পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । ৩৩ জনে। ম্বো হয় অনুগত, তাহাতে হইলে রত, দোষভাগী না হয় ভুবনে । , * * * - যং পত্যপন্তুম্বন্ধদামন্থৰ্বত্তিরঙ্গ স্ত্ৰীণাং স্বধৰ্ম্মইতি ধর্মবিদাত্বয়োক্তং । অস্তৃেবমৃেতদুপদেশপদে ভূয়ীশে প্রেষ্ঠোভবাংস্তনুভূতাংকিল বন্ধুরাত্মা ॥৩১। পত্যজি সেবন কৰ্ম্ম নারীর পরম ধৰ্ম্ম ভূমি যে করিলে উপ দেশ। বট হে ধাৰ্ম্মিকবর, জানিলাম অতঃপর, জ্ঞানাপেক্ষা নাহি অবশেষ। ৯। কিন্তু তব পাদমূল, ভজনে যে অনুকুল, সে কি জাতি কুলাপেক্ষা করে। যে তেজি সকল ধৰ্ম্ম, তো মাতে বাঢ়ায় শৰ্ম্ম, তাহার কি অধৰ্ম্ম সঞ্চরে। ১০। পিতৃ দেব ঋষি ঋণ, তারে কি করে অধীন, যে লয় শরণ তব পদে। সকলের প্রিয়তম, বন্ধু নাহি তোমা সম, আত্মাৰূপী তুমি সৰ্ব্ব হৃদে ॥১১। অতএব অঙ্গবর, সৰ্ব্ব লোক অধীশ্বর তব উপদিষ্ট ধৰ্ম্মচয়। তৰ পদে সমৰ্পিয়ে জাতি কুল উপেক্ষিয়ে লই য়াছি তোমাতে আশ্রয় ॥ ১২। কিম্বা হে ধাৰ্ম্মিকমণি, হেন ধৰ্ম্ম ময়ী বাণী, যে তোমারে করে জিজ্ঞাসন। তার প্রতি সবিশেষ করা যোগ উপদেশ, আমাদের নাহি প্রয়োজন ॥ ১৩ । স্বনাদি বাসন নাই পরলোক নাহি চাই কেবলও পদ অভিলাষ। তুমি হও প্রাণপ্রেস্তু সকলের আত্মা ইষ্ট, অমাসবে কর নিজ দাসী ১৪ এমতে গোপীনিচয়, প্রকটার্থে প্রকাশয়, শ্লেষে কহেনি ষেধ বচন। শুর্নং ভক্তৃগণ, তার ভাষা বিবরণ, কিছু আমি করিববর্ণন । ১৫৭ গোপীগণ কহে অঙ্গ, নারীঅনুবৃত্তি রঙ্গ, তো মার হয়েছে প্রয়োজন। এলাগি ব্রজ প্রদেশ, ত্যাগ করি সন্ধি শেষ, এ প্রদেশ কর আশ্ৰয়গণ পীত অপত্ত্বির প্রাণ, ভুলা. • নারী কুল মান আহরণে হও সুপণ্ডিত। বট যেই সুসমর্থ, সাধিতে স্থাপন স্বার্থ নিজে সেই মানে ধৰ্ম্মবৎ । ৬. আপনার S