পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭s ঐরাসবিলাস। ষেন কৰ্ম্ম, তেমনি কছিছ ধৰ্ম্ম, পতিবন্ধু সেবন করিতে। প্রাণিসকলের প্রেষ্ঠ, বন্ধু আত্মা বটে কৃষ্ণ, আমরা হে জেনেছি চরিতে ৭ ॥নুহে এই বিভাবরী, যোগে, কাছে পেয়ে নারী, বন্ধুতাহে করিতে প্রকাশ। কর ধৰ্ম্ম উপদেশ, কলঙ্কে ভরিতে দেশ, কহিকতশত অপভাষ ॥ ৮ ॥ তোমার এ ধাৰ্ম্মিকতা, তোমাতে রন্থ সৰ্ব্বথা, আমার না চাহি শিখিবারে। ক্ষমদেহ রসরাজ,শুনিতে ধাসি হে লাজ, বিনয় করি হে বারে বারে ॥ ৯ ॥ কুৰ্ব্বাস্ত হি ত্বরি রতিং কুশলা স্ব আত্মন্নিতাপ্রিয়ে পতিম্বঅদিভিরাৰ্ত্তিদৈঃ কিং। তন্নঃ প্ৰসীদ বরদেশ্বর মাস্ম ছিদ্য আশাং ধৃতাং ত্বরি চিরাদরবিন্দনেত্ৰ ॥ ৩২ ৷ পিতা মাতা বন্ধুগণ, স্নেহ করি বিসৰ্জ্জৰ্ণ, তব পদাশ্রয় অভি. লাষে। আমরা যতেক নারী, আসিয়াছি গৃহ ছাড়ি, তাছে সবে দোষ না পরশে ॥ ১৬। সারাসায় বিজ্ঞ জন, যে জানে স্বাৰ্থ সাধন, সে কখন তোমা পরিহরি। পরিণামে স্থবিরস, পতি পুত্র স্নেহ রস, পিয়ে সুধা অনাদর করি ॥ ১৭ স্বাভাবিক প্রেমময়, তোমার মুরতি হয়, ইহা জানি বিবেচক গণ তেজি অন্য সমাশ্রয়, তব পদাশয় লয়, ধন্য হয় তাদের জীবন ॥ ১৮ ॥ সেই হেতু ওহে হরি, স্বীয় পরক্লেশকারি, তোমাতে বিমুখ বন্ধু জনে দূরে তেজি সমাদর, এসেছি হে নটরর, তব কাছে সব গোপীগণে৷ ১৯। এলাগি বরদেশ্বর, প্ৰসীদ হে অতঃপর, আমা সবে মদনমোহন। চিরদিনাবধি হরি, অাছি মনে আশা করি, সেবিতে তোমার শ্ৰীচরণ। ২০ । সে আশার উচ্ছেদন, করিলে কমলেক্ষণ, গোপীর জীবন নাহি রবে । তাহে দয়াময় খ্যাতি, নাশিৰুে হে ব্ৰজপতি, অন্য কেহ শরণ না লবে ॥ ২১ ॥ এৰূপে গোপিকাগণ, প্রকটার্থে নিবেদন, জানাইছে কৃষ্ণ সন্নিধানে। নিষেধার্থে সে ভারতী, কৃষ্ণে করে চমৎকৃতি,