবে প্রাণপ্রিয়ে ॥ মহাভাগ্যবতী হও তোমরা সকলে। রাসলীলা যোগ্য যাতে তোরা ভূমণ্ডলে । যে রাসবিলাস আসে কমলা সুন্দরী। মহাতপ আচরিলা সবসুখ ছাড়ি। তথাপি নাপায় সেহ ঐরাসমণ্ডল। সেই রাসউল্লাসিনী তোমারা সকল। কিম্বা ভাগশব্দে হেথ কহিয়ে ভজন। যাহে সৰ্ব্ব উৎকর্ষত করিলে ধারণ ৷ লোকধৰ্ম্ম লাজভয় সব পরিহরি। একমাত্র আমারে ভজিলে সবনারী ॥ আমি তোমাসবে তেন না পারি ভজিতে । যাহে তোসবার ঋণী আমি বিধিমতে। অতএব সবে হও মহাভাগ অতি তোমাদের প্রিয়কার্য্যে মম কি শকতি ॥ অথবা আমিহ হই ঋণী সবাকার। আজ্ঞাপন কর মোরে যে ইচ্ছা মাহার। তোমাদের প্রিয় কিছু করি আচরণ। অধীনের কৃত্য আজি করিব সাধন। এৰূপে কহিতে কৃষ্ণ আপন প্রাথিত । সরে নিরুত্তর দেখি হইলা শঙ্কিত বুঝি হেথা আগমন কালে এ সবার। পতি গুরুজনে করিয়াছে তিরস্কার। তাই উপেক্ষিয়ে বনে হয়েছে আসিতে। সেই অভিমানে কিছু না দে খি ভাষতে, এতেক ভাবিয়ে কৃষ্ণ কন মৃদুস্বরে। ব্রজের মঙ্গল সবে কঙ্কতে আমারে ॥ নিশিষোগে হেথায় করিতে আগমন। গুরুজনে কিছুতে ন কৈল বিঘটন। অথবা সে সব বিঘ্ন অনাদর করি। নিশিতে কাননে আসিয়াছ সব নারী ॥ পথ পরিশ্রমে, বুঝি হয়েছে বেদন। সেই অভিমানে কিছু না কহ বচন । আহমেরি আমার লাগিয়ে নিশিকালে। পথে নামত ক্লেশ পেয়েছ সকলে। আমি হই তোমাদের অনুগত জন। তবে আগমনক্লেশ পাইলে কি কারণ ॥ ইঙ্গিতে আমারেসবে যেখানে ডাকিতে। তথা না যাইয়া আমি পারি কি থাকিতে ॥